বৃষ্টির অপেক্ষা।

in আমার বাংলা ব্লগlast year (edited)
হ্যালো বন্ধুরা ❣️❣️

আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে। কেমন আছেন আপনারা? আমি বাপু ভালে নেই এই প্রচন্ড গরমে।

image.png
উৎস

সবাই হয়তো বৃষ্টির অপেক্ষায় দিন পার করছে। এই বুঝি বৃষ্টি হবে এই বুঝি বৃষ্টি হবে, এমন মুহূর্তে ও কিভাবে মেঘ আমাদের কে ফাঁকি দিয়ে সূর্যের দেখা মেলায় তা বুঝি না। কি হয়েছে আমাদের আবহাওয়ার? শীতকালে বৃষ্টি, বর্ষাকালে অনাবৃষ্টি, কি হচ্ছে নিজেও বুঝতে পারছি না। আরে আসলেই তো এসব কিছুর পিছনে আমাদের ওই হাত। নির্দয়ের মতো আমরা বৃক্ষ কেটে নিচ্ছি, দালান কোটা তৈরি করছি। বনভূমি একটা উঝাড় করে ফেলছি। আমরা কি আমাদের পরিবেশ ঠিক রাখছি? তাহলে পরিবেশ কেন আমাদেরকে ভালো সার্ভিস দিবে?

কথায় আছে যেমন কর্ম তেমন ফল। যদি সবাই মিলে যাই এখনো পরিবেশকে আমরা তার নিজের স্থানে পরিবর্তন করতে পারি। সবাই মিলে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করি। সবাইকে একটু সচেতন করি। নিজ বাড়ির আঙ্গিনায় পর্যাপ্ত পরিমাণে গাছ রোপন করি। এই সামান্য সতর্কতার জন্যই কত বড় বিপদ নাই আসলো। কালকে রোদে বাড়ির উঠোনের মাটি ফাটল ধরেছে। আর এই বর্ষাকালে বৃষ্টি না হওয়ার কারণে কৃষকের মাথায় হাত। এ সময় আমন ধান চাষ করার সময়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি না থাকায় তার সম্ভব হচ্ছে না। পাশাপাশি এ বর্ষার মৌসুমে অনেক শাক-সবজি উৎপাদন করা হয়। কিন্তু প্রচণ্ড তাপে তা সম্ভব হচ্ছে না। এতে পারিবারিক খামার ও অর্থনৈতিক খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

image.png

উৎস

চারিদিকে সবার বৃষ্টির জন্য হাহাকার দেখে মনে হচ্ছে কোন মরুভূমিতে বাস করি। এর শেষ কোথায় হবে? অপেক্ষার পাশাপাশি আমাদের সচেতন হতে হবে। একটি প্রতিবেদন থেকে জানা যায় অনাবৃষ্টির কারণে ২০৫০ সালের দিকে উপকূলীয় অঞ্চলের প্রায় এক কোটি 35 লাখেরও বেশি মানুষ দুর্যোগ ঝুঁকির মধ্যে থাকবে। তাহলে বুঝুন আমরা কত বড় ঝুঁকিতে আছি। যাইহোক আমাদের সকলের সচেতন হওয়া উচিত।

ঘরের মহিলারা নিজ গৃহে কাজ করছে করছে। তারাও এই গরমে কষ্ট পাচ্ছে। কিন্তু ঘরের পুরুষেরা বাহিরে গিয়ে কাজ করে আসে তাদের নিশ্চয়ই একটু বেশি কষ্ট হচ্ছে। বিশেষ করে ফেরিওয়ালাদের কথাই ভাবছি। এই কাঠফাটা রোদে হেঁটে হেঁটে নিজেদের মাল বিক্রয় করছে । শুধু পরিবারের ভরণপোষণের জন্যই। আর আমার একটা দুঃখের কথা বলি,ঘরে গিয়ে যখন ফ্যান চালাই মনে হয় আমার দিকে কেউ গরম হাওয়া ছুড়ছেন। আসলে এসব হচ্ছে আমাদের কর্মকাণ্ডের জন্যই । যার কারণে আমাদের কর্মকাণ্ডের জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা এত গরম অনুভব করি।

