শীত।

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

image.png

ছবিটি এখানে হতে নেওয়া হয়েছে

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম।

শীতের আগমন অনেক আগেই হয়ে গেল। শীতের সৃজন আমার খুবই ভালো লাগে। সবগুলো ঋতুর থেকেও এই ঋতুটা আমার একটু বেশি পছন্দ। বিশেষ করে শীতকালের সকালের কুয়াশা। চারিদিকের ঘন কুয়াশা ও কোন কিছুর অস্তিত্ব খুঁজে না পাওয়া। গায়ে চাদর মুড়িয় গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটলে অন্য রকম অনুভূতি কাজ করে। আর শীতের সকালে গরম গরম বিভিন্ন ধরনের পিঠা খেতে ভালো লাগে। যেমন ভাপা পিঠা, চিতল পিঠা, কুলসি পিঠা ইত্যাদি।

বাংলাদেশের ডিসেম্বর মাসে ও জানুয়ারি মাসে শীতের প্রভাব একটু বেশি থাকে। আর ডিসেম্বর মাসের শেষের দিকে স্কুল কলেজ সবকিছুই বন্ধ থাকে। পুরো বছরের এই সময়টুকুই আনন্দ করার সময় বলা যায়। এ সময় বিভিন্ন জায়গায় ভ্রমন করা যায়। শীতের সময় ভ্রমণ করার মজাই আলাদা। আর বিশেষ করে এই সময় নানুর বাড়িতে বেড়াতে যাওয়া হয়। সব কাজিনরা একসাথে হই। সবাই মিলে সেই মধ্যর পর্যন্ত আড্ডা দেওয়া। আবার সকাল ভোরে উঠে যাওয়া এই সকল কাজকর্ম আমরা নানু বাড়িতেই করি। এই মাঝ রাতেও শীতের মধ্যে আমরা লুকোচুরি খেলি। উঠোনে একসাথে গোল হয়ে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি ও আড্ডা দেই। ঠিক তেমনি নানুর বাড়ির বড়রা সকলেই একসাথে বসে আড্ডা দেয়। আর উঠোনের মাঝখানে খড়কুটো দিয়ে আগুন ধরিয়ে সকলেই চারিপাশে গোল হয়ে বসি।

তবে গ্রামে শীতের আনন্দ একটু বেশিই আমার মনে হয়। গ্রামের শীত উপভোগ করার মত। প্রকৃতির কাছাকাছি থেকে উপভোগ করা যায়। খালে বিলে অনেকেই জাল বসায় এই শীতের মধ্যেও তারা খালে গিয়ে মাছ ধরে। কেউ নৌকা থেকেই মাছ ধরে আবার কেউ পানিতেই নেমে যায়। শীতের সকালে ছোট বাচ্চারা মনে কষ্ট নিয়েই পড়ার উদ্দেশ্যে রওনা দেয়। সকালের আগুন পোহানো অনেক মজার। আর যা না বললেই নয় সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলা। সবকিছু মিলিয়ে শীতের আনন্দ অন্যরকম। তবে শীত কখনো আনন্দের আবার কখনো কষ্টের।

🛑আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 8 months ago 

আপু আপনি শীতের সুন্দর সুন্দর কিছু অনুভূতি শেয়ার করেছেন।শীতের সিজন টা আমার কাছেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে সকাল সকাল যখন প্রচুর কুয়াশা লাগে।আর শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয়।আপনি একটা সুন্দর কথা বলছেন।উঠোনের মধ্যে খরকুটো দিয়ে আগুন জ্বালানো হয় আর সবাই মিলে গোল করে আগুনের দিকে বসে থাকি।আসলে শীতের সময় বিভিন্ন ধরনের খেলা হয় খাওয়া দাওয়া হয়।যাইহোক আপনি শীতের আগমন নিয়ে এবং কিছু অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

হ্যাঁ শীতের সকালে প্রচুর কুয়াশা থাকে যা ভীষন ভালো লাগে।আর শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয়।

