General Writing: "মিথ্যা তো তখনি জিতে যায় যখন, সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে"
ABB ২৫ নভেম্বর ২০২৪
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
"মিথ্যা তো তখনি জিতে যায় যখন, সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে"
মিথ্যা এমন একটা জিনিস যেটা একটা মানুষকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিতে পারে। আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। যেটা আমাদের জন্য করা একেবারেই উচিত হয় না। কারণ এই মিথ্যার আশ্রয় নেওয়ার ফলে আমাদের জীবনে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে সত্যটা কে লুকানোর জন্য আমরা মিথ্যার আশ্রয় নিই, সেই সত্যটা একদিন না একদিন অবশ্যই সবার মাঝে প্রকাশ পায়। এরকম অনেক মানুষ হয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। কিন্তু মিথ্যা তো তখনই জিততে পারে যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায়। সত্য বলা মানুষগুলো যদি চুপ না থেকে সত্য কে তুলে ধরে, তাহলে কখনো মিথ্যা আশ্রয় নিতে পারবে না।
মিথ্যা যে বলে এমন কি, যে মিথ্যাকে প্রশ্রয় দেয় উভয় কিন্তু সমান অপরাধী। আর এই জন্য সত্য বলা মানুষগুলোকে অবশ্যই মিথ্যাকে প্রশ্রয় দিলে চলবে না। তাদের উচিত সত্য কথা গুলোকে তুলে ধরা। সত্যকে লুকিয়ে মিথ্যাকে প্রশ্রয় দিয়ে কখনো ভালো থাকা যায় না। তার ফল অবশ্যই একদিন না একদিন আমাদেরকে ভোগ করা লাগে। মিথ্যাকে জিততে দিলে আমাদের চলবে না। কারন আমরা যদি মিথ্যাকে জিতিয়ে দিই, তাহলে আমাদের নিজেদেরকেও সেই কাজের ফলটা ভোগ করতে হবে। সত্য বলা মানুষগুলোর উচিত নয় চুপ থেকে মিথ্যা কে জিতিয়ে দেওয়া। মিথ্যার আশ্রয় খুবই খারাপ লক্ষণ।
মনে করেন একটা মানুষ একটা ভুল কাজ করেছে। আর তার এই কাজের জন্য সে মাথা নত করছে না। সে মিথ্যার প্রশ্রয় নেই এর জন্য। কিন্তু তার সামনে যারা সত্য বলা মানুষ রয়েছে তারাও চুপ করে রয়েছে। আর সেই মানুষগুলো কিন্তু চুপ থাকার ফলে তাকে প্রশ্রয় দিচ্ছে। আর এটার মাধ্যমেই মিথ্যা জিতে যায়। যেটা উভয় পক্ষের জন্যই অনেক বেশি খারাপ হয়। মিথ্যা হয়তো তখন জিতে গিয়েছে। কিন্তু কখনো না কখনো সে নিজের কর্মফল ভোগ করবে। সত্য কখনো চাপা থাকে না। তাই সবার সামনে আসবে সত্য বলা মানুষগুলো চুপ করে থাকলেও। হয়তো অনেক দেরি হবে, কিন্তু একদিন এটা সবার সামনে আসবে।
সত্য বলা মানুষগুলো হয়তো তখন মিথ্যাকে জিতিয়ে দিয়েছে নিজেরা চুপ থেকে। কিন্তু তারা কি পারবে সেই সত্যকে গোপন করার পর ভালো থাকতে?? না, কখনোই পারবে না তারা। এই বিষয়টা তাদের নিজেদেরকেই কুরে কুরে ধ্বংস করে দিবে। তখন তারা শুধু এটাই মনে করবে, আমি সত্যি অনেক ভুল করেছি। কিন্তু তাদের তখন কিছুই করার থাকবে না। আর এর ফলে ই তারা নিজেরা এটা ভেবে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই জন্য সময় থাকতেই সত্যকে জিতিয়ে দিতে হবে। সব সময় সত্যের পক্ষে থাকতে হবে। সত্য যতটাই কঠিন হোক না কেন, সত্যের পাশেই থাকা লাগবে আমাদের। মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যের সাথে এগিয়ে যেতে হবে।