পরিবেশ দূষণ থেকে বিরত থাকা ও বৃক্ষরোপণ কর্মসূচি মজবুত করা উচিত। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার আসবো, ইনশাল্লাহ।

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই বিষয়বস্তুটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।❣️❣️

@naimuu

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপু এটা সত্যি যে বৃষ্টি না হওয়ার পিছনে আমাদের কোন হাত নেই। তবে আমরা সবাই মিলে সচেতন হলে অবশ্যই এর কবল থেকে রক্ষা পেতে পারি।তবে বেশি কিছু দিন পরে আমাদের এখানে আজ একটু বৃষ্টি নেমেছে। যাইহোক আপু আমরা সবাই বেশি বেশি গাছ লাগায় পরিবেশ বাঁচায়।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 last year 

বৃষ্টি না হওয়ার পিছনে আমাদের অনেক বড় কার্যক্রম রয়েছে। পোস্টে তা উল্লেখ করে করছি। আমাদেরও উচিত নির্দয় ভাবে গাছ না কাটা।

 last year 

আপু আসলে আমরা বৃষ্টির জন্য অনেক অপেক্ষা করেছি ।আর আপনার পোস্টটি পড়ছি এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। পৃথিবীতে শীতলতা নেমে এসেছে। আসলে আমরা বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে ঠিক করতে পারি।

 last year 

আহ কি একটি সুন্দর ঘটনা ঘটে গেল। যাইহোক অবশেষে বৃষ্টি নেমেছে এটা এটাই বড় কথা।

 last year 

আপু খুব সুন্দর কথা বলেছেন। আজ বৃষ্টির সমস্যার জন্য আমরাই দায়ী। সত্যিই যেমন কর্ম তেমন ফল তো ভোগ করতেই হবে। আমাদের কর্মকান্ডের জন্য আজ বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তা না হলে এমন বর্ষাকাল চলা কালীন বৃষ্টি হয়না এমন দৃশ্য মনে হচ্ছে জীবনে প্রথমবার দেখতে পেলাম। সামনে দিন যত যাবে এই পৃথিবীর অবস্থা কি হয় একমাত্র উপর ওয়ালাই ভালো জানেন। তবে আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা। যাই হোক আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

আমারও মনে হচ্ছে আমি এই প্রথম দেখলাম বর্ষাকালে এই করুন অবস্থা। আমাদের কর্মফল আমরা ভোগ করছি। 🥺🥺

 last year 

এই কয়েকদিন পর্যন্ত বৃষ্টির অপেক্ষায় ছিলাম। আমাদের এদিকে গতকালকে রাতের দিকে বৃষ্টি হয়েছিল যার কারণে আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগছে। আসলে আমাদের উচিত পরিবেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার গাছপালা রোপন করার। আমরা প্রকৃতিকে তাদের সুন্দর রূপ দিই, তাহলে প্রকৃতি ও আমাদেরকে ভালো রাখবে। অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

বৃক্ষরোপণ করলে আমাদের ও আমাদের পরিবেশের জন্যই ভালো। আমাদের উচিত সবাই আঙিনায় বৃক্ষরোপন করা।

 last year 

আলহামদুলিল্লাহ আমাদের এখানে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দিনের বেলায় যখন তখন রাত্রে বেলায় যে কোন মুহূর্তে যখন তখন হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তবে একটু ভারী বর্ষণ প্রয়োজন ছিল আমাদের জন্য। পাশাপাশি আজ কয়টা দিন কিন্তু খুব তাপদাহ আমাদের এখানে।

 last year 

যাক সৃষ্টিকর্তা আমাকেও নিরাশ করলো না। এখন আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91