কাগজ দিয়ে ফুলের নকশা ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও।
যাইহোক আজকে একটি কাগজের ফুলের নকশা ডিজাইন তৈরি করেছি। এই ডিজাইন গুলো সহজেই তৈরি করা সম্ভব। শুধু ভাঁজ ও কাটিং পারফেক্ট ভাবে হতে হবে তবেই কাজ অনেক সুন্দর হবে। এই ফুলগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। সিম্পল হলেও ডিজাইন গুলো বেশ আকর্ষণীয়। এই ডিজাইন গুলো সাধারণত যেকোনো অনুষ্ঠানে দেখা যায়। তাছাড়া এগুলো ঘরেও সাজিয়ে রাখা যায়। যাইহোক কাজে ফেরা যাক। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20230903_193947328.jpg

IMG-20230903-WA0049.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • কাগজ
  • পেন্সিল
  • কাঁচি

IMG-20230903-WA0056.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি A4 সাইজের একটি কাগজ নিলাম তারপর নিচের ছবির মতো করে ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20230903-WA0047.jpg

দ্বিতীয় ধাপঃ
  • ভাঁজ দেওয়ার পর নিচের অবশিষ্ট অংশটি কেটে নিলাম। এখন এটি বর্গাকৃতির হয়েছে৷

IMG-20230903-WA0055.jpg

তৃতীয় ধাপঃ
  • এখন মাঝখানে একটি ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20230903-WA0054.jpg

চতুর্থ ধাপঃ
  • তারপর দুই পাশ থেকে আরেকটি ভাজ দিয়ে দিলাম। ।

IMG-20230903-WA0046.jpg

পঞ্চম ধাপঃ
  • এখন আবার নিচের অবশিষ্ট অংশটি কেটে নিলাম।

IMG-20230903-WA0053.jpg

ষষ্ঠ ধাপঃ
  • তারপর কাগজটির উপর একটি ডিজাইন দিয়ে দিলাম।

GridArt_20230903_203035650.jpg

সর্বশেষ ধাপ
  • তারপর সুন্দর ভাবে ফুলের ডিজাইনটি কেটে নিলাম, কেটে নেওয়ার পর আস্তে আস্তে ভাঁজগুলো খুলে নিলাম।

GridArt_20230903_203104288.jpg

তৈরি হয়েগেলো ফুলের ডিজাইন টি।

IMG-20230903-WA0050.jpg

IMG-20230903-WA0051.jpg

IMG-20230903-WA0052.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 last year 

কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের নকশা তৈরি করে ফেলেছেন আপনি৷ এই নকশা তৈরির মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবেই তুলে ধরেছেন৷ এরকম আরো সুন্দর সুন্দর নকশা প্রকাশ করবেন বলে আশা করি৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ফুলের নকশা তৈরি করার জন্য৷

 last year 

অবশ্যই শেয়ার করবো ভাইয়া।

 last year 

কাগজ দিয়ে তৈরি করা ফুলের নকশাটি খুবই সুন্দর হয়েছে আপু। দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আপনি অনেক সুন্দর করে নকশাটি তৈরি করেছেন। এই ধরনের নকশাগুলো তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে।

 last year 

এই ধরনের নকশাগুলো তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে আমার। খুব ইনজয় করি।

 last year 

কাগজ দিয়ে বেশ সুন্দর নকশা তৈরি করেছেন
আপু। আসলে কাগজের নকশা গুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই ধরনের নকশা তৈরি করতে সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। কারণ একটু ভুল হয়ে গেলে পুরো নকশা নষ্ট হয়ে যায়। নকশা তৈরি করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে । এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

একটু ভুল হয়ে গেলে পুরো নকশা নষ্ট হয়ে যায় তাই সব সময় সতর্ক থাকতে হয় বিশেষ করে কাটিং এর ক্ষেত্রে।

 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের নকশা ডিজাইন করলেন আপু। এই ধরনের সিম্পল ডিজাইন গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া ফুলের নকশা গুলো তৈরি করতে আপনি খুবই পছন্দ করেন। খুব সুন্দরভাবে আপনি প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

জি এই ধরনের সিম্পল ডিজাইন গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। দুজনের মিল আছে অনেক। যাইহোক ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপু সাদা কাগজ দিয়ে আপনি খুব সুন্দর নকশা বানিয়েছেন। আমিও অনেক দিন আগে এই নকশা শেয়ার করেছিলাম। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা দিয়ে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এই নকশা বানাতে বেশি সময় লাগে না। তবে কাঁচি দিয়ে কাটার সময় সাবধানে কাটতে হয় তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ আপু এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করে কাটতে হয়।

 last year 

কাগজের তৈরি নকশা গুলো দেখতে ভালো হয় দেখা যায়।আজকে আপনি খুব সুন্দর ভাবে কাগজ ব্যবহার করে ফুলের একটি নকশা তৈরি করেছেন। যা দেখতে খুব সুন্দর হয়েছে।কাগজ ব্যবহার করে ফুলের নকশা তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

ধন্যবাদ আপনাকেও আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কাগজ দিয়ে ফুলের নকশাটি চমৎকার হয়েছে আপু। আপনি খুব সুন্দরভাবে ধাপগুলো তুলে ধরেছেন। এজন্য ধন্যবাদ জানাই আপনাকে। যে কেউ চাইলে আপনার পোস্ট দেখে এই নকশাটি করে নিতে পারবে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু মন্তব্য করার জন্য।

 last year 

আপু আমি এর আগেও আপনার বিভিন্ন ধরণের কাগজের নকশা তৈরি দেখেছি। ফুলের নকশা ডিজাইন তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ গুলো অনেক নিখুঁত হয়। বিশেষ করে আপনি অনেক সুন্দর করে কাঁচি দিয়ে কাটেন। অনেকেই রয়েছে এত সুন্দর নিখুঁত ভাবে কাটতে পারে না। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 last year 

ভিন্ন ধরনের কাজ করতে আমার ভালো লাগে। আপনাদের মন্তব্য দেখতে আরো বেশি ভালো লাগে।

 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন। এই নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলে ও ভাঁজগুলো খুব সাবধানে দিতে হয়। আপনার ফুলের নকশাটি দেখতে খুব সুন্দর লাগছে। নকশা গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

এই নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলে ও ভাঁজগুলো খুব সাবধানে দিতে হয় তা নাহলে কাজ সুন্দর হয় না।

 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের নকশা করেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90