DIY-এসো নিজে করি:কলার গলা ও স্টাইলিশ হাতার জামা কাটিং ও সেলাই এর পদ্ধতি||১০%'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালোই আছেন।আলহামদুলিল্লাহ আমিও তাঁর অশেষ রহমতে ভালই আছি।

  • আজকে চলে আসলাম আরেকটি নতুন পোষ্ট নিয়।আগের এক পোস্টে আমি আপনাদের মাঝে একটি গোল গলা ও প্রাণ গলার জামা সেলাই শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি জামা সেলাইয়ের পদ্ধতি শেয়ার করব। জামাটির গলা হলো কলার গলা ও একটি স্টাইলিশ হাতার।

  • আমি নিচে জামা সেলাই এর পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করেছি।আশা করি আপনাদের বুঝতে অনেক সহজ হবে। তাহলে শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরন সমুহ

১.জামার জন্য কাপড়।
২.কাঁচি
৩.ইঞ্চি ফিতা
৪.রঙ্গিন চক
৫.গলার বক্রম
৬.জামার চেইন

ColorPop1638190593693.jpeg
20211129_154530.jpg

20211116_185635.jpg

★জামা কাটিং পদ্ধতিঃ

প্রথম ধাপ

প্রথমে জামাকাপড় টিকে ভাঁজ করে বিছিয়ে নিলাম। সমান করে বিছিয়ে নিতে হবে যাতে ভিতরে কোন ভাজঁ না থাকে

20211116_200533.jpg

দ্বিতীয় ধাপঃ

এখন মাপ অনুযায়ী কাপড়ের মধ্যে রঙিন চক দিয়ে দাগ টেনে নিলাম। ও চেইন লাগানোর জন্য জামার পেছনের অংশের মাঝখান দিয়ে কেটে নিলাম।

20211116_201206.jpg

তৃতীয় ধাপঃ

এখন টেনে নেওয়া দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিলাম।

20211116_201447.jpg

20211116_201552.jpg

চতুর্থ ধাপঃ

জামা কেটে নেওয়ার পর অবশিষ্ট কাপড় যা থাকবে তা দিয়ে হাতার কাপড় নিয়ে নিতে হবে।
এখন হাতার জন্য কাপড়টি কে আবার চার ভাঁজ করে নিলাম।

20211116_204759.jpg

পঞ্চম ধাপঃ

তারপর মাপ অনুযায়ী দাগ দিয়ে দিতে হবে। দাগ দিয়ে দেওয়ার পর দাগের উপর দিয়ে কাঁচি দিয়ে কেটে নিতে হবে।

20211116_204938.jpg

ষষ্ঠ ধাপ

এখন হাতার জন্য রুমাল অংশ সাইজ করে কেটে নিলাম।

20211122_220701.jpg

20211122_220711.jpg

(হাতার দুটি অংশ)

20211122_220815.jpg

সপ্তম ধাপ

এখন কলারের জন্য বকরম এর পরিমাণ অনুযায়ী কাপড় কেটে নিলাম।

20211124_191140.jpg

  • কাটিং এর কাজ শেষ।

★ সেলাইয়ের পদ্ধতি

অষ্টম ধাপ

সেলাই এর ক্ষেত্রে প্রথমেই কালারের কাপড় সাথে বক্রম অ্যাডজাস্ট করে সেলাই করে নিলাম।

20211124_195519.jpg

নবম ধাপ

তারপর জামার পেছনের কাটা অংশের মধ্যে চেইনকে বসিয়ে সেলাই করে নিলাম।

20211124_202917.jpg

20211124_203637.jpg
(সেলাই করার পর)
20211124_205957.jpg
(গলার ডিজাইন)
20211124_214726.jpg

দশম ধাপ

এখন হাতার রুমাল অংশটাকে সেলাই করে মেইন অংশের সাথে জোড়া লাগিয়ে নিলাম।

20211123_192754.jpg

20211123_203344.jpg

একাদশ ধাপ

এখন হাতার সাথে জামার বগল এর সাথে সেলাই করে জোড়া লাগিয়ে দিলাম।

20211125_190613.jpg

সর্বশেষ ধাপ

এখন জামার একপাশে নিচের ছবির মত করে ভাজ করে সেলাই করে নিলাম। এভাবে অপরপাশে ও সেলাই করে নিলাম।এভাবে প্রত্যেকটা সেলাইয়ের সাথে আমি দুটি করে ফেলাই দিলাম , এতে সেলাই খুলে যাওয়ার আশঙ্কা থাকে না।

