DIY- (এসো নিজে করি) রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ||৷ ১০% লাজুক-খ্যাক এর জন্য🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
    আজকে আমি কোন আর্ট, রেসিপি বা ফটোগ্রাফি পোস্ট করব না। আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি।
  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এ ওয়ালমেট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম, এতে আপনাদের বুঝতে সহজ হবে।

20220129_160329.jpg

20220129_153919.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি
  • আঠা

20220129_154730.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আকাশীরং এর কাগজটিকে ৮.৮ সে মি ও লাল রঙ্গিন কাগজটিকে ৬.৬ সে মি করে কেটে নিলাম।

20220127_204804.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর আকাশী কালার রঙিন কাগজ কে নিচের ছবির মত ভাঁজ করে কাছে দিয়ে কেটে ফুল তৈরি করলাম।

20220129_154202.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর লাল কালার রঙিন কাগজ কে নিচের ছবির মত ভাঁজ করে কাছে দিয়ে কেটে ফুল তৈরি করলাম।

20220129_154109.jpg

চতুর্থ ধাপঃ

  • এভাবে মোট ১২ টি করে ২৪ টি ফুল তৈরি করলাম। এবং আকাশী কালার কাগজটিকেট কেটে ছোট বৃত্ত তৈরি করলাম

20220128_161008.jpg

20220128_190956.jpg

পঞ্চম ধাপঃ

  • এখন একটি আকাশী রঙের ফুলের উপর আঠা লাগিয়ে একটি লাল ফুল জোড়া লাগিয়ে নিলাম। এবং মাঝখানে বৃত্তটি লাগিয়ে দিলাম।

20220129_154245.jpg

ষষ্ঠ ধাপ

  • এভাবে সবগুলো ফুল জোড়া লাগিয়ে নিলাম।

20220128_191815.jpg

সপ্তম ধাপ

  • এখন লাল রঙের কাগজ কেটে লম্বা কাঠি তৈরি করলাম।

20220128_192137.jpg

20220128_192145.jpg

অষ্টম ধাপ

  • এভাবে আবার আকাশী রঙের কাগজটিকেও কেটে লম্বা কাঠি তৈরি করলাম।

20220128_194516.jpg

নবম ধাপ

  • এখন ক্যালেন্ডার গোল করে কেটে নিলাম ও উপরে সাদা কাগজ মুড়িয়ে নিলাম।

20220128_190048.jpg

20220128_190837.jpg

দশম ধাপ

  • তারপর কাঠিগুলো আঠার সাহায্যে ক্যালেন্ডার এর উপরের নিচের ছবির মত করে লাগিয়ে নিলাম।

20220129_154340.jpg

সর্বশেষ ধাপ

  • সর্বশেষ আমি ফুলগুলোকে কাঠির চারপাশে আঠার সাহায্যে জোড়া লাগিয়ে দিলাম ।

20220129_154434.jpg

20220128_220142.jpg

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেটটি এখন সম্পুর্ন তৈরি।

20220129_153919.jpg

20220129_153943.jpg

20220129_153937.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এই পোস্ট টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টে দেখার জন্য পড়ার জন্য ❣️❣

Sort:  
 2 years ago 

আকাশী কালার আর লাল কালারের রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার কারণে জাস্ট অসাধারণ দেখাচ্ছে আপু। এত সুন্দর ভাবে তৈরি করলেন আমি তো দেখে পুরা অবাক 😲😲 এমনিতেই এরকম ওয়ালমেট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তেমনি আপনার তৈরি করা সুন্দর ওয়ালমেট আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন🤗

 2 years ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট টি সত্যিই অসাধারণ ছিলো। আর দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে কাজটি করেছে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যেন একজন কারুশিল্পের হাতের কাজ। আমাদের সাথে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

ধন্যবাদ 🤗🤗

 2 years ago 

ওয়াও অসাধারন একটি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন আপু। আমার কাছে তো বেশ আকর্ষণীয় লেগেছে। মনে হচ্ছে এই ওয়ালমেট দেওয়ালে লাগালে বেশী সুন্দর লাগবে। ফুল গুলো কি সুন্দর ভাবে তৈরি করলেন একেবারে আকর্ষণীয় লাগছে। ওয়ালমেট পুরো কালারফুল হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য

 2 years ago 

আকাশী এবং লাল এই দুটোর মিশ্রণে খুব সুন্দর তৈরি হয়েছে ওয়ালমেট টি। দেখতে বেশ ভালো লাগছে কম্বিনেশনটা 😊।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে। খুব সুন্দর এবং আকর্ষণীয় ভাবে ফুটে উঠেছে ফুলগুলো। রঙিন কাগজের কালার কম্বিনেশন ঠিক রেখেছেন যার কারণে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে খুবই‌ চমৎকার লাগছে। আপনি তো খুবই সুন্দরভাবে ওয়ালমেট তৈরি করতে পারেন আপু । বিশেষ করে ওয়ালমেট টিতে রঙিন কাগজ ব্যবহার করেছেন বলে দেখতে অনেক বেশী আকর্ষনীয় লাগছে। সেইসাথে ধাপে ধাপে আমাদের মাঝে খুব সহজেই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেটটি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর রং বেছে নিয়েছেন। এটা দেয়ালে লাগালে দারুণ লাগবে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আপনি কিন্তু রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপু আপনার তৈরি করা ফুলের ওয়ালমেট টি দেখতে অসাধারণ হয়েছে। এটি দেখতে বেশ দারুন দেখাচ্ছে। আসলে ফুলগুলো আর মাঝের ঘরগুলোর কারণে এটি বেশি আকর্ষণীয় হয়েছে। অনেক সুন্দর একটি ক্রাফটের কাজ শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

আপু মনি অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

আপু মনি অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 
  • রঙিন কাগজের ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44