পাতাকপি ভাজির মজাদার রেসিপি \\১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শীতকালীন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পাতাকপি ভাজির মজাদার রেসিপি। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি সবজি।
  • আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

20220128_123110.jpg

20220128_123045.jpg

♦️প্রয়োজনীয় উপকরন সমুহ♦️

  • পাতাকপি
  • পেঁয়াজ কুচি
  • কাঁচামরিচ কুচি
  • রসুন বাটা ও ধনিয়া পাতা
  • হলুদের গুড়া
  • মরিচের গুঁড়া
  • লবণ ও সয়াবিন তেল।

20220128_115830.jpg

20220128_120703.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি একটি পাতাকপি কুচি করে কেটে নিলাম। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম।

20220128_120706.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম ও পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিলাম।

20220128_115849.jpg

20220128_120149.jpg

তৃতীয় ধাপঃ

*তারপর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবং পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

20220128_120415.jpg

20220128_120500.jpg

চতুর্থ ধাপঃ

  • এখন পরিমাণমতো লবণ ও রসুন বাটা দিয়ে দিলাম।

20220128_120529.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবং মসলার সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিলাম।

20220128_120600.jpg

20220128_120616.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর অল্প অল্প করে পাতাকপি কুচি পাতিলের মধ্যে দিয়ে দিলাম।

20220128_120714.jpg

20220128_120718.jpg

20220128_120729.jpg

সপ্তম ধাপ

  • এখন মসলা গুলোর সাথে পাতাকপি কুচি গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম।

20220128_121003.jpg

অষ্টম ধাপ

  • কিছুক্ষণ পরপর পাতাকপি গুলোকে ভালোভাবে নেয় ছেড়ে দিলাম। চুলাকে মিডিয়াম আঁচে রাখতে হবে,যাতে পাতিলের নিচে লেগে না যায় ।

20220128_121545.jpg

20220128_122402.jpg

সর্বশেষ ধাপ

  • সর্বশেষ পাতাকপির উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম ও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এটি এখন সম্পূর্ণ রান্না হয়ে এসেছে তাই চুলা থেকে নামিয়ে নিলাম।

20220128_122547.jpg

20220128_122602.jpg

এটি এখন খাওয়ার জন্য একদম উপযোগী।

20220128_123100.jpg

20220128_123106.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️

Sort:  
 2 years ago 

  • পাতাকপি ভাজি পছন্দ করে না এমন মানুষ আছে বলে আমার মনে হয় না। বিশেষ করে আমার খুবই অসাধারণ লাগে রুটি দিয়ে খেতে। সকালে রুটি দিয়ে পাতাকপি ভাজি খুব অসাধারণ লাগে আমার কাছে। আপনি খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা টাও আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মনেই হচ্ছে না এটা পাতাকপি ভাজি। যেমন সুন্দর রং হয়েছে তেমনি উপস্থাপনও করেছেন অত্যন্ত সুন্দরভাবে।নিরামিষ যাদের পছন্দ তাদের জন্য এই রেসিপিটি খুবই কাজের হবে বলে আমার মনে হয়। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপু আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 
  • পাতাকপি ভাজি মজাদার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। কারণ পাতাকপি ভাজি খেতে খুবই মজা লাগে। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করলেন এবং আপনার এই উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য

 2 years ago 

পাতাকপি ভাজির অসাধারণ একটি রেসিপি তৈরি করলেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপনার তৈরি করার রেসিপি টা। এমনিতেই আলু দিয়ে পাতাকপি ভাজি করলে সকালে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার তো অনেক পছন্দের খাবার। এমনই আপনি ও অসাধারণ রেসিপি তৈরি করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জি আপা একদম ঠিক বলেছেন
পাতাকপি ভাজি আর রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

পাতাকপি মজার রেসিপি তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আসলে আপু এগুলো খেতে দারুন লাগে গরম গরম। আমি সকালে খেয়ে থাকি এবং বেশ ভালই লাগে। আপনি প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রাই তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।শীতকালের সময় খুব জনপ্রিয় এই রেসিপিটা


IMG_20220106_113311.png

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

বাঁধাকপি ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে বাঁধাকপি ভাজি করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য প্রকাশ করে উৎসাহিত করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65359.95
ETH 3492.90
USDT 1.00
SBD 2.51