 8 months ago 

জী আপু শহরের থেকে গ্রামে একটু শীতের প্রভাব বেশি। শহরে তেমন গাছপালা নেই,সবাই নিজে নিজ কর্মস্থলে কাজ করে। খোলা আকাশের নিচে তেমন মানুষ থাকে না। তাই শীতও তেমন বুঝা যায় না। তবে গ্রামে শীতকে উৎসবের মতই দেখে। আমার কাছেও শীত ভালো লাগে। ধন্যবাদ।

 8 months ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ।

 8 months ago 

আমার কাছে শীতের সিজন খুবই ভালো লাগে।শীতকালের সময় চারিদিকে প্রচুর কুয়াশা থাকে। কুয়াশার মাঝে হাঁটতে ভীষণ ভালো লাগে। হুম ঠিক বলেছেন,শীতকালে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করার ধুম পড়ে যায়। খুব ভালো লাগে যে,ডিসেম্বর মাসের শেষের দিকে শীত বেশি পড়ে তাই অনেক সুন্দরভাবে আনন্দ করা যায়।হুম সকলে একসাথে নানুর বাসায় গেলে শীতকালে অনেক বেশি আনন্দ করা যায়। সকলে একসঙ্গে অনেক আড্ডা দেওয়া যায়, এটাই সবথেকে মজার।শহরের থেকে গ্রামে যে, আনন্দটা বেশী শহরে খুব একটা শীত পড়ে না কিন্তু, গ্রামে প্রচন্ড শীত পড়ে। শীত আনন্দরও আছে আবার কষ্টেরও আছে। যাই হোক, অনেক সুন্দর অনুভূতি আপনি তুলে ধরেছেন শীতকাল নিয়ে

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার মতো আমার কাছেও শীতের সিজন খুবই ভালো লাগে কারণ শীতকালের সময় চারিদিকে প্রচুর কুয়াশা থাকে। কুয়াশার মাঝে হাঁটতে ভীষণ ভালো লাগে।

 8 months ago 

সবার দেখি শীতকাল খুব পছন্দ। আমার কেন যেন শীতকাল একদমই ভালো লাগেনা। শীতকাল অনেকটা অলস কাটে। গ্রামে অবশ্য শীতকাল বেশ আনন্দে কাটে। শীতের সকালে চারপাশ দেখতে খুব ভালো লাগে। তাছাড়া ঠিকই বলেছেন এই সময় স্কুল কলেজ বন্ধ থাকে জন্য অনেকের একসাথে ঘুরে বেড়ানো হয়। ছোটবেলার মতো আনন্দ এখন আর কোনো কিছুতে পাওয়া যায় না। যাইহোক ভালো লাগলো লেখাটি পড়ে।

 8 months ago 

সবার পছন্দ এক হতেই পারেনা। তবে শীতকালটা আমি একটু বেশিই উপভোগ করি।

 8 months ago 

আমারও শীত ভালো লাগে তবে সেটা প্রচন্ড গরমে।গরমে শীতকে মিস করি।আবার যখন প্রচন্ড শীত তখন গরমকে মিস করি🙂।ঠিক বলেছেন আপনি শীতের সকালে চারদিকে কুয়াসায় চাদরে ঢাকা থাকে।প্রকৃতিও যেন চাদরে মুড়িয়ে নেয়।শীতের সকালে গরম গরম পিঠা সত্যি খুব মজাদার। গ্রামের বয়স্ক মহিলারা খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে যা সত্যি ভালো লাগে দেখতে।ঠিক বলেছেন শীতে কখনো আনন্দের আবার কখনো কষ্টের।

 8 months ago 

ঠিক বলেছেন শীতের সকালে চারদিকে কুয়াসায় চাদরে ঢাকা থাকে।প্রকৃতিও যেন চাদরে মুড়িয়ে নেয়।আর শীতের সকালে গরম গরম পিঠা সত্যি খুব মজাদার।

