মজাদার রেসিপি - ডিম ও পাতাকপির পাকোড়া \\ ১০% লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️

সবাই কেমন আছেন?

  • আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপি টি হলো ডিম ও পাতাকপির পাকোড়া রেসিপি। আমার এটি খুবই প্রিয় খাবার। অবশ্য ভাজা ভুনা কে না পছন্দ করে।
  • আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।ভালো লাগলে বাসায় ট্রাই করবেন।

20220113_095159.jpg

20220113_095155.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • পাতাকপি
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • ম্যাজিক মসলা
  • মরিচের গুঁড়া
  • চাউলের গুঁড়ো
  • ডিম
  • লবণ
  • সয়াবিন তেল

20220113_083423.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি পাতাকপি কে গ্রেটার এর সাহায্যে গ্রেট করে নিলাম। গ্রেটার দিয়ে গ্রেট করায় এটি বেশি কুঁচি হয়।

20220113_075924.jpg

20220113_081310.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর পাতাকপি কুচি গুলোকে পানির মধ্যে দিয়ে ভালোমকরে ধুয়ে নিলাম।

20220113_081551.jpg

তৃতীয় ধাপঃ

  • এখন একটি পাত্রের মধ্যে পরিমাণমতো পানি দিয়ে পাতাকপি গুলোকে সেদ্ধ করে নিলাম

20220113_083824.jpg

20220113_083844.jpg

20220113_084823.jpg

চতুর্থ ধাপঃ

  • এখন একটি ছাঁকনির সাহায্যে পাতাকপি গুলো থেকে পানি ঝরিয়ে নিলাম।

20220113_085122.jpg

20220113_091354.jpg

পঞ্চম ধাপঃ

  • এখন পাতাকপি কুঁচি গুলোকে বড় একটি বলে নিয়ে নিলাম।

20220113_091402.jpg

20220113_082505.jpg

ষষ্ঠ ধাপ

  • এখন চলে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ও পেঁয়াজ কুচি গুলো ঢেলে দিলাম।

20220113_091725.jpg

সপ্তম ধাপ

  • এখন পেঁয়াজকুচি গুলো সামান্য ভাজা হয়ে আসলে এগুলো কেউ ফ্রাই প্যান থেকে নামিয়ে নিলাম।

20220113_091940.jpg

অষ্টম ধাপ

  • এখন পাতাকপি কুঁচি গুলোর সাথে ডিম দুটি ভেঙ্গে দিয়ে দিলাম ।

20220113_091547.jpg

নবম ধাপ

  • এখন পাতাকপি গুলোর সাথে মসলার সবগুলো উপকরণ দিয়ে দিলাম।

20220113_092142.jpg

20220113_092323.jpg

দশম ধাপ

  • তারপর পাতাকপির সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিলাম।

20220113_092531.jpg

একাদশ ধাপ

  • এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মাধ্যে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিলাম।

20220113_093128.jpg

দ্বাদশ ধাপ

  • তারপর একটি চামচ দিয়ে ডো থেকে ২ চামচ প্যানে দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে স্কয়ার শেপ দিয়ে দিলাম।

20220113_093145.jpg

20220113_093651.jpg

20220113_093658.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর পিঠাটি কে আমি ভালোভাবে ভেঁজে চুলা থেকে নামিয়ে নিলাম।

20220113_093920.jpg

এটি এখন খাওয়ার জন্য একদম উপযোগী 😛

20220113_095208.jpg

20220113_095228.jpg

20220113_095418.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️

Sort:  
 3 years ago 

আপু,আমি প্রথমে দেখে ভাবলাম এটি পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু পরে দেখলাম এটি পাতাকপি আর ডিম দিয়ে তৈরি করা। খুব সুন্দর হয়েছে আপু। রেসিপিটি দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে। তবে একটু আগেই আমি পাতাকপির বড়া খেয়েছি।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69