ফটোগ্রাফি: সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20221029_144024.jpg

হ্যালো
আমার বাংলা ব্লগ
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।

গোলাপ

আমাদের সবারই পরিচিত জনপ্রিয় একটি ফুল হল গোলাপ। এই ফটোগ্রাফিটি করলাম আমি , কিছুদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম সকালবেলা। তখন কুয়াশাগুলো গোলাপ ফুলের গাছের পাতার মধ্যে পড়ার কারণে দেখতে অনেক ভালো লাগতে ছিল। এ কারণে আমি পাতা সহ গোলাপ ফুলটির কিছু ফটোগ্রাফি করে নিলাম। গোলাপ ফুল বিভিন্ন রংবেরঙের হয়। তার মধ্যে অন্যতম সুন্দর হচ্ছে আজকের এই হলুদ রঙের গোলাপ ফুলটি। আমাদের দেশে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল রয়েছে। এছাড়াও গোলাপকে ফুল ফুলের রানী বলা হয়। আমি আশা করি আপনাদের সবার গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

IMG20221004073754.jpg

মোমবাতি

আজকে যে মোমবাতির ফটোগ্রাফি করলাম, আমি যখন সেলুন দোকানে গেলাম, তখন হঠাৎ করে কারেন্ট চলে গেল, দোকানদার একটি মোমবাতি জ্বালিয়ে দিলো। আমার কাছে মোমবাতির আলোটি দেখতে অনেক ভালো লাগলো। তাই ভাবলাম কিছু ফটোগ্রাফি করি। দেখলাম ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছিল। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মোমবাতির ফটোগ্রাফি। আশা করি আপনাদের সবার মোমবাতির ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

IMG20220920194626.jpg

বাবেল

কিছুদিন আগে একটি মেলায় গিয়েছিলাম, তখন দেখলাম ছোট ছোট বাচ্চারা এই বাবেল গুলো ফুলাচ্চিল। আপনারা সকলে এভাবেই চিনে থাকবেন , কারণ ছোটবেলায় অনেকেই বাবেলগুলো নিয়ে অনেক খেলা করেছিল। আমি অনেক খেলা করতাম এই বাবেল গুলো নিয়ে। সকলের ফুলানো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। আমিও একটি কিনে নিলাম দোকান থেকে। সবার সাথে আমি ও উড়ানো শুরু করলাম। এরপর বাবেলগুলো একসঙ্গে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম। আজ একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি সবার ছোটবেলার স্মৃতি মনে উঠবে।

IMG20221017161908.jpg

জুসের দোকান

বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফলের জুস দোকান দেখা যায়। আমি একটিভ মেলা থেকে এই জুস দোকানের ছবি তুলেছি। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ছবিগুলো। মেলাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার চোখ পড়েছিল জোস দোকানের দিকে। গ্লাসের মধ্যে খুব সুন্দর ভাবে জুস রেখেছিল দোকানদার। অনেক ধরনের ফল দিয়ে এই জুস তৈরি করে থাকে। এক গ্লাস ৩০ টাকা করে বিক্রি করে। আমি এক গ্লাস খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে খেজুর দেওয়াতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। জুস খাওয়ার একদম শেষে খেজুর টা মুখে আসে। মুখে আসলেই খেতে ভীষণ ভালো লেগেছে আমার।

IMG20221017162213.jpg

মুরগি

বেশি একটা মুরগির ফটোগ্রাফি করেছিলাম। প্রায় ৫০ টি ছবি তুলেছিলাম এই মুরগির। শুধু একটি ছবি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজ আপনাদের মাঝে ওই ছবিটায় শেয়ার করেছি। ছবি তুলেছিলাম মুরগি দোকানে। যেখানে মুরগি বিক্রি করে থাকে। দেখলাম কয়েকটি মুরগি একটি খাঁচার মধ্যে রেখেছে। দেখেই আমার ভীষণ ভালো লেগেছে তখনই ছবি তুললাম। তোলার পর একটি ছবি সিলেক্ট করতেও আমার অনেক সময় ব্যয় হয়েছে। কারণ অনেকগুলো ছবি তুলেছিলাম। আমি আশা করি আপনাদের সবার মুরগির ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে।

IMG20221023090127.jpg

মাকড়সা

মাকড়সার সঙ্গে সকলে খুবই পরিচিত। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের মাকড়সা রয়েছে। বিভিন্ন কালারফুল হয় মাকড়সা গুলো । আজকের মাকড়সা টির মধ্যে দুটি কালার রয়েছে। একটি সাদা, অপরটি কালো এবং অপরটি কমলা কালার। মাকড়সা টি যখনই আমি একটি পাতার উপরে দেখতে পেলাম। আমার কাছে দেখে অনেক ভালো লাগলো। এরপর আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি গুলো আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছিল। এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে মাকড়সার ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

IMG20221014080012.jpg

সূর্যাস্ত

সূর্যাস্তের অপরূপ সুন্দর দৃশ্য গুলো দেখলে সকলেই মন মুগ্ধ হয়ে যায়। আমার কাছে সুন্দর সূর্যাস্তের দৃশ্যের ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। যখন কিছু বন্ধু বান্ধব মিলে এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখনই সূর্যাস্তের দৃশ্যটি ভীষণ ভালো লেগেছিল। এরপর আমি ফটোগ্রাফিটি করলাম। আকাশের কালার টি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমি আশা করি আপনাদের সবার সূর্যাস্তের ফটোগ্রাফিটি অনেক ভালো লাগবে।

