DIY - এসো নিজে করি : নিশি রাতের চাঁদের আলোর দৃশ্য অঙ্কন|| ১০% পে-আউট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো
আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি।আপনারা সকলেই জানেন আমি আর্ট করতে খুবই ভালোবাসি।তাই আমি আমার অবসর সময়ে আর্ট করি ।
আজকে আমি আপনাদের মাঝে আমার আরো একটি নতুন আর্ট শেয়া করবো।আমি নিচে এটি স্টেপে স্টেপে উল্লেখ করেছি। আপনারা সবাই এটি খুব সহজেই বুজতে পারবেন।আশাকরি আপনারা সবাই এটি পছন্দ করবেন।

IMG_20211002_151443.jpg

IMG_20211001_195739.jpg

আর্টি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • পেন্সিল
  • রাবার
  • কালো মার্কার
  • লাল রং

IMG_20211002_155741.jpg

প্রথম স্টেপ

  • প্রথমে আমি বড় আকারের একটি বৃত্ত এঁকে নিলাম।

IMG_20211002_155905.jpg

দ্বিতীয় স্টেপ

  • তারপর একটু উপরের দিকে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিলাম।
    দাগের উপরের অংশে একটা চাঁদ এঁকে নিলাম নিলাম। এবং নিচের জায়গা টি এঁকে নিলাম।

IMG_20211001_171736.jpg

IMG_20211002_150726.jpg

তৃতীয় স্টেপ

  • এরপর চাঁদের নিচের জায়গাটুকু কালো করে নিলাম। যাতে মনে হয় এটি সমুদ্র ওপাড়ের জায়গা।

IMG_20211001_174124.jpg

চতুর্থ স্টেপ

  • এরপর চাঁদের আশেপাশের জায়গাগুলো একটু অন্ধকারাচ্ছন্ন করে নিলাম।

IMG_20211001_174751.jpg

পঞ্চম স্টেপ

  • তারপর একটি গাছ একটি আঁকলাম।

IMG_20211001_175113.jpg

ষষ্ঠ স্টেপ

  • এই স্টেপে গাছটাকে পুরো কালো মার্কার দিয়ে কালো করে নিলাম।

IMG_20211001_175630.jpg

সপ্তম স্টেপ

  • এখন আমি গাছের একটি কেটে নেওয়া ডাল এঁকে নিলাম।

IMG_20211001_183208.jpg

অষ্টম স্টেপ

  • এই স্টেপে গাছের কয়েকটি ডাল লাল রং দিয়ে রং করে নিলাম।

IMG_20211001_183909.jpg

নবম স্টেপ

  • এই স্টেপে গাছের বাকি ডালগুলো রং করে নিলাম।

IMG_20211001_184215.jpg

দশম স্টেপ

  • এখন আমি দইটি হ্যাজক বাতি এঁকে নিলাম।

IMG_20211001_185433.jpg

IMG_20211001_185757.jpg

একাদশ স্টেপ

  • এখন আমি হ্যাজক বাতির ভিতরের অংশ টুকু সাদা(আলো বুজানো হয়েছে ) রেখে বাকি অংশগুলো কালো করে নিলাম।

IMG_20211001_190901.jpg

দাদ্বশ স্টেপ

  • এবার আমি নিচের এক কোনে একটি ঘর আঁকলাম। ও ঘরের দরজা জানালা কালো করে নিলাম।

IMG_20211001_191806.jpg

IMG_20211002_151001.jpg

IMG_20211002_151035.jpg

সর্বশেষ স্টেপ

  • এখন আমি কিছু ঘাস আর কাশফুল গাছ একেঁ নিলাম। পরিশেষে আমি সমুদ্রের ঢেউ ও চাঁদর আলো এঁকে নিলাম।

IMG_20211001_193404.jpg

এখন দৃশ্যটি সম্পুর্ন তৈরি হয়েছে

IMG_20211002_151511.jpg

IMG_20211001_195748.jpg

IMG_20211002_151537.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

বাহ আপনার অংকনটি অনেক সুন্দর হয়েছে। দেখে খুব ভালো লাগলো। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🙂

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার আর্টটি। নিশিরাতে চাদেঁর অঙ্কনটি আপনার আর্টের মধ্যে ফুটে উঠেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া ☺️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51