রঙিন কাগজ দিয়ে সুন্দর নকশাকরা ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি ডাই প্রজেক্ট।

আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি শেয়ার করবো তা হলো রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর ফুল তৈরি।আমার সময় স্বল্পতার জন্যই রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়না। তবে আজকে যে ফুলটি তৈরি করেছি তা বানাতে আমার মাত্র কয়েক মিনিট লেগে ছিল। সকাল থেকেই ভাবছি কি পোস্ট করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন স্বল্প সময় কি তৈরি করা যায় তা ভেবেই এ ফুলটি তৈরি করলাম।

আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক

GridArt_20220919_210346929.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • রঙ্গিন কাগজ
  • কলম
  • কাঁচি

20220919_205501.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে রঙ্গিন কাগজটিকে কেটে বর্গাকার করে কেটে নিলাম। ‌

GridArt_20220919_205756706.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর নিচের দেওয়া ছবি অনুসারে ভাঁজ করা করলাম। অবশ্যই ভাঁজগুলো সুন্দরভাবে দিতে হবে।

GridArt_20220919_205902317.jpg

20220915_195821.jpg

তৃতীয় ধাপঃ
  • ভাজ দেওয়া শেষ হলে কলম দিয়ে নিচের ডিজাইনটি এঁকে নিলাম।

20220915_195958.jpg

চতুর্থ ধাপঃ
  • তারপর ডিজাইনটির চারপাশে কাঁচি দিয়ে কাটা শুরু করলাম। (খুবই সতর্কতা অবলম্বন করে এই ডিজাইনগুলো কাটতে হয় না হলে ফুল সুন্দর হয় না)।

20220915_200527.jpg

পঞ্চম ধাপ
  • তারপর ফুলটি কেটে নেওয়ার পর ভাঁজ খুলে নিলাম। সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে।

GridArt_20220919_210112935.jpg

সর্বশেষ ধাপ
  • সর্বশেষ আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য মাঝখানে সামান্য লাল কাগজ লাগিয়ে দিলাম।

GridArt_20220919_210842164.jpg

GridArt_20220919_210650922.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য❣️❣️

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সহজে নকশা তৈরি করলেন। আসলে নকশা তৈরি করার ধাপগুলো দেখে শিখে নিলাম। এটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমার পোস্টের মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন খুবই ভালো লাগলো শুনে ভাইয়া । ধন্যবাদ এই মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনি অল্প সময়ে দেখেছি অদ্ভুত সুন্দর নকশা করা ফুল তৈরি করে ফেলেছেন। রবিন কাগজ দিয়ে আমিও মাঝে মাঝে বিভিন্ন জিনিস তৈরি করি তবে এভাবে নকশা করা ফুল কখনো করা হয়নি। যেহেতু এই ফুলটি বানাতে কয়েক মিনিট লেগেছে তাহলে আমিও একসময় বানিয়ে দেখব।

 2 years ago 

এটি তৈরি করতে খুবই কম সময় লাগে তাই যেহেতু আপনার তৈরি করা হয়নি আপনিও এভাবে ফুল বানিয়ে দেখতে পারেন। অবশ্যই আমাকে জানাবেন আপু অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপনি আজকে যা তৈরি করেছেন তা এক মিনিটে তৈরি হয়ে গিয়েছে। এটা খুব সহজে তৈরি হয়েছে এবং দেখতেও সুন্দর। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আমি দেখেছিলাম আপনিও এভাবে নকশা তৈরি করেছেন। স্বপ্নেও চেলেন এটি তৈরি করতে খুবই কম সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এই সুন্দর মতামতের জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি তো অবাক হচ্ছি, আপনি অল্প সময়ের এত সুন্দর ফুল তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। তবে আপনার এই শিল্পটির প্রশংসা করতে হয়। খুব সুন্দর হয়েছে কাজটি। ধন্যবাদ খুব সুন্দর একটা কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর এবং প্রশংসা মূলক মন্তব্যটি করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভকামনা জানাই আপনার জন্য।

 2 years ago 

ফুলগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আপনি এক ঘন্টায় অনেকগুলো ফুল তৈরি করতে পারবেন। এগুলো তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এগুলো কিছু দিয়ে কেটে কেটে তৈরি করতে হয়। আর একটি ভুল হলে পুরো ফুলটি নষ্ট হয়ে যায়। সেজন্য খুবই নিখুঁতভাবে তৈরি করা লাগে। অসাধারণ ছিল আজকের পোস্ট।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এক ঘন্টায় অনেকগুলো ফুল তৈরি করা সম্ভব আর একদম ঠিক বলেছেন একটু ভুল হলে ফুলটি নষ্ট হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটির জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে আপনি অনেক সুন্দর ভাবে নকশা ফুল তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

সুন্দরের মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সময় সল্পতার মধ্যেও আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি নকশা করা ফুল বানিয়েছেন। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমি কখনো এই ধরনের ফুল গুলো তৈরি করিনি, আশাকরি আপনার দেখানো ধাপ গুলো ফলো করলে অবশ্যই সুন্দর একটি ফুল তৈরি করতে পারবো। সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

যেহেতু তৈরি করেননি ধাপগুলো ফলো করে তৈরি করে ফেলেন আপু। সমস্যা হলে অবশ্যই আমাকে নক করতে পারেন।

 2 years ago 

দেখেই বুঝা যাচ্ছে আপনি য কয়েক মিনিটেই বানিয়ে ফেলেছেন 😁 । সময় ও পরিশ্রম দুটোই কম লাগলো কি বলেন 🤭। যায়হোক, সবুজ কালারের পেপার দিয়ে বানিয়েছেন এজন্য সুন্দর লাগছে দেখতেও। ধাপে ধাপে দেখিয়েও দিয়েছেন কিভাবে বানানো যায়।

 2 years ago 

ঠিক বলেছেন সময়ের পরিশ্রম দুটোই কম লাগে। তো দেরি না করে তৈরি করে ফেলুন আপনিও। অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ভাইয়া।

 2 years ago 

ওয়াও অসাধারণ রঙিন কাগজ দিয়ে সুন্দর নকশাকরা ফুল তৈরি করেছেন। দেখতে অসম্ভব ভালো লাগলো আমার। বিশেষ করে কালারটি চমৎকার লাগলো। খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

অনেকক্ষণ ভেবেচিন্তে তারপরে কালারটির চয়েস করেছিলাম। যাইহোক এখন মন্তব্য দেখে খুব ভালো লাগছে আপু ধন্যবাদ এই সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব স্বল্প সামগ্রী এবং খুব সুন্দর আর্ট।দারুন দক্ষতার পরিচয় দিয়েছেন।খুব সুন্দর হয়েছে নকশাটি।আর তৈরীর ধাপ গুলার উপস্থাপন ও সুন্দর ছিল।

 2 years ago 

আপনারে মতামতটি খুব ভালো লেগেছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81449.68
ETH 3207.32
USDT 1.00
SBD 2.82