DIY- (এসো নিজে করি) রঙ্গিন কাগজ দিয়ে হাসির ইমোজি তৈরি 😛||৷ ১০% লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা❣️❣️

  • আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন রকমের একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। সেটি হলো রঙ্গিন কাগজ দিয়ে হাসির ইমোজি তৈরি
  • আশা করি আপনাদের সকলের কাছে আমারে ইমোজিটি টি ভালো লাগবে। আমি নিচে ফুলটি তৈরি পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম, এতে আপনাদের বুঝতে সহজ হবে।

20211228_160542.jpg

20211228_160445.jpg

এটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরন সমুহ

  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • কাঁচি ও কলম

20211227_200644.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি হলুদ রঙের কাগজটিকে গোল বৃত্ত করে কলম দিয়ে দাগ টেনে নিলাম ও তারপর কাঁচি দিয়ে দাগের উপর কেটে নিলাম

20211227_201354.jpg

20211228_132658.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর সাদাকালো ও নীল রঙের কাগজকে ছোট ছোট গোল করে কেটে নিলাম। ( নিচে ছবির মতো করে)

20211228_133821.jpg

তৃতীয় ধাপঃ

  • এখন আঠা লাগিয়ে একটির উপর আরো একটি কাগজ দিয়ে চোখ বানিয়ে নিলাম।

20211228_134042.jpg

20211228_134106.jpg

20211228_134201.jpg

20211228_134239.jpg

চতুর্থ ধাপঃ

  • এভাবে আমি দুটি চোখ বানিয়ে নিলাম।

20211228_134250.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর আমি মুখ এর জন্য কালো ও লাল কাগজ দিয়ে ও জিহ্বা কেটে নিলাম।

20211228_135948.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর হলুদ গোল বৃত্তের মধ্যে আঠা লাগিয়ে চোখদুটি লাগিয়ে নিলাম।

20211228_140317.jpg

20211228_140508.jpg

সপ্তম ধাপ

  • তারপর আঠা দিয়ে জিহ্বা লাগিয়ে নিলাম।

20211228_140822.jpg

20211228_141311.jpg

অষ্টম ধাপ

  • এখন আমি কয়েকটি কাগজ লম্বা করে কেটে নিলাম। ও তারপর আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

20211228_151054.jpg

20211228_151731.jpg

নবম ধাপ

  • এখন আমি ইমোজির চারপাশে আঠা লাগিয়ে নিলাম। তারপর কেটে রাখা লম্বা কাগজগুলো কে লাগিয়ে দিলাম।

20211228_152918.jpg

20211228_153011.jpg

20211228_153037.jpg

20211228_154037.jpg

20211228_154828.jpg

সর্বশেষ ধাপ

  • এভাবে আমি সম্পূর্ণ হাসির ইমোজি তৈরি করলাম।

20211228_155406.jpg

20211228_160413.jpg

20211228_160428.jpg

20211228_160510.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এই পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টে দেখার জন্য পড়ার জন্য ❣️❣

Sort:  
 3 years ago 
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি হাসির ইমোজি বানিয়েছেন আপু। আমার কাছে এটি বেশ আকর্ষণীয় লাগছে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য,,, শুভকামনা রইল

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে হাসির ইমোজি তৈরি দারুন হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের ব্যবহার করে হাসির ইমোজি তৈরি করেছেন। সত্যিই খুব ভালো লেগেছে আমার। আপনার আইডিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

দারুন একটি ইমোজি তৈরি করেছেন আপনি। এত সহজ কিন্তু এত সুন্দর ইমোজি তৈরি আমি আগে কখনো দেখিনি। তেমন কোনো জটিলতা ছাড়াই অত্যন্ত সাধারণ কয়েকটি ধাপে ইমোজি তৈরি দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

ইমোজি টা দারুন হয়েছে। এটা অনলাইনে আপলোড করতে পারলে আরো দারুন হত। মেধা খাটিয়েছেন ধন্যবাদ।

 3 years ago 

🙂🙂ধন্যবান দাদা🙂🙂

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে হাসির ইমোজি টি খুব সুন্দর করে বানিয়েছেন। তবে আমার মনে হয় একটা মাক্স পরিয়ে দিলে আরো ভালো হতো, হাহাহা। আপনার রঙিন কাগজের ইমোজি টা খুবই সুন্দর দেখাচ্ছে এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে দিয়েছেন। এবং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মাস্ক পরিয়ে দিলেতো তার হাসিটা দেখা যেত না😆

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে হাসির ইমোজি তৈরি করেছেন দারুন হয়েছে ইউনিক আইডিয়া ছিলো অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

আপনার রঙিন কাগজের হাসির ইমোজি দারুন লেগেছে। প্রত্যেকটা ধাপ সুন্দর করে দেখিয়েছেন সময় পেলে আমিও চেষ্টা করবো বানাতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

একবার চেষ্টা করে দেখবেন শুনে ভালো লাগলো
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে হাসির ইমোজি তৈরি অসাধারণ হয়েছে আপু ।দেখে খুবই ভালো লাগলো। ইমোজি একদম অরজিনাল এর মত লাগছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

রঙিন কাগজ দিয়ে হাসির ইমোজি তৈরি করেছেন। অসাধারণ আইডিয়া ছিলো আপু।অনেক ভালো লাগলো। দেখে মনটা ভাল হয়ে গেল। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

 3 years ago 

ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য,,, শুভকামনা রইল

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা হাসির ইমোজি তৈরি করেছেন 😁😁😁।
কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।
তা ছাড়া সুন্দর করে উপস্থাপন করেছেন।।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে আরো উৎসাহিত করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61779.77
ETH 2434.59
USDT 1.00
SBD 2.62