IMG20220922172837.jpg

আমি আশা করি সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
https://w3w.co/bunnies.sitters.barge

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#𝑛𝑎𝑟𝑜𝑐𝑘𝑦71
লোকেশনফেনী, বাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। প্রতিটি ছবির আলাদা আলাদা সৌন্দর্য্য আছে। সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদেরর সাথে শেয়ার করার জন্য ধন্য বাদ।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে আপু। সুন্দর উৎসাহ মূলক মন্তব্য ভীষণ ভালো লাগে। পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনার ফটোগ্রাফ গুলো বরাবরের মতই টপনচ।নতুন করে কিছু বলার নাই।এত ভাল সাবজেক্ট নির্বাচণ আর এক্সিকিউশন খুব বেশি দেখা যায়না। আপনার ফোনের মডেলটি জানার ইচ্ছা রইল ভাই।আর অসংখ্য ধন্যবাদ এমন চোখ জুড়ানো ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।প্রত্যেকটিই দারুন হয়েছে।

 2 years ago 

আপনার চোখ জুড়িয়ে গেল শুনে অনেক আনন্দিত হলাম। Realme 7i মোবাইল।

 2 years ago 

ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই দারুণ হয়েছে ।ফুলের রানী গোলাপের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ।তাছাড়া ফলের জুস এবং বাবল গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে ।এছাড়া মুরগির আপনি ৫০ টি ছবি তোলার পরে মাত্র একটি ছবি ভালো লেগেছে নিশ্চয়ই মুরগি খুব নড়াচড়া করছিল তাই ছবি তুলতে কষ্ট হয়েছে হাহাহা। যাইহোক সবগুলো ছবি ভালো লেগেছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু আপনি। মুরগিটি অনেক নড়াচড়া করেছিল। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেকটি ফটোগ্রাফি এক কথায় অসাধারণ হয়েছে। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে প্রায় 300 প্রজাতির গোলাপ ফুল রয়েছে। তবে আমার কাছে হলুদ গোলাপটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার হলুদ গোলাপের ফটোগ্রাফিটি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। মোমবাতির ফটোগ্রাফিটিও অসাধারণ হয়েছে। মাকড়সাটিকে খুব নিখুঁতভাবে ক্যাপচার করেছেন। সত্যি ভালো লাগলো আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে।

 2 years ago 

ছবি তোলার সময় খুব যত্ন করে ছবি তুলি। আপনাদের এত প্রশংসা পেয়ে অনেক আনন্দিত। সুন্দরভাবে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে বাবল এর ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।আপনার ফটোগ্রাফি গুলো সব সময় ভিন্ন ধরনের হয়ে থাকে।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ছবিটি তোলার সময় অনেক পরিশ্রম করেছিলাম। অনেকক্ষণ পর্যন্ত বাবল গুলো ফু দিতে বলেছিলাম

 2 years ago 

ভাইয়া আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে।সত্যি বলেছেন ভাইয়া কুয়াশা ঘেরা গোলাপের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আর বাবেল গুলো কথা কি বলবো আমার বাচ্চারা বাসায় প্রায় সময় ফুলাই। সূর্যাস্তের অপরূপ সুন্দর দৃশ্য দেখলে আমার মন মুগ্ধ হয়ে যায়।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। এজন্য সব সময় ফটোগ্রাফি করার সময় একটি প্রাকৃতিক দৃশ্য রাখি

 2 years ago 

বাহ ভাই বেশ চমৎকার ছিল ফটোগ্রাফি গুলো। গোলাপ ফুলের পাতার উপর কুয়াশা এই দৃশ‍্যটা বেশ মনোমুগ্ধকর ছিল। বাবেল টাও চমৎকার লাগছে। এমনটা দেখেছি আগে তবে কখনো ক‍্যামেরা বন্দী করা হয়নি। এবং মাকড়সা টাও দারুণ ছিল। সবমিলিয়ে ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল।।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য ফেলে অনেক উৎসাহিত হয়। আপনাদের এমন সুন্দর মন্তব্যের জন্যই প্রতিনিয়ত ভালো মানের মন্তব্য করে থাকি।

 2 years ago 
আপনার একটা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। প্রত্যেকটা ছবি আলাদা আলাদা সৌন্দর্য বিচরণ করেছে। বাবলের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফির ভিতরে ভিন্নতা আছে। এজন্য আরও বেশি সুন্দর লাগছে।মাকড়সা জালের ফটোগ্রাফিটা বেশ চমৎকার হয়েছে অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

আমার ছবিগুলো আপনার কাছে সুন্দর লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর মন্তব্য গুলো ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি একটি দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন। জুসের দোকান, বাবেল, গোলাপ, মাকড়সা, মোরগ এবং প্রকৃতির যে ফটোগ্রাফি আপনি করেছেন সেটা অত্যন্ত মূল্যবান হয়েছে।

 2 years ago 

আপু পরে জন্ম আপু হয়ে হয়তো জন্ম নিতে পারে। এ জন্মে আমি আপনার ভাই। ডোন্ট মাইন্ড মজা করলাম। সুন্দর একটি মন্তব্য করেছেন আপনি। ভীষণ ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে।
@maksudakawsar

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68431.46
ETH 2457.08
USDT 1.00
SBD 2.60