ঈদের দিনের ঘোরাঘুরি
নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই ?? আশা করি ভালো আছেন। আমিও ভাল আছি ভগবানের কৃপায়। এক সপ্তাহ হল ঈদ পার হয়েছ। আমাদের বাংলাদেশী মানুষদের কাছে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আর তাই ঈদ মানে সবার কিছু দিনের জন্য কর্মবিরতি।
এবারের ঈদে অবশ্য শুক্রবার ও শনিবার মিলে বেশ লম্বা একটা ছুটি পড়েছিল।
আমার দেবর,তার বউ ও তার ছোট্ট ছেলেটিকে নিয়ে প্রথমবারের মতন দিনাজপুর এলো আমাদের সাথে তাদের এই ছুটি টি কাটাতে। কুহু প্রথমবারের মতন তার ছোট ভাইকে দেখলো। রুপানজন বসাক ঋদ্ধি ওর নাম। ঋদ্ধির বয়স সাত মাস। রিদ্ধি ও প্রথমবার এলো দিনাজপুরে।
সবাই মিলে বেশ আনন্দ হচ্ছিল। বাড়িতেই বেশ উৎসব উৎসব মুহূর্ত ছিল। কিন্তু তবুও সবাই মিলে ভাবলাম ঈদের দিন কোথাও একটু ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম ধানসিঁড়ি নামে একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টই বেশ সুন্দর। বেশ খোলামেলা।
গিয়ে আমরা কিছু ফটো সেশন করে নিলাম।সাথে খাবারও অর্ডার করে দিলাম।খাবারের ছিল দই ফুচকা, ও কফি।
বাড়িতেই বেশ রিচ ফুড খাওয়া হচ্ছিল দেখে রেস্টুরেন্টে গিয়ে তাই হালকা কিছুই অর্ডার করলাম। দই ফুচকাটা অবশ্য খুব একটা ভালো লাগলো না। অনেক লোকের ভিড় ছিল তাই হয়তোবা খুব একটা মনোযোগ দিয়ে বানাইনি। খাবার দিতে ওরাও একটু হিমশিম খাচ্ছিল। কিন্তু কফিটা ছিল চমৎকার।একদম মন ফ্রেশ করে দেবার মতন।
সেদিনের মতন খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে বাড়ি ফিরে আসলাম। আর এভাবেই পার করলাম আমাদের ঈদের দিন। আশা করি আমাদের মতন আপনাদেরও সবার ঈদের দিনটি ভালো ভাবে কেটেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ওরে বাবা স্টিমে আমি এটা কাকে দেখছি! 😅😅 তুমি এখনো কাজ করো দিদি 🤪🤪! হিহিহিহি। প্রথম কথা হল লাল শাড়িতে তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে। আর বাংলাদেশের অন্যান্য ফুচকা খেতে আমার বেশ ঘেন্না লাগে । শুধুমাত্র এই দই ফুচকাটা খেতে একটু ভালো লাগে। কুহু ভাইকে পেয়ে নিশ্চয়ই অনেক আনন্দ পেয়েছে। ভালো লাগলো অনেকদিন পর তোমাকে দেখে। আশা করি নিয়মিত এভাবেই কাজ করা যাবে।
ধন্যবাদ ভাই। আমি আছি এখনো চিন্তা করিস না।😄আর হ্যাঁ দই ফুচকা আমার অনেক ভালো লাগে। পরেরবার শেরপুর গেলে মকটেল আইল্যান্ডে গিয়ে তোর থেকে দই ফুচকা ট্রিট নিব।
এই বেকারের কাছ থেকে ট্রিট!! হাহাহাহাহা,,,, বাড়ি আসার সময় ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসার কথা ভুল করেও যেন ভুল করো না। 😉। বাকিটা দেখে নেব নি।
ঈদের মুহূর্ত গুলো সবার সাথে কাটাতে পারলে খুব বেশি ভালো লাগে। আর যেহেতু টানা একমাস রোজা রাখার পর সকলে মিলে ঈদের দিন অনেক বেশি আনন্দ করতে পারে সেই হিসেবে মুহূর্তটা বেশি ভালো কাটে। আপনার দেবর তার ছেলে বউ সহ বাড়িতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করেছে এবং সবাই মিলে ঘুরতে গিয়েছেন দেখে খুব ভালো লাগছে। আসলে এভাবে সবাই মিলে মাঝে মধ্যে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো হয়ে যায়। বাচ্চাটা মাশাল্লাহ অনেক কিউট।
ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার পোস্টে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরিবারের সাথে যেকোনো মুহূর্ত কাটালে আসলে অনেক ভালো লাগা কাজ করে। আর এবারের ঈদটা সবার সাথে সময় গুলো এত দ্রুত চলে গেল বুঝতেই পারলাম না দিনগুলো কিভাবে ফুরিয়ে এলো।
ঈদের ছুটিতে আপনার দেবর তার বউ বাচ্চা সহ বেড়াতে এসেছে জেনে ভালো লাগলো। আর সবাই মিলে বেড়াতে গিয়েছেন তাই সময়টা নিশ্চয়ই দারুন কেটেছে। আসলে ছুটির দিনগুলোতে কিংবা উৎসবমুখর দিনগুলোতে বেড়াতে ভালো লাগে। আপু আপনাকে শাড়ি পরে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ♥️♥️
ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর একটা মন্তব্যের জন্য। শাড়িতে মোটামুটি সব মেয়েকেই ভালো লাগে।😍আর লাল শাড়ি হলে তো কথাই নেই। 😊❤️।জ্বী আপু আপনি ঠিকই বলেছেন। সত্যিই খুব দারুণ মুহূর্ত কেটেছে।
বেশ চমৎকারভাবে ঈদের দিনটি কাটিয়েছেন। রেস্টুরেন্টের ঐ হালকা খাবারটি যখন সবাই মিলে খাওয়া হয় তখন ভীষণ তৃপ্তি অনুভব হয়। ছোট্ট বাবুটা মাশাআল্লাহ খুব সুন্দর।
অনেক ধন্যবাদ আপু চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন ভাইয়া মাঝে মাঝে রেস্টুরেন্টের হালকা খাবার গুলোর সাথে পরিবারের সবার সাথে বিশেষ মুহূর্ত কাটানোটাই বিশেষ উপভোগ্যের বিষয়। আর সাথে তৃপ্তির ও।