আলেকজেন্ডার মেঘনা বিচে কাটানো কিছু সময় ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা❣️❣️

GridArt_20220809_224624999.jpg

সকলের সুস্থতা কামনা করছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্নধর্মী একটি পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি। ঘোরাঘুরি করতে কান্না পছন্দ। আমি ভ্রমন করতে খুবই পছন্দ করি। আমি মনে করি ঘুরতে গেলে মন সতেজ থাকে অর্থাৎ মাইন্ড ফ্রেশ হয়। আর তাছাড়া ঘুরতে গেলে অনেক কিছু দেখা যায় ও জানা যায়। ‌ নতুন নতুন জিনিস ও নতুন ধরনের মানুষের সাথে পরিচিত হওয়া যায়। ঘুরতে যাওয়ার পর সারাদিন ফটোগ্রাফি করতেই ব্যস্ত হয়ে পড়ি। ‌ তবে নিজের ছবি না প্রকৃতির ছবি তুলতেই বেশি পছন্দ করি।

  • কয়েকদিন আগেই আমি আমার আম্মুর সাথে ও কাকার সাথে আলেকজেন্ডারের মেঘনা বিচে ঘুরতে গিয়েছিলাম। নোয়াখালী সোনাইমুড়ী থেকে বেশ দূরে। প্রায় তিন ঘন্টা সময় লেগেছিল। তবে পুরো যাত্রা সিএনজিতেই সম্পূর্ণ করেছি।

20220725_095214.jpgলোকেশন

  • সকাল আটটায় আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। তারপর আলেকজেন্ডার মেঘনা বিচে আমরা প্রায় এগারোটার মধ্যে পৌঁছাই।

20220725_170433.jpg

  • আমরা প্রথমে ঘাটে যাই। সেখানে বড় বড় অনেকগুলো নৌকা ছিল । যেগুলো নদী থেকে মাছ উত্তোলন করে ঘাটে এসে সারি বেঁধে দাঁড়িয়েছে।

GridArt_20220809_203031632.jpg

GridArt_20220809_203739103.jpg

20220725_171217.jpg

  • ঘাটের সাথেই ছিল অনেক বড় লম্বা একটি বাঁধ। সেখানেও কিছু লোকও ছিল । আকাশ ছিল একদম নীলচে এবং সূর্যটা আকাশের সাদা আভার ভিতর লুকিয়ে ছিল।

20220725_172652.jpg

20220725_174513.jpg

20220725_172533.jpg

  • তারপর আমরা বাঁধের উপর হাঁটছি আর হাঁটছি মনে হচ্ছে কোন শেষ নেই।

20220725_174629.jpg

20220725_174505.jpg

  • তারপর আমরা বসে আইসক্রিম খেলাম। আমি খাচ্ছি আর নদীর পানি থেকে তাকিয়ে আছি। কি অপরূপ সৌন্দর্য। তারপর আমরা পানি কিনে নিলাম,কারণ আমরা আরো কিছু পথ হাঁটবো।

20220725_171230.jpg

20220725_171409.jpg

  • আম্মু আর কাকু জায়গা নির্বাচন করতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের থেকে জানতে পারলাম দক্ষিনে ভোলা বরিশাল অবস্থিত।

20220725_171620.jpg

  • বিচের পাশে কিছু গ্রামাঞ্চল ছিল। তারপর আমরা সেখানে গেলাম। সেখানে দেখলাম একজন মহিলা তার মাথায় করে কাঠ নিয়ে যাচ্ছে।

20220725_105554.jpg

20220725_105439.jpg

20220725_105227.jpg

  • তারপর সেখান থেকেই নদীর দিকে একটি ছবি নিলাম। নদীর পাড় ভেঙে গাছ প্রায় বহুদূর চলে গেছে।

আরো বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেছিলাম আমরা। আরো কিছু ফটোগ্রাফি নিয়ে পরবর্তীতে উপস্থিত হবো। ইনশাআল্লাহ।

লোকেশন

ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung Galaxy A22

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ ছিল আলেকজান্ডার মেঘনা বিচে, জায়গাটি খুবই সুন্দর বেশ ভালো একটি সময় কাটিয়েছেন পরিবারের সাথে শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আলেকজান্ডার মেঘনা বীচের বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার তোলা ফটোগ্রাফি গুলো সব সময় আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর বর্ণনার সাথে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপু। ভালো থাকবেন সব সময়। এবং আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত পার করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই শুভ কামনা রইল।

 2 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফ দেখার মতো ছিলো। খুবই সুন্দর পরিবেশে ঘুরেছেন। আমার এমন জায়গাগুলো অনেক ভালো লাগে। মন ভালো হওয়ার মতো একটা জায়গা। ধন্যবাদ শেয়ারের জন্য।

 2 years ago 

উৎস মূলক মন্তব্যটি জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আলেকজান্ডার মেঘনা বিচ সত্যি খুব সুন্দর খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো সময় কাটিয়েছেন। মেঘনা বিচের প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর সময় টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সে সুন্দর মুহূর্তটা এখন খুব মিস করছি আপু যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আলেকজেন্ডার মেঘনা বিচে খুব সুন্দর সময় কাটিয়েছেন মা ও কাকার সঙ্গে। সেই সাথে আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আলেকজান্ডার মেঘনা বেঁচে আমার কখনো যাওয়া হয়নি তবে আপনার পোস্টগুলো দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আপনি যে ছবিগুলো এখানে তুলে ধরেছেন সত্যিই এগুলো অসাধারণ ছিল আপনার পরিবারের জন্য দোয়া রইল।যেন আপনারা সুন্দরভাবে আপনাদের সময় গুলো কাটাতে পারেন।

 2 years ago (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য আশা করি সব সময় ভাবে সাপোর্ট করবেন শুভকামনা রইল।

 2 years ago 

আপনি আপনার আম্মুর সাথে আলেকজান্ডার মেঘনা বিচে এ ভালো সময় কাটিয়েছেন দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আ।পু বিশেষ করে আসলে মেঘলা আকাশের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো এবং আপনার মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আম্মুর সাথে যেখানেই ঘুরতে যাই সেখানেই বেশি ভালো লাগে আমার। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। সেই সাথে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করেছেন আপু। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে আপনি খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন নদীর পারে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাইয়া অনেক সুন্দর একটা সময় অতিবাহিত করেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42