সুস্থ শরীর সুস্থ মন
নমস্কার সবাইকে।কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন।আমি খুব একটা ভালো নেই।
আর তাই বেশ কয়েক দিন ধরে যোগাযোগ করতে পারি নি আপনাদের সাথে।আসলে শরীর টা খারাপ হবার পর থেকে বুঝতে পারছি যে সুস্থ থাকাটা কত টা সুখের।নিজের অসুস্থতটা আমার সাথে সাথে বাড়ির আর সকল কেও যেন অনেক টা ব্যস্ত করে তুলেছে।
বাবার বাড়ি এসেছি কিছু দিন হলো।আসতে পথে গাড়ি তে কিছু ভাজা পোড়া জিনিস খেয়েছিলাম।আর সেই টাই কাল হয়ে দাড়ালো।বাড়ি ফেরার পর থেকেই শুরু হলো বাথরুমে দৌড়াদৌড়ি।বাবা কে বললাম মেডিসিন দাও অবস্থা বেগতিক।প্রথমেই বাবা একটু ঝাড়লেন যে এত বড় হয়ে গেছি তবুও এত বোকামি করার জন্য।তার পর অবশ্য সেলাইন,মেডিসিন এসব এনে দিলেন।
কোথায় ভাবলাম মা র হাতের পিঠাপুলি খাবো তা না শুরু হলো আতপ চালের ভাত আর কাঁচা কলা সিদ্ধ। তবুও ভাবছি কাচাঁকলা খেয়ে হয়লেও ঠাকুর তাড়াতাড়ি সুস্থ করে দাও।কারণ অসুস্থ হয়ে থাকলে আমার পাশাপাশি বাড়ির আর সকলের ও বিভ্রান্তি।আমার জন্য একটু প্রে করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।
আজ এই পযর্ন্ত লিখছি ভালো থাকবেন,সুস্থ থাকবেন ।
প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আসলে এটি সত্য কথা বাজারের ফুটপাতে অথবা রাস্তার ধারে যেসব ভাজাপোড়া , সেগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর সেটা খাওয়াতে আপনার এমন হয়েছে।যাই হোক আশা করছি খুব শিগ্রই আপনি ঠিকঠাক ভাবে আমাদের মাঝে ফিরে আসবেন।
আপনার পোস্ট একেবারেই ছোট হয়ে গেছে। এত ছোট কোয়ালিটি লেস কনটেন্ট লিখে সাপোর্ট পাওয়া অসম্ভব প্রায়। কনটেন্টের দৈর্ঘ্য বাড়ান এবং লেখার মান বৃদ্ধি করুন।