জীবনে সবকিছুর মাঝে সত্য আর মিথ্যার লড়াইটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু সত্যের জয় অনেক কম হয়। কিন্তু একদিন না একদিন অবশ্যই হয়। সত্য চাপা থাকে না বেশিদিন। আর এটা আমরা সবাই অবশ্যই জানি। মিথ্যা এখন জিতে গেলেও, ভবিষ্যতে সেই মিথ্যা সবার সামনে আসবে। সত্যটা সবাই জানবে। তাই জন্য প্রথমেই সত্য জানলে সেটা আমাদের সবার সামনে প্রকাশ করতে হবে। সত্যের ফলে যদি খারাপ কিছু হয়, তাহলে হোক। ওই খারাপটাও ভালো হয়ে যাবে যদি সত্য জিতে যায়। সবকিছুর মূলেই রয়েছে সত্য অর্থাৎ ন্যায়। এইজন্য আমি মনে করি সত্য বলা মানুষগুলোকে চুপ করে থাকলে হবে না। তাদেরকে জাগতে হবে আবারো নতুন করে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/NARocky4/status/1860901616058286481?t=Moq8j-STAQoq2i6HK7GaGw&s=19
আপনি তো খুব চমৎকার একটি শিক্ষনীয় পোস্ট করেছেন। আসলে জীবনে চলার পথে সত্য এবং মিথ্যা লড়াই খুব গুরুত্বপূর্ণ। তবে কেউ যদি মিথ্যা কথা বলে সত্য জেনেও কেউ যদি চুপ থাকে তাহলে মিথ্যার জয় হয়। আবার দেখা যায় মিথ্যা কথা কে ১০ জনে যদি সাপোর্ট করে তাহলে মিথ্যা কথার জয় হয়ে যায়। ধন্যবাদ শিক্ষণীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই জন্যই মিথ্যাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।
দিন দিন আমাদের সমাজ থেকে সভ্যতা হারিয়ে যাচ্ছে। সততা বিলীন হয়ে যাচ্ছে। যেহেতু মানুষ নিজের স্বার্থ রক্ষার জন্য মিথ্যে সাজিয়ে বলে। যেখানে মিথ্যের জয় জায়গা করে নিয়েছে সেখানে সত্য কথার কোন কদর নেই বললে চলে। কারণ এসব সত্য কথা বলা মানুষকে মানুষ ভন্ডামি মনে করেন। আর মানুষ নিজের স্বার্থ আদায়ের জন্য মিথ্যা প্রচার করে থাকেন সব সময়। আপনি যথাযথ কথাগুলো আমাদের সাথে লেখার মাধ্যমে বর্ণনা করলেন যা পড়ে খুবই ভালো লাগলো।
আমি নিজেই মনে করি সততা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে।
অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে তো অন্যায় বিজয় লাভ করবে এটাই স্বাভাবিক। কিন্তু সত্যের জয় আছে মিথ্যার আছে মৃত্যু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ অনেক সুন্দর একটি শেয়ার করার জন্য।
আসলেই সত্যের জয় আছে, আর মিথ্যার মৃত্যু রয়েছে।
আসলে ভাই যারা সত্যকে নিয়ে এগিয়ে চলে এরা কেন জানি অধিকাংশ সময় চুপ থাকে। এইজন্যই মিথ্যা জিতে যায়। তবে মিথ্যায় জয় টা ক্ষণস্থায়ী হয়। মিথ্যা কখনোই বেশিদিন আড়ালে থাকে না মানুষের সামনে ঠিকই চলে আসে সত্য টা।
কিন্তু সত্য বলা মানুষগুলোর উচিত চুপ না থেকে সত্যকে তুলে ধরা। আর মিথ্যাকে ধ্বংস করা।