রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি তৈরি 🦋

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি ডাই প্রজেক্ট।

  • আমি আর্ট করতে, রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে,ফটোগ্রাফি করতে ও রান্না করতে খুবই ভালোবাসি। তবে সময়ের অভাবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়না। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি শেয়ার করবো তা হলো রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর প্রজাপতি তৈরি
  • আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক

GridArt_20220829_154029835.jpg

GridArt_20220829_153841852.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • মার্কার
  • কাঁচি
  • পুঁতি

GridArt_20220829_153819968.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে একটি কাগজকে কেটে নিলাম । এবং কাগজটিকে কেটে দু ভাঁজে ভাঁজ করে নিলাম।

GridArt_20220829_153611128.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর একটি পেন্সিল দিয়ে কাগজের উপর প্রজাপতির স্কেচ অংকন করলাম।

GridArt_20220829_153630580.jpg

তৃতীয় ধাপঃ
  • এখন নিচের ছবির মতো করে কাঁচি দিয়ে কেটে নিলাম।(কাটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে ধীরে ধীরে কাটতে হবে।)

20220829_115658.jpg

তৃতীয় ধাপঃ
  • এখন কাগজটির ভাঁজ খুলে নিলাম তারপর একদম একটি প্রজাপতি তৈরি হয়ে গেল।

GridArt_20220829_153655771.jpg

পঞ্চম ধাপ
  • তারপর প্রজাপতিটির মাঝখানে মার্কার দিয়ে সামান্য রং করে নিলাম।

20220829_123023.jpg

ষষ্ঠ ধাপ
  • তারপর প্রজাপতিটির চারপাশে আঠার সাহায্যে পুঁতি লাগিয়ে নিলাম।

GridArt_20220829_153749077.jpg

সর্বশেষ ধাপ
  • তারপর আরেকটি হলুদ রঙিন কাগজের উপর প্রজাপতি বসিয়ে নিলাম। এবং সামান্য সাজিয়ে নিলাম।

GridArt_20220829_153916550.jpg

GridArt_20220829_153948807.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য

Sort:  
 2 years ago 

অসাধারণ ছিল রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি তৈরি এই ধরনের রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। যেটা আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন দেখে তো মনটা আরো ভালো হয়ে গেল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ জানাই এমন মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি প্রজাপতি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে পুতি ব্যবহার করার কারণে এটি আরো বেশি আকর্ষণীয় লাগছে। আমাদের মত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া প্রজাপতি বানানোর পর কেমন যেন হালকা হালকা লাগছে তাই ভাবলাম পুঁতি বসিয়ে দেখি কেমন লাগে। যাইহোক অবশেষে ভালোই লাগলো ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি প্রজাপতি তৈরি করেছেন। পুঁতি গুলো দেওয়ার কারনে অনেক ভালো লাগতেছে প্রজাপতি দেখতে। অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ককরেছেন।বেগুনি কালারের ভিতর কালো কালার পেপার দেয়ার কারণে একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রজাপতিটির ভিতরে কালো মার্কার দিয়ে রং করেছিলাম আপু। ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। আপনার প্রজাপতি তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব ইনশাল্লাহ।

 2 years ago 

আমার এই পোষ্টের মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন এটাই ভালো লাগছে আমার।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলেই দেখতে অনেক সুন্দর হয়। এই প্রজাপতি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আসলে এরকম কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি প্রজাপতি দেখতে খুব সুন্দর লাগছে আপু। সেইসাথে রঙিন কাগজের কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হয়েছে। মাঝখানে আবার পার্ল বসিয়েছেন এজন্য খুব সুন্দর ফুটে উঠেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভালো লাগলো আপনার এই সুন্দর মন্তব্যটি পড়ে আপু ধন্যবাদ এই মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ এবং পুতি ব্যবহার করে খুবই সুন্দর এবং কালারফুল একটি প্রজাপতির অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালারটা দারুন ফুটেছে।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করি খুব সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতি দেখতে অসাধারণ লাগছে। কাগজের কালার কম্বিনেশন অনেক ভালো হয়েছে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস তৈরি করতে খুবই সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করে তা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা অবিরাম ‌।

 2 years ago 

জি রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে গেলে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। আর এই জন্যই আউটপুট সুন্দর হয়। ধন্যবাদ এই সুন্দর মন্তব্যটির জন্য।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন।দেখে খুবই ভালো লেগেছে।পুঁতি বসানোর জন্য বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগছে । প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু।আপনাকে ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটির জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

"প্রজাপতি মন মেলুক পাখনা
দূরে যত দূরে, যায় যদি যাক না"

অনেক সুন্দর ক্রাফট। প্রজাপতি অনেক পছন্দের । খুব ভালো লাগলো পোস্ট দেখে ।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে আসলেই ভালো লাগছে আমার।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40