DIY-(এসো নিজে করি) দাদার দেওয়া স্ট্রেকচার অনুযায়ী গরুর মুখের স্কেচ তৈরি🐃

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। পোস্ট টি দাদার দেওয়া স্ট্রেকচার অনুযায়ী তৈরি করার চেষ্টা করেছি। আমি একটি গরুর মুখের স্কেচ তৈরি করলাম।

  • আমি নিচে এই চিত্রাংকন টি ধাপে ধাপে বর্ণনা করলাম। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

20211202_181642.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহঃ

  • পেন্সিল
  • রাবার
  • কালো মার্কার পেন
  • স্কেল
  • সাদা পেপার

20211202_181932.jpg

🐂স্কেচ তৈরির পদ্ধতি 🐃

প্রথম ধাপ

  • প্রথমে একটি ক্রস (×) চিহ্ন দিয়ে দিলাম।

20211202_160237.jpg

দ্বিতীয় ধাপ

  • এখন মুখের চারপাশে কিছু টা অংশ এঁকে নিলাম।

20211202_160629.jpg

তৃতীয় ধাপ

  • তারপর ২টি কান এঁকে নিলাম।

20211202_162420.jpg

20211202_162604.jpg

চতুর্থ ধাপ

  • এখন মুখের নাক, ঠোঁট সবগুলো এঁকে নিলাম।

20211202_163456.jpg

পঞ্চম ধাপ

  • এখন মাথার উপরে একটু ডিজিটাল করলাম ও চোখ দুটি একে নিলাম ।

20211202_165209.jpg

ষষ্ঠ ধাপঃ

  • এখন মুখের নিচের অংশ কালো মার্কার দিলে কালো করে নিলাম।

20211202_170133.jpg

20211202_171020.jpg

সপ্তম ধাপঃ

  • এখন মাথার উপরে ডিজাইন টুকু কালো মার্কার দিলে কালো করে নিলাম।

20211202_171130.jpg

অষ্টম ধাপ

  • এখন মুখের এক সাইড পেন্সিল দিয়ে কালো করে নিলা।

20211202_180012.jpg

20211202_180348.jpg

নবম ধাপ

  • এখন মুখের অপর সাইট পেন্সিল দিয়ে কালো করে নিলাম।

20211202_180954.jpg

দশম ধাপ

  • তারপর মুখের ভেতরে আমি কিছুটা ঘাস একে নিলাম পেন্সিল দিয়ে।

20211202_181254.jpg

সর্বশেষ ধাপ

  • পরিশেষে ঘাসগুলো কে কালো মার্কার দিয়ে কালো করে নিলাম ও আমার সিগনেচার দিয়ে দিলাম ।

20211202_181526.jpg

20211202_181646.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের গরুর মুখের স্কেচটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ও সকলে আমাকে সাপোর্ট করবেন ।

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ও পড়ার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে গরুর মুখে চিত্র অঙ্কন করেছেন। দেখে আমার ভালো লাগলো। আপনার উপস্থাপন দেখে আমি এ চিত্র অঙ্কন করা শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 63725.17
ETH 2619.74
USDT 1.00
SBD 2.82