🐔মোরগ মুসাল্লামের মজাদার রেসিপি \\ ১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো মোরগ মুসাল্লামের মজাদার রেসিপি

  • বিয়ে বাড়িতে ও বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজনে আস্ত মোরগ রান্না করা হয়😛। এর মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি।

  • আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

20220115_142234.jpg

20220115_142745.jpg

রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণঃ

  • আস্ত মোরগ-২টি
  • পেঁয়াজ কুচি
    *কাঁচা মরিচ কুচি
  • রসুন বাটা, টক দই
  • আদা বাটা
  • হলুদের গুড়োঁ
  • মরিচের গুঁড়ো
  • জিরার গুঁড়ো
  • দারুচিনি, এলাচি
  • তেজপাতা, লং,জয়েত্রী
  • লবণ ও সয়াবিন তেল

20220115_082445.jpg

20220115_084920.jpg

20220115_110752.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম।

20220115_110039.jpg

দ্বিতীয় ধাপ

  • এখন আস্ত মোরগ দুটির মধ্যে হলুদের গুঁড়ো, লবণ ও মরিচের গুঁড়ো মেখে নিলাম তারপর তেল গরম হয়ে আসলে এরমধ্যে মোরগ দিয়ে দিলাম।

20220115_110210.jpg

20220115_110231.jpg

তৃতীয় ধাপ

  • ভালো করে নেড়েচেড়ে ভেঁজে নিলাম ও
    ( ২৫-৩০) মিনিট ভাঁজলাম। তারপর চুলা থেকে নামিয়ে আলাদা পাত্রে রেখে দিলাম।

20220115_111203.jpg

চতুর্থ ধাপ

  • এখন অন্য একটি পাতিলে তেল দিয়ে দিলাম ও কিছুটা গরম হয়ে আসলে এর মাধ্যমে পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম।

20220115_112039.jpg

20220115_112544.jpg

পঞ্চম ধাপ

  • এখন এর মাধ্যমে মসলার সবগুলো উপকরণ গুলো সঠিক পরিমান মতো দিয়ে দিলাম।

20220115_113037.jpg

20220115_113120.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর টক দই দিয়ে দিলাম।

20220115_113242.jpg
20220115_113247.jpg

সপ্তম ধাপ

  • এখন উপকরণ গুলো কে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম।

20220115_113259.jpg

20220115_113621.jpg

অষ্টম ধাপ

  • তারপর আরেকটু পানি এড করে নিলাম।

20220115_113719.jpg

নবম ধাপ

  • এখন পাতিলের মধ্যে ভাঁজা মোরগ ২টি দিয়ে দিলাম।

20220115_114154.jpg

20220115_114158.jpg

20220115_114222.jpg

সর্বশেষ ধাপ

  • ৮-১০ মিনিট রান্না করার পর তা চুলা থেকে নামিয়ে নিলাম।

20220115_114253.jpg

রেসিপিটি এখন সম্পুর্ন তৈরি ও খাওয়া জন্য একদম উপযোগী।

20220115_142745.jpg

20220115_142728.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার রেসিপিটি দেখে একদম মোরগের প্রেমে পড়ে গেলাম। অনেক লোভনীয় ছিলো। দেখেই খেতে ইচ্ছে করলো। এই অসাধারণ রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

হিহিহি,, ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার এই রেসিপিটি অনেক বেশি সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

বাহ আপু আপনার রেসেপিটি দেখেই জিহ্বাে জল চলে আসলো। দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাহলে খাইতেও অনেক সুস্বাদু হবে। এত সুন্দর রেসেপি আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আসলেই মজাই ছিলো রেসিপি টি

 2 years ago 

আহা! দিলেন তো একদম লোভ লাগিয়ে। আস্ত একটা মোরগ এভাবে খেতে অনেক মজা। বিয়েতে খাওয়া হয় এভাবে। রেসিপির নাম যে এটা মোরগ মোসাল্লামের তা জানা ছিল না। সুন্দর পরিবেশন ও সুস্বাদু একটি রেসিপি ছিল। ধন্যবাদ

 2 years ago 

দাওয়াত রইল ভাইয়া।

ধন্যবাদ আপনাকে

রেসিপি রান্না করাটা আপনার চমৎকার হয়েছে আপু। দেখতে খুবই লোভনীয় লাগছে মনে হচ্ছে খুব মজা হয়েছে। সত্যি আপু আপনার রান্না করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে।আর মোরগ খেতে খুবই সুস্বাদু লাগে অন্যনা মুরগী থেকে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য

 2 years ago 

আপু আপনার অনেক ভুল হয়েছে,এর শাস্তি কি দেয়া যায়। এমন লোভনীয় খাবার এভাবে শো করার জন্য কি করা যায় চিন্তা করতেছি🤔🤔🤔। দাওয়াত ও দিলেন না,এভাবে রেসিপি উপস্থাপন করেছেন। না আপু,এটা মানা যাচ্ছে না।সত্যিই এর টেস্ট নিতে ইচ্ছে করতেছে।তবে যাইহোক আপু,মাইন্ড করিয়েন না,মজা করলাম।

 2 years ago 

আচ্ছা আমার বিয়ের অগ্রিম দাওয়াত দিলাম আপু।

আর বলবো আমার স্টিমিট ফ্রেন্ড আসবে স্পেশাল ভাবে আপনার জন্য তৈরি করা হবে🤗🤗

 2 years ago 

ওয়াও আপনি চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। মোরগ মুসাল্লামের মজাদার রেসিপি এর আগে কখনো নাম শুনিনি দেখে তো লোভ সামলাতে পারলাম না। খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

ওয়াও!! আপু দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রান্না দেখে যতটা সুন্দর মনে হচ্ছে আশা করি খেতেও ততটাই সুন্দর হবে। সবকিছুই ঝকঝকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

আপু আপনার রেসিপি দেখার পর লোভ সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে। মোরগ আমার খুব পছন্দের। অসাধারণ রেসিপি উপহার দিয়েছেন আমাদের। রেসিপির সবগুলো ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52