🦆🦤হাঁসের মাংসের মজাদার রেসিপি।//🤤😛

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️
  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো হাঁসের মাংসের মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি। যদিও শীতকালে হাঁস বেশি ভালো লাগে ‌। তবে সারা বছর তো আর শীতের জন্য অপেক্ষা করে বসে থাকা যায় না। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।
আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20220828_083428766.jpg

GridArt_20220828_083500748.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • হাঁসের মাংস
  • আদা বাটা
  • রসুন বাটা
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • মরিচেরগুঁড়ো
  • জিরে গুঁড়া
  • গরম মসলা
    লবন ও সরিষার তেল

GridArt_20220828_083725583.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি ‌‌ দিয়ে কিছুক্ষনের নেড়েচেড়ে নিলাম।

GridArt_20220828_083751153.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর পাতিল এর মধ্যে রসুন বাটা হলুদের গুড়া, মরিচের গুড়া , জিরের গুঁড়ো ও গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম ।‌ এবং নেড়েচেড়ে মিক্স করে নিলাম।‌

GridArt_20220828_083905147.jpg

তৃতীয় ধাপ:
  • এখন হাঁসের মাংস পাতিল এর মধ্যে দিয়ে দিলাম এবং মসলার সাথে মিশিয়ে নিলাম।

GridArt_20220828_083950829.jpg

চতুর্থ ধাপ:
  • ১০ থেকে ১৫ মিনিট হাঁসের মাংস কষিয়ে নিলাম। এবং পরিমাণ মতো পানি এড করে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম।

GridArt_20220828_084014805.jpg

সর্বশেষ ধাপ:
  • তারপর মাংস নরম হয়ে আসলে ও ঝোল ঘন হয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিলাম।

20220812_134818.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

GridArt_20220828_083527354.jpg

GridArt_20220828_083556910.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 2 years ago 

বললেন খাসির মাংস অথচ দেখি টাইটেল এর আগে হাঁস দেওয়া হাহাহা। খাসির মাংস এবং হাঁসের মাংস দুটোই আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে ব্যক্তিগতভাবে আমি যেকোনো ধরনের মাংসই অনেক বেশি পছন্দ করি। রেসিপিটি দেখে জিভে জল এসে গেল শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। তবে স্বাদ গ্রহণ করতে পারলে আরো বেশি ভালো লাগতো।🤪🤪

 2 years ago 

ভাইয়া কখন যে ভুল হইলো খেয়াল করিনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও আপু এত সুন্দর ভাবে আপনি হাঁসের মাংস রান্না করেছেন। আমি তো দেখেই যে লোভ সামলাতে পারছি না। শীতকালে বেশি খেতে ভালো লাগে হাঁসের মাংস। আপনি অনেক ঝাল ঝাল করে রান্না করেছেন মনে হয় কালার দেখেই বোঝা যাচ্ছে। আসলে হাঁসের মাংস একটু ঝাল না হলে খেতেও ভালো লাগেনা। অনেক চমৎকার হয়েছে আপু আপনার রান্না না খেলেও আমি বুঝতে পারছি।

 2 years ago 

জি ভাইয়া একটু ঝাল ঝাল করে তৈরি করেছিলাম এটি ভালোই লেগেছে।

 2 years ago 

হাঁসের মাংস খেতে আসলেই খুবই মজার আপু। আর আপনি ঠিকই বলেছেন শীতকালে হাঁসের মাংসের মজা আরো বেশি বেড়ে যায়। বিশেষ করে চালের রুটির সাথে খেতে তো দারুণ লাগে। আপনি হাঁসের মাংসের রেসিপি দেখি খুব লোভনীয় লাগছে কালারটা সুন্দর এসেছে।

আপু আপনার টাইটেল একটু ভুল আছে।

 2 years ago 

চালের রুটির সাথে আসলেই অসাধারণ লাগে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার হাঁসের মাংস রান্না অসাধারণ হয়েছে। দেখে লোভ লেগে গেল।মনে হয় খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনার টাইটেলে হাঁসের জায়গায় খাসি লিখেছেন।

 2 years ago 

হাঁসের মাংস বেশ পছন্দ আপু। আর ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর লাগছে দেখে রেসিপিটা। যেভাবে উপস্থাপন করেছেন, তার ধরন টা খুবই ভালো লাগলো। ভুলবশত বোধহয় অন্য একটা টাইটেল বসিয়েছেন। যাইহোক খুবই সুন্দর একটা রেসিপি ছিল।

 2 years ago 

জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু টাইটেলে খাসি কিন্তু রেসিপি দেখলাম হাঁস ঘটনা কি, মাংস খেয়ে মনে হয় মাথা গেছে😜😜।যাই হোক দেখতে কিন্তু বেশ লোভনীয়া লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আপু মাথা পুরো গেছে😣

 2 years ago 

আপু কি রাগ করলেন ?কষ্ট পেলে সরি 😒

 2 years ago 

আরে না আপু, কি বলছেন। নিজের ভুল দেখে লজ্জিত এই জন্যই বললাম😊।

 2 years ago 

মানুষ মাত্রই ভুল। হা হা

 2 years ago 

আজ তিন দিনের কয়েকটা খাসির মাংসের রেসিপি দেখলাম আমাদের কমিউনিটিতে সবগুলা রেসিপি অনেক মজাদার এবং সুস্বাদুস দেখে বুঝেছি এটাই।। আপনার প্রস্তুত করার রেসিপিটি এই সন্ধ্যা করে দেখেই ক্ষুধার তীব্রতা বেড়ে গেল সম্ভব হলে তুলে এখনই খেয়ে নিতাম।।

 2 years ago 

আমার টাইটেলে ভুল ছিলো ভাইয়া খাঁসির মাংস না হাঁসেট মাংস ছিলো এটি।

 2 years ago 

আপনার তৈরি করা হাঁসের মাংসের রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। 😊

 2 years ago 

হাঁসের মাংস খুবই সুস্বাদু একটি মাংস। আমরা সবাই কম বেশি এই হাঁসের মাংস খেয়ে থাকি। আপনি আজকে হাঁসের মাংসের দুর্দান্ত একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখতে যেরকম অসাধারণ হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এই উৎসহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হাঁসের মাংস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর কালারটা অনেক আকর্ষণীয় হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভালো লাগলো মন্তব্যটি পড়ে। শুভকামনা রইল আপু। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41