কাগজ দিয়ে তৈরি ফুলের নকশা ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন সকলের জন্য সুস্থতা কামনা করছি।আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি ডাই প্রজেক্ট।
হাতের কাজগুলো আমার বেশ পছন্দ কিন্তু শুধু সময়ের অভাব ও আলসেমি করে করা হয়না। কিন্তু একবার বসলে কয়েকটা আর্ট, কাগজ দিয়ে ফুল ইত্যাদি বানিয়ে ফেলি। যদিও কিছু কিছু কাজ করতে বেশ সময় লাগে। আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি শেয়ার করবো তা হলো কাগজ দিয়ে একটি সুন্দর ফুলের নকশা তৈরি। এই কাজগুলো করতে কাটিং এর ক্ষেত্রে বিশেষ নজরদারি করতে হয়। সুন্দরভাবে ভাঁজগুলো দিয়ে তারপর পারফেক্ট ভাবে কাটিং গুলো করতে হয়। তা না হলে কাজটি সম্পূর্ণ বিগড়ে যায়।

আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক

ফুলের ডিজাইন এর ফাইনাল লুক

GridArt_20230625_213323347.jpg

GridArt_20230625_213305348.jpg

♦️প্রয়োজনীয় উপকরণ ♦️
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • কাঁচি

IMG-20230625-WA0137.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে A4 সাইজের একটি সাদা কাগজ নিলাম।

IMG-20230625-WA0135.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর লম্বালম্বি ভাবে কাগজে একটিকে ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20230625-WA0138.jpg

তৃতীয় ধাপঃ
  • এখন কাগজটির মাঝখান বরাবর আরেকটি ভাজি দিয়ে দিলাম।

IMG-20230625-WA0139.jpg

চতুর্থ ধাপঃ
  • তারপর পেন্সিল দিয়ে কাগজের মধ্যে একটি ডিজাইন একে নিলাম।

IMG-20230625-WA0136.jpg

পঞ্চম ধাপঃ

IMG-20230625-WA0141.jpg

সর্বশেষ ধাপঃ
  • তারপর পেন্সিলের দাগের উপর কাছে দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি কেটে নিলাম। এবং সম্পূর্ণ কাগজটির ভাঁজ খুলে নিলাম।

IMG-20230625-WA0134.jpg

IMG-20230625-WA0140.jpg

কাগজ দিয়ে ফুলের নকশা ডিজাইনটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20230625-WA0133.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 last year 

কাগজ দিয়ে অসাধারণ একটি নকশা প্রস্তুত করেছেন সত্যি দেখে একদম অবাক হয়ে গেলাম।
কাগজ করা এবং কাটিং পদ্ধতি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
এই দুটি ভালোমতো করতে পারলেই আসল সৌন্দর্য টা ফুটে ওঠে।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

খুব সুন্দর কাগজ দিয়ে একটি ফুলের নকশা তৈরি করেছেন আপনি। কাগজের ফুলের নকশাটি দেখতে খুব সুন্দর লাগছে। এ ধরনের নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলেও এগুলোর ভাঁজ এবং কাটতে খুব সতর্কতা ভাবে কাটতে হয়। তা না হলে নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ ভালো বলেছেন আপনি। এই কাজগুলো করতে সময় কম লাগলেও এগুলোর ভাঁজ এবং কাটতে খুব সতর্কতা ভাবে কাটতে হয়। তা না হলে নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা একটু বেশিই।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বাহ ,আপনি খুব সুন্দর করে দেন নকশা তৈরি করেছেন। আপনার নকশাটা দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের নকশা করতে আমারও খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যেই সময় বের করে এই ধরনের নকশা করে থাকি। আপনার নকশার প্রতিটা ধাপসুন্দরভাবে বর্ণনা করেছেন । এ ধরনের কাজ করতে সতর্কতা অবলম্বন করতে হয় তা না হলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যায়।

 last year 

জি ভাইয়া এগুলো তৈরি করতে বেশ ভালোই লাগে। আপনার অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই ।

 last year 

একদম আপু আমিও অলসতার কারণে কিছুই করতে পারি না। তবে যখন ইচ্ছা হয় তখন সব এক সাথে করতে থাকি।যাইহোক আপু কাগজের তৈরি নকশা টা অসম্ভব সুন্দর হয়েছে আপু।খুব সুন্দর করে নিখুঁত ভাবে করেছেন। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 last year 

অলসতার জন্য প্রথমে বসতে ইচ্ছে হয়না, যদিও পরবর্তীতে একসাথে অনেক কিছুই তৈরি করি। যাইহোক আপনার কাছে আমার এ কাজটি ভালো লাগলো। এতেই আমার স্বার্থকতা।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের নকশা করেছেন আপনি। আপনার ফুলের নকশা দেখে খুব ভালো লাগলো। আসলে কাগজ দিয়ে অনেক রকমের নকশা তৈরি করা যায়। এই কাজ গুলো করতে খুবই সতর্কতা অবলম্বন করতে হয় কারণ একটু ভুল হয়ে গেলে পুরো নকশা নষ্ট হয়ে যায় ‌‌। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌‌ ।

 last year (edited)

এই কাজ গুলো করতে খুবই সতর্কতা অবলম্বন করতে হয় কারণ একটু ভুল হয়ে গেলে পুরো নকশা নষ্ট হয়ে যায় ‌‌।

আসলেই ঠিক বলেছেন আপনি। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুলের নকশার ডিজাইন করেছেন। এটা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31