DIY - এসো নিজে করিঃ একটি পুকুরের পাশে ঝোপঝাড় ও ভিতরে কচ্ছপের দৃশ্য||১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা❣️❣️

আমি @naimuu বাংলাদেশ থেকে

আপনারা সকলে কেমন আছেন? আশাকরি সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম নতুন আরেকটি আর্ট। আর্টটি হলো পানির নিচে কচ্ছপের দৃশ্য ও চারপাশে ঘন জঙ্গল এর দৃশ্য। নিচে এটি আমি ধাপে ধাপে বর্ণনা করলাম,আশাকরি সকলেই খুব সহজেই বুঝবেন।

IMG_20211012_182252.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

১. সাদা আর্ট পেপার
২. পেন্সিল
৩. রাবার

IMG_20211012_194403.jpg

প্রথম ধাপ

প্রথমে গোল করে একটি বৃত্ত একেঁ নিলাম।
IMG_20211012_142653.jpg

দ্বিতীয় ধাপ

তারপর পেন্সিল দিয়ে পুরো কালো করে নিলাম।
IMG_20211012_143424.jpg

তৃতীয় ধাপ

তারপর টিসু দিয়ে মুছে নিলাম।

IMG_20211012_143447.jpg

চতুর্থ ধাপ

টিসু দিয়ে মুছে নেওয়ার পর রাবার দিয়ে বৃত্তের চারপাশে মুছে নিলাম।
IMG_20211012_143742.jpg

পঞ্চম ধাপ

তারপর মাঝখানে রাবার দিয়ে মুছে নিলাম।
IMG_20211012_144220.jpg

ষষ্ঠ ধাপ

এখন পুকুরের পাশে কিছু জঙ্গল এর জায়গা একেঁ নিলাম।
IMG_20211012_144517.jpg

সপ্তম ধাপ

এখন একটু ঘাস একে নিলাম।
IMG_20211012_145203.jpg

অষ্টম ধাপ

আরো কিছু ঘাস একেঁ নিলাম।
IMG_20211012_145714.jpg

নবম ধাপ

এখন পুকুরের চারপাশের জায়গায় একেঁ নিলাম।
IMG_20211012_150246.jpg

দশম ধাপ

এখন পুকুরের চারপাশে কিছুটা ঘাস একেঁ নিলাম।
IMG_20211012_151237.jpg

একাদশ ধাপ

এখন আরো কিছু ঝোপঝাড় ও গাছপালা একেঁ নিলাম।
IMG_20211012_152102.jpg
IMG_20211012_155101.jpg

দ্বাদশ ধাপ

এখন এগুলো কে একটু কালো করে নিলাম।

IMG_20211012_181235.jpg

ত্রয়োদশ ধাপ

এখন পুকুরের ভিতরে একটি কচ্ছপ একেঁ নিলাম।
IMG_20211012_181438.jpg

সর্বশেষ ধাপ

এখন কচ্ছপের হাত পা একেঁ নিলাম।

IMG_20211012_182202.jpg

এইভাবে আমি আমার আর্টটি সম্পুর্ণ করলাম।

IMG_20211012_182252.jpg

IMG_20211012_182422.jpg

আমার আর্ট এর সাথে আমার ছবি।

IMG_20211012_191636.jpg

আশাকরি আপনার সবাই আমার দৃশ্যটি পছন্দ করেছেন। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকতে ও সুস্থ থাকার চেষ্টা করবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️❣️

Sort:  

অনেক ভাল লাগলো আপনার ড্রোয়িং

 3 years ago 

একটি পুকুরের পাশে ঝোপঝাড় ও ভিতরে কচ্ছপের দৃশ্য অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন অনেক সুন্দর ভাবে যা দেখে খুব ভাল লাগলো।শুভকামনা রইল আপু

 3 years ago 

সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

একটি পুকুরের পাশে ঝোপঝাড় ও ভিতরে কচ্ছপের দৃশ্য অসাধারণ হয়েছে আপু। আপনার প্রশংসা না করে পারলাম না। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

জি ধন্যবাদ, আশাকরি সব সময় এভাবে সাপোর্ট করবেন😊

বাহ আপু বাহ অনেক সুন্দর একটি চিত্র আর্ট করেছে। একটি পুকুরের পাশে ঝাড় জঙ্গল ও একটি কচ্ছপ অনেক সুন্দর ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

আপু সত্যি অসাধারণ। সবাই কি সুন্দর ছবি অংকন করেন আপনারা। আপনার ভহবিটা এক কথায় সেই হইছে🥰🥰🥰🥰 কচ্চপ এর পাশের ঝোপের দৃশ্য টা অসাধারণ ভাবে অংকন করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

সুন্দর এঁকেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

আপনার আশেপাশের ঝোপঝাড় গুলো আঁকা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আপনার মেইন ফোকাস মনে হচ্ছে কচ্ছপটি। আর আঁকার বিষয়ে ইউনিক একটি ব্যাপার রেখেছেন যা ভালো লাগছে দেখতে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু😊

বাহ অনেক সুন্দর অংকন করেছেন। পুকুরের তলদেশে ঝোপঝাড় ও কচ্ছপের দৃশ্য। সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ 😊

 3 years ago 

আমি তো প্রথমে ভাবছি এটা ভুত😃 পরে টাইটেল দেখে বুঝলাম এটা একটি কচ্ছপ।খুবই সুন্দর হয়েছে আমার কাছে ভিষন ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া 🤣🤣

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63855.79
ETH 3113.00
USDT 1.00
SBD 4.04