DIY - (এসো নিজে করি) সূর্যাস্তের ও পাখিদের নীড়ে ফেরার দৃশ্য 🌅🌅 || ১০% লাজুক- খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসলামু আলাইকুম।❣️❣️

সবাই কেমন আছেন??আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি নতুন পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে।পোষ্ট টি হলো সূর্যাস্তের ও পাখিরা তাদের নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য। এটি একটি সিম্পল আর্ট ,কিন্তু দেখতে খুবই ভাল লাগে।তাই আমি এই আর্ট টি করেছি। আশাকরি আপনাদের এই আটটি ভালো লাগবে। ভুলক্রটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।

20211030_173742.jpg

20211030_170205.jpg

আর্ট টি করতে আমার প্রয়োজনিয়ে জিনিস পত্র:

  • কাগজ
  • পেনসিল
  • কালো মার্কার কলম
  • লাল কলম

20211030_142605.jpg

প্রথম ধাপ:

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম।

20211030_142852.jpg

দ্বিতীয় ধাপঃ

এরপর বৃত্তটিকে আমি কাল মার্কার কলম দিয়ে গাঢ় করে দিলাম।

20211029_232318.jpg

তৃতীয় ধাপ:

বৃত্ত টিকে গাঢ় করার পর ভিতরে আমি বারান্দার গ্রিল পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

20211029_232510.jpg

চতুর্থ ধাপঃ

এরপর আমি বারান্দার গ্রিল কে কাল মার্কার কলম দিয়ে কালো করে দিলাম। এবং গ্রিলের মাঝে একটু হালকা ডিজাইন করে দিলাম।

20211029_232752.jpg

পঞ্চম ধাপঃ

এরপর আমি একটি গাছ এঁকে নিলাম। এবং কাল মার্কার কলম দিয়ে কালো করে দিলাম। গাছে কয়েকটি পাতাও একে দিলাম।

20211029_233954.jpg

ষষ্ঠ ধাপ:

এরপর আমি কয়েকটি পাখিকে দিলাম যেগুলো উড়ে তার যাচ্ছে

20211029_234050.jpg

সপ্তম ধাপ:

এরপর আমি একটি হ্যাজক বাতি এঁকে দিলাম।

20211029_234512.jpg

অষ্টম ধাপ:

এরপর আমি গাছের ডালে কয়েকটি ফুল একে দিলাম লাল রং দিয়ে।

20211030_144722.jpg

নবম ধাপ

এখন আমি সমুদ্রের মাঝখানে একটি ডুবতে থাকা সূর্য এঁকে নিলাম।

20211030_170202.jpg

শেষ ধাপ

আমি সূর্যের চারপাশে হালকা কিছু আলোর রশ্মি দিয়ে দিলাম ।
20211030_170109.jpg

  • ব্যাস হয়ে গেল আমার আর্টটি

20211030_173742.jpg

20211030_170205.jpg

আর্ট এর সাথে আমার একটি ছবি।

20211030_170444.jpg

আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পোস্ট টি দেখার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছে 🥀
বিশেষ করে রং এর কাজ খুব সুন্দর ছিল কিছু কলম দিয়ে করেছেন আর কিছু পেন্সিল দিয়ে করেছেন। খুব ভালো কাজ

শুভ কামনা রইল ♥️

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনি সত্যিই সাধারণের মধ্যে একটি অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। আর এই রকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 3 years ago 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনার আজকে অঙ্কণটি আমার কাছে খুব সুন্দর লেগেছে। আপনার আজকের অঙ্কনের সপ্তম থেকে অষ্টম ধাপে এসে আমার কাছে অংকন টি আরো বেশি ভালো লেগেছে। ভালো লাগার একটি কারণ আছে। ভালো লাগার কারণটি হচ্ছে সপ্তম পর্যন্ত আপনি শুধু কালো কালি ব্যবহার করেছেন কিন্তু অষ্টম এসে আপনি লাল কালি ব্যবহার করেছেন আর এর কারণে আপনার অংকনের একেবারে দারুণ একটি পরিবর্তন হয়েছে। অংকটি দেখতে অনেক বেশী সুন্দর লাগছে।

 3 years ago 

আপু উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ☺️☺️

 3 years ago 

বাহ! আপনি তো সুন্দর ভাবে সুর্য ও পাখি ও গাছের ডাল আর্ট করেছেন। আমার অনেক ভালো লাগছে আপনার এই আর্টটি। আপনি অনেক দূর এগিয়ে যাবেন আপনার প্রতিভা দিয়ে এই কামনা করি আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু ☺️

 3 years ago 

সূর্যাস্তের ও পাখিদের নীড়ে ফেরার দৃশ্য 🌅🌅টি খুবই চমৎকার ভাবে অঙ্কন করেছেন। গাছের ডালে পাখির বাসা টি অসম্ভব সুন্দর হয়েছে♥♥

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু

 3 years ago 

আপু আপনি খুব চমৎকার একটি আর্ট করেছেন। সূর্যাস্ত ও পাখিদের নীড়ে যাওয়ার আর্ট টি খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু ☺️☺️

 3 years ago 

সূর্যাস্তের ও পাখিদের নীড়ে ফেরার দৃশ্য খুব সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং এই দৃশ্যগুলো সত্যি অনেক ভালো লাগে। পাখি গুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। গাছটি অনেক ভালো লাগছে এবং কালার কম্বিনেশন তাও ভাল ছিল। আপনার অঙ্কনের হাত অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু। অনেক ভাল ছিল

 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট গুলোও আমার অনেক ভালো লাগে, আপনার জন্যও শুভকামনা রইল ☺️☺️

 3 years ago 

সূর্য অস্তের পাখিদের এই সুন্দর দৃশ্যটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এই চিত্রটি আমি অঙ্কন করতে চেয়েছিলাম। তবে আপনার অংকনটি দেখে আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভালো ছিল।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55049.50
ETH 2307.72
USDT 1.00
SBD 2.30