বিদায় বেলাsteemCreated with Sketch.

1716039963292.jpg
আসসালামু আলাইকুম, সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আজকের ব্লগ:দিনটি ছিল ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের একটি দিন। যেই দিনটিই ছিল আনুষ্ঠানিক ভাবে স্কুল লাইফের শেষ দিন। এই দিনের পর থেকেই আমরা হয়ে গেলাম স্কুলের প্রাক্তন ছাত্র। এই দিনের পর থেকেই স্কুলের যেকোনো ইভেন্টে আমাদের নামের শুরুতে যুক্ত হল 'সাবেক' শব্দটি। খুবই দু:খ-ভারাক্রান্ত ছিল এই দিনটি। এই দিনের পর আর কোনোদিন প্রিয় ক্যাম্পাসে বই খাতা,ব্যাগ নিয়ে যাওয়া হয় নি। বসা হয়নি প্রিয় বন্ধুটার সাথে। ঝগড়া হয়নি সেই প্রিয় ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে। এই দিনের আগের প্রায় প্রতিদিনই আমাদের ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে দুষ্টু-মিষ্টি ঝগড়া হত। এই দিনের পর থেকে আর কোনোদিন ক্লাসে পড়া না পারার জন্য দাঁড়িয়ে থাকতে হয়নি। দিনটির কথা মনে হলে আজও মন খারাপ হয়ে যায়। সকাল-সকাল চলে গেছিলাম স্কুল মাঠে। আমাদেরই নির্দেশনায় মঞ্চ প্রস্তুক করা হয়েছিল। একে একে অতিথি আসন গ্রহণ করলেন। অতিথি এবং প্রিয় স্যারেরা সবাই খুবই দিক-নির্দেশনা মুলক বক্তব্য দিলেন । এরপর প্রধাণ শিক্ষক স্যার তার সমাপনী বক্তব্য রাখলেন। ধর্মীয় শিক্ষকের মোনাজাতের মাধ্যমে শেষ হল আমাদের আনুষ্ঠানিক বিদায়। আমরা হয়ে গেলাম স্কুলের সাবেক শিক্ষার্থী। স্যারদের কাছ থেকে দোয়া এবং বিদায় নিলাম একে একে। বিগত ৫ বছরের কৃত-কর্মের জন্য ক্ষমা চাইলাম। সর্বশেষে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে আসলাম।

Sort:  
 5 months ago 

খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া আসলে ছাত্র জীবনে এই দিনটি আসবেই আর এই দিনটির স্মৃতি কোনদিনও ভোলার না। বিদায়ের এই দিনটি যে কত কষ্টের সেটা আমি অনেক ভালো করে বুঝি। স্কুল জীবন এই বিদায়ের দিনটি যখন আসে তখন মনে হয় মনকে কোনভাবে সান্ত্বনা দেওয়া যায় না। আমি তো এই দিনটিতে অনেক কেঁদেছিলাম মনে হছিলোএকদম ছোট মানুষ হয়ে গেছি। আপনার এই পোষ্টের মাধ্যমে আমার সেই দিনগুলোর কথা মনে হয়ে গেল ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63020.02
ETH 2458.97
USDT 1.00
SBD 2.62