20211125_190621.jpg

20211125_190710.jpg

এভাবে আমি আমার জামার সেলাইয়ের কাজ সম্পন্ন করলাম।

  • আমার জামার গলার ডিজাইন।
    20211129_175015.jpg
  • আমার জামার হাতার ডিজাইন
    20211129_154709.jpg

20211129_154530.jpg

20211129_154612.jpg

  • আমার জামা পরা একটি ছবি।
    20211129_174806.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

আন্তরিক শুভেচ্ছা
@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য পড়ার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর করে স্টাইলিশ একটা জামা বানিয়েছে। এবং সেটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি সত্যিই স্পেশাল একজন মানুষ। যা আপনি আমাদেরকে সব সময় নতুন নতুন জিনিস উপহার দিয়ে থাকেন। আমাদের সাথে এত সুন্দর স্টাইলিশ একটা জামা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

নিজের কাপড় নিজে তৈরি করা টা খুব ভালো আমি মনে করি। অনেক সময় দেখা যায় যে ঈদের সময় টেইলার এর দোকানে নিতেও চায় না তখন নিজের কাজ জানা থাকলে নিজের টা নিজে তৈরি করে নেয়া যায়।

 3 years ago 

নিজের কাজ নিজে করাটাই আমার কাছে ভাল মনে হয়। নিজেরটা নিজে সুন্দর করে বানানো যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য

 3 years ago 

এটি সবার জন্য একটি খুব দরকারী নৈপুণ্য। এই কাজটি বিকাশ করতে থাকুন।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

 3 years ago 
  • বাহ আপু, আপনি তো অসাধারনভাবে স্টাইল করতে পারেন। এমন পোস্ট সচরাচর দেখা যায় না পোস্টটি অনেক ইউনিক হয়েছে, আপনি অসাধারণ একটি প্রতিভার অধিকারী এমন প্রতিভা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধাপগুলো অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, দোয়া রইল আপনার জন্য আশা করি ভবিষ্যতে অনেক ভালো করবেন।
 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
আশা করি সবসময় এভাবে সাপোর্ট করবেন। 😊😊

এক কথায় অসাধারণ কাজ করেছেন আপু, আমার কাছে জামার কাজ ইউনিক লেগেছে কারন এর আগে খুব কম দেখেছি মনে হয়। শুভ কামনা রইলো আপু এগিয়ে যান। আপনার হাতের আসলেই কিন্ত খুব সুন্দর।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

ভালোই তো আপু নিজের জামা কাপড় নিজে বানাতে পারলে তো কত ভালো। আগে আমিও বানাতে পারতাম কিন্তু না বানাতে বানাতে এখন ভুলে গিয়েছি। জামার গলা ও হাতাটা খুব সুন্দর হয়েছে। নিজের জামাকাপড় বানাতে পারলে নিজের ডিজাইন করা হাতা গলা এগুলো বানানো যায়। অনেক সময় দর্জির কাছে সেভাবে ভালো মতো বোঝানো যায় না পরে একটা বলতে গেলে আর একটা বানিয়ে ফেলে।খুবই ভালো লাগলো আপনার এই পোস্টটি দেখে।

 3 years ago 

নিজের কাজ নিজে করাটাই আমার কাছে ভাল মনে হয়। আসলেই দর্জিদের কে বোঝানো যায় না। নিজেরটা নিজে সুন্দর করে বানানো যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য

আপনার জামার কলার টি অনেক সুন্দর হয়েছে। এবং কলার এর জন্য জামাটি অনেক স্মার্ট এবং স্টাইলিশ লাগতেছে। আপনি কলারের ধাপ গুলো অনেক সুন্দর ভাবে আপনার পোস্টের মাঝে উপস্থাপন করেছেন। আশা করি আপনার পোষ্টের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট করার জন্য আপনার আগামীর জন্য রইল অসংখ্য শুভকামনা।

 3 years ago 

আমার পোস্টের দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে আমি আরো বেশি উৎসাহিত হই, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মন্তব্য প্রকাশ করার জন্য 😀

 3 years ago 

আপু আপনার তো সব বিষয়ে দক্ষতা রয়েছে।ভিন্ন ধরনের একটি ডাই পোস্ট করেছেন। সুন্দর একটি জমা বানিয়েছেন।জামার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। জামা বানানোর পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙃

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57440.82
ETH 3108.89
USDT 1.00
SBD 2.42