 8 months ago 

শীতকাল কিন্তু আমারও খুব পছন্দের। মূলত দীর্ঘ সময়ের জন্য ঘুমানো যায় সেটাই বেশি ভালো লাগে, হাহাহা। একটা সময় আমরাও কিন্তু অপেক্ষা করতাম কখন সবাই মিলে নানুর বাড়িতে যাব এবং আনন্দ উল্লাস করবো। বর্তমানে সুযোগ হয় না সেজন্য যাওয়া হয় না। ডিসেম্বরে এখন বন্ধ হলেও বিভিন্ন রকম কাজ কর্ম থাকে। তবে এই শীতকাল ভালো লাগে খাওয়া-দাওয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সুখে সময় কাটানো যায়। শুধুমাত্র ঠান্ডা পানি আর ঠান্ডা আবহাওয়া একটু বিরক্তিকর লাগে।

 8 months ago 

জি জি একদম ঠিক শীতের সময় একটু বেশি ঘুমোতে পারি।
শশুর বাড়ির জন্য ভালো। 🤣

 8 months ago 

আমি নিজেই গ্রামে থাকি সেজন্য শীতের ছুটিতে আর গ্রামে যাওয়া হয় না হা হা। তবে ঘোরার জন্য শীতকাল টা সেরা বলতেই হয়। আর শীতকালে নদী খাল বিলের পানি শুকিয়ে যায়। সেজন্য সব জায়গাই এই সময়ে মাছ ধরতে দেখা যায় জাল দিয়ে। বাংলাদেশে তীব্র শীত পড়ে মোটামুটি একমাসের মতো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমিও গ্রামেই থাকি। আমি ছুটিতে নানু বাড়িতেই যাই।

 8 months ago 

শীতের সময়টা আমার অনেক বেশি পছন্দের। ডিসেম্বর মাসে যখন স্কুল-কলেজে সবকিছুই বন্ধ থাকে, তখন এই সময়টাতে সবাই অনেক বেশি মজা করে। ছোট বড় সবাই তখন একসাথে হয়। শীতের সময় পিঠা পুলি খাওয়া নিয়েও অনেক বেশি মজা হয়। তবে সব থেকে বেশি শীতের আনন্দ উপভোগ করা যায় গ্রামে। আপনার পুরো পোস্টটা বেশ ভালোই উপভোগ করেছি আপু।

 8 months ago 

জি ডিসেম্বর মাসে যখন স্কুল-কলেজে সবকিছুই বন্ধ থাকে, তখন এই সময়টাতে সবাই অনেক বেশি মজা করে। ছোট বড় সবাই তখন একসাথে হয়।

 8 months ago 

শীতের সময়টা খুব উপভোগ্য।কেননা এ সময়ে সবার স্কুল বন্ধ থাকে। তাই সবাই একসাথে হয়ে খুব মজা করা যায়। এ সময়ে শীতের কুয়াশায় ঠান্ডাতে মজার মজার পিঠা খাওয়ার মজাই আলাদা।তবে এটা ঠিক শীতে গ্রামে বেশি মজা হয়।শহরে তেমন একটা শীত অনুভূত হয়না।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জী শীডের সময়টা আমরা খুব উপভোগ করে থাকি।শীতে গ্রামে বেশি মজা হয়।

 8 months ago 

শীতকাল আমারও ভীষণ ভালো লাগে আপু। শীতকালীন সবজি, বিভিন্ন ধরনের পিঠা,খেজুরের রস খেতে দারুণ লাগে। তাছাড়া শীতকালে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেও খুব ভালো লাগে। তবে গ্রামের মানুষ শীতকালটাকে সবচেয়ে বেশি উপভোগ করে থাকে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

শীতকাল ভালো লাগার মত। শীতকালীন সবজি, বিভিন্ন ধরনের পিঠা ও খেজুরের রস খেতে দারুণ লাগে। শীতকালে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেও খুব ভালো লাগে আমারো। আর গ্রামের মানুষ শীতকালটাকে সবচেয়ে বেশি উপভোগ করে থাকে এটি আমি খুব ভালো করেই জানি৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 65178.97
ETH 3261.27
USDT 1.00
SBD 2.68