🧀মাত্র ২টি উপকরণ দিয়ে মজাদার ম্যাজিক কেক রেসিপি 🧀 \\১০% রিওয়ার্ড লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️

সবাই কেমন আছেন?

  • আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপি টি হলো ম্যাজিক কেক। আমার এটি খুবই প্রিয় খাবার। এই কেকটি খুব সফট ও তুলতুলে নরম। একেকটি মুখে দিলেই নিমিষেই শেষ হয়ে যায়, তাই এর নাম হলো ম্যাজিক কেক

  • আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।ভালো লাগলে বাসায় ট্রাই করবেন।

ColorPop1638534693695.jpeg

20211203_171150.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহ

  • ডিম -২টি
  • চিনি-৫ চামচ

20211203_160939.jpg

প্রথম ধাপ

  • প্রথমে দুটো ডিম ভেঙ্গে একটি বড় মিক্সিং পেয়ালায় নিয়ে নিলাম।

20211203_161115.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটি আলাদা করে নিলাম ও সাদা অংশ আলাদা রাখলাম।

20211203_161314.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর ডিমের কুসুমের মধ্যে দুটো চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম।

20211203_161343.jpg

20211203_161404.jpg

20211203_161426.jpg

চতুর্থ ধাপঃ

  • তারপর ডিমের সাদা অংশের মধ্যে ৩ চামচ চিনি দিয়ে দিলাম।

20211203_161549.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর একটি বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিলাম। ফোম এ পরিণত হওয়া পর্যন্ত ভালোভাবে বিট করতে হবে।

20211203_162048.jpg

20211203_164348.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে নিলাম।

20211203_164531.jpg

চুলা একদম লো আঁচে থাকতে হবে।

সপ্তম ধাপ

  • তারপর ফ্রাই প্যান এরমধ্যে কুসুম এর অংশ থেকে কিছুটা বিছিয়ে দিলাম।

20211203_164725.jpg

অষ্টম ধাপ

  • এখন বিট করে নেওয়া ডিমের অংশটুকু উপরে দিলাম।

20211203_164813.jpg

নবম ধাপ

  • এখন চামচ দিয়ে পুরো মিশিয়ে সমান করে দিলাম। ও তারপর ঢাকনা দিয়ে ২ মিনিট অপেক্ষা করলাম।

20211203_164907.jpg

20211203_165150.jpg

দশম ধাপ

  • ২ মিনিট পর এটি চুলা থেকে নামিয়ে নিলাম।

20211203_165612.jpg

20211203_165638.jpg

একাদশ ধাপ

  • এভাবে আরেকটা কেক বানিয়ে নিলাম।

20211203_165819.jpg

20211203_170142.jpg

20211203_170158.jpg

20211203_170715.jpg

দ্বাদশ ধাপ

  • এখন একটির উপর আরেকটি বসিয়ে নিলাম।

20211203_171029.jpg

সর্বশেষ ধাপ

  • পরিশেষে একটি ছুরি দিয়ে ভাগ ভাগ করে কেটে নিলাম।

20211203_171150.jpg

20211203_171323.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️

Sort:  
 3 years ago 

তৈরি করাও সহজ উপকরণ ও খুব কম। আর দেখেই বুঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে। তবে এই খাবারটি খেতে একটু কষ্ট করা লাগবে না। কারণ আপনি বললেন মুখে দিলেই নাকি নিমিষেই শেষ হয়ে যাবে তার মানে চাবানো লাগবেনা 😜 খুব সুন্দর করে প্রত্যেকটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ এটি মুখে দিলেই নিমিষে শেষ হয়ে যায়। একবার বাসায় চেষ্টা করে দেখবেন। চাবানোর কষ্ট করা লাগবে না🤣

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 3 years ago 

আপু আপনার মজাদার ম্যাজিক কেক রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে।‌ অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে। আমিও শিখে নিলাম বাসায় তৈরি করে খাবো। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কীভাবে ম্যাজিক কেক তৈরি করতে হয় সেটা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়।কেক টা দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু 💚

 3 years ago 

আপনাদের মন্তব্য দেখলে আরো উৎসাহিত হই😇
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

বাহ আপু দুইটা উপকরণ দিয়ে অনেক মজার একটা কেক রেসিপি তৈরি করেছেন আপু। এটা কি আসলেই সম্ভব। তবে আপনি সম্ভব করে দেখিয়েছেন এটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনাদের মন্তব্য দেখলে আরো উৎসাহিত হই😇
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আসলেই আপনার কেকটি ম্যাজিক কেক। মাত্র 2 টি উপকরণ দিয়ে এত সুন্দর কেক তৈরি করেছেন। দেখে খুব সুস্বাদু মনে হয়েছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। শুভকামনা রইল

 3 years ago 

একবার চেষ্টা করে দেখতে পারেন বাসায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য🙂

 3 years ago 

কেক খেতে আমার খুবই ভালো লাগে। আর কিভাবে হোমমেড ভাবে কেক তৈরি করলে সেটা খেতে আরও বেশি মজার হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। আপনার ককেক দেখে মনে হচ্ছে এটা খুবই মজার হবে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া বাহিরে থেকে কিনে খাওয়া চাইতে ঘরে স্বাস্থ্যকর ভাবে তৈরি করা সম্ভব। একবার ট্রাই করেদেখতে পারেন ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😇

অসাধারণ হয়েছে আপু আপনার রেসিপিটি। দেখে চোখ মুগ্ধ হয়ে গেল। আসলে অনেক সহজে এবং কম সময়ে আপনি তৈরি করে ফেলেছেন। নাস্তা তৈরি করার সময় এটা করলে বেশি ঝামেলা মনে হবে না। ম্যাজিক রেসিপিটা ম্যাজিকের মত সুন্দর হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
শুভকামনা রইল।

 3 years ago (edited)

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। সত্যি আপু অনেক দক্ষতার সাথে মজাদার কেক তৈরি করেছেন আপনি। আপনার রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অবশ্যই আপনার এই পদ্ধতি গুলো দেখে দেখে মজাদার এই কেক তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আসলেই আপু, সত্যিই এটি খেতে খুবই মজা ছিল। একবার চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আসলেই আপনি মাত্র দুইটা উপকরণ দিয়ে মজাদার ম্যাজিক কেক রেসিপি তুলে ধরলেন। অনেক ভালো লাগলো আসলেই আপনি অনেক ভালো কেক তৈরি করতে পারেন। দেখে মনে হচ্ছে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার খুবই ভালো লাগছে আপনার রেসিপিটা। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আপনিও 😝
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আপনার তৈরি করা এই কেকটি সুস্বাদু, আপনার দেখানো কেকটি দেখে আমার ক্ষুধা লাগছে, আমি চেষ্টা করতে পারি, হাহা

 3 years ago 

একবার চেষ্টা করে দেখতে পারেন বাসায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60085.46
ETH 2416.33
USDT 1.00
SBD 2.43