পাতার চপের মজাদার রেসিপি \\১০% লাজুক খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পাতার চপের মজাদার রেসিপি😋
    আমি রমজান মাসে এ রেসিপি প্রত্যেকদিন তৈরি করি। কারণ এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি।
আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20220415_111655755.jpg

20220412_165932.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • আলু পাতা
  • বেসন
  • লবন
  • খাওয়ার রং
  • রসুন বাটা
  • খাওয়ার সোডা
  • সয়াবিন তেল

GridArt_20220415_111610923.jpg

প্রথম ধাপ:

  • প্রথমে আমি একটি বাটিতে পরিমাণমতো বেসনের গুড়ো নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে রসুন বাটা, খাওয়ার সোডা, খাওয়ার রং ও লবণ দিয়ে দিয়েছি। (পাতার চপ গুলো দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এর মধ্যে খাওয়ার রং ব্যবহার করেছি )।

GridArt_20220415_110644098.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিয়েছি।

GridArt_20220415_110801407.jpg

তৃতীয় ধাপ:

  • এখন চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি এবং তা গরম হয়ে আসলেন মধ্যে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিয়েছ।

20220412_160934.jpg

চতুর্থ ধাপ:

  • তারপর ব্যাসনের মিশ্রণের মধ্যে আলু পাতা দিয়ে দিলাম ও পরে তা পাতিলের তেলের মধ্যে দিয়ে দিলাম।

GridArt_20220415_111308683.jpg

সর্বশেষ ধাপ:

  • ভালোভাবে ভেজে বাদামি রং হয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিলাম।

GridArt_20220415_111419754.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

20220412_165856.jpg

20220412_170302.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 2 years ago 

পাতার চপের মজাদার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছে করছে। আপনি খুবই মজাদার রেসিপি আছে আমাদের সাথে শেয়ার করলেন। আপনাদের উপস্থাপন খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।

 2 years ago 

মতামত প্রকাশ করে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ ।
আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

এই আলু পাতা জিনিসটা আসলে কি? এটা কখনো এর আগে দেখিনি। তবে আপনার চপ বানানো দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক মজাদার একটি আলু পাতা চপ রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চপ রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। সত্যি বলতে এই চপ আমার অনেক বেশি পছন্দের। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে মজাদার একটি পাতার চপ রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই পাতার চপ রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়েছিল।এরকম পাতার চপ আগে খাইনি। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

বাহ আপু চমৎকার একটা পাতার মচমচে রেসিপি তৈরি করেছেন। রোজার সময়ে এতো দিনের বেলা এতো মজার মজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এখন তো লোপ সামলিয়ে রাখাই বড় কষ্ট কর।যাইহোক আলু পাতার চপের রেসিপি তৈরি করাটা অনেক ভালো হইছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমত ভাবলাম পাতার চপ আবার কি তারপরে ভিতর বিস্তারিত জানলাম আপনি আলুর পাতা দিয়ে চপ তৈরি করেছেন। এটা বেশি ভালো ছিল এবং খেতে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

অনেক ধরনের চপ খেয়েছি।কিন্তু আলুর পাতার চপ কখনো খাইনি। আলুর পাতাটা দেখতেও বেশ চমৎকার। পাতার চপটা সুন্দর হয়েছে আপু। দারুণ তৈরি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার ইউনিক চপ এর রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।।

 2 years ago 

পাতার চপের খুব সুন্দর মজাদার রেসিপি তৈরি করেছেন। যেটা খুবই লোভনীয় খাবার মানুষ মুখরোচক খাবার হিসেবে এই ধরনের খাবার পছন্দ করে । সুন্দর উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আলু পাতার চপ কখনো খাওয়া হয় নি তো।তবে মনে হচ্ছে বেশ মুচমুচে।খেতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে।বাসায় একদিন চেষ্টা করবো।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

অবশেষে পাতার চপ। সত্যিই অসাধারণ ছিল আপনার আলু পাতার চপ এর রেসিপি। আমি এর আগে এটি কখনোই খাইনি। দেখে মনে হচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে। চপ এর সাইজ টিও কিন্তু দারুন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একবার তৈরি করে দেখতে পারেন আপনি,আশাকরি ভালোই লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ও আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67597.54
ETH 3772.68
USDT 1.00
SBD 3.55