অসহায় বস্ত্রহীন দরিদ্র মানুষ।

in আমার বাংলা ব্লগ6 months ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

image.png

ছবিটি এখানে হতে নেওয়া হয়েছে

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম।

আমাদের চারিপাশে কত অসহায় মানুষ পড়ে আছে। শীতের পথে মানুষের কষ্ট কি আমরা একটু ভেবে দেখেছি? আচ্ছা কখনো কি ভেবে দেখেছি এই শীতের ঠান্ডা হাওয়া যখন বয়ে যায় কেমন অনুভব করি আমরা। সাথে সাথেই সোয়েটার জাম্পার পরিধান করে ফেলি । কিন্তু যাদের শীতের জামা কাপড় নেই তারা কি করছে? তাও আবার অনেকেই পথে-ঘাটে কেউ রেলওয়ে স্টেশনে শুয়ে আছে। শৈত্য প্রবাহের সময় তারা কিভাবে দিন কাটায় তা ভাবলে অনেক খারাপ লাগে। শীতের এই বড় রাতগুলো তারা কিভাবে পার করছে কিভাবে পার করছে তা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে আসে। আমরা শুধু ভাবি কিন্তু কতটুকুই তাদের সাহায্য করি।

এ অসহায় মানুষগুলোর জন্য আমরা কতটুকু করতে পারছি? কিন্তু সবাই মিলে যদি বা এলাকাবাসীরা নিজ নিজ এলাকায় এই বস্ত্রহীন অসহায় মানুষদেরকে সাহায্য করে তাহলে কিছুটা হলেও তাদের কষ্ট কম হয়। যদি সবাই একসাথে সাহায্য করে তাহলে আর এই মানুষদের কষ্ট আমাদের দেখতে হতো না। ‌ আর তাছাড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সওয়াবের কাজ। নেক কাজগুলোর মধ্যে অন্যতম এটি।

আমরা যে যা পারি , নিজেদের অতিরিক্ত শীতের কাপড় থাকলে অসহায় মানুষকে তা দিয়ে সাহায্য করতে পারি।আমাদের ঘরে অতিরিক্ত কাপড় পড়ে থাকার চেয়েও যারা শীতে কাঁপছে তাদেরকে দিয়ে পাশে থাকতে পারি । আমি নিজেও চেষ্টা করি। শীতার্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন সকালে। সমাজের যারা উচ্চবিত্ত অর্থাৎ ধনী মানুষেরা আছে তারা ৫ টাকা ১০ বা ১০০ টাকা না দিয়ে শীতার্ত মানুষকে প্রয়োজনীয় পোশাক দিয়ে সাহায্য করলে তারা একটু বেশি উপকৃত হয়। এই অসহায় ক্ষুধার্ত বস্ত্রহীন মানুষদের সাহায্য করলে যে মানসিক শান্তি পাওয়া যায় এর থেকে বড় শান্তি কোথাও পাওয়া যায় না।

image.png

ছবিটি এখানে হতে নেওয়া হয়েছে

🛑আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

আসলে আমাদের সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে। তাদের যদি আমরা নিজের সাধ্যমত চেষ্টা করি তাহলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ালে তারা এত কষ্ট পেতে হতো না। সমাজের সকল মানুষ যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে একসাথে কাজ করা যায় তাহলে এই অসহায় মানুষদের আর খুঁজে পাওয়া যেত না। নিজের শীতের কাপড় থেকে একটি কাপড় তাদেরকে দিলে আমার কোন ক্ষতি হবে না বরং এই অসহায় মানুষদের কাপড়ের ব্যবস্থা হবে। এরকম চিন্তা-ভাবনা আমাদের প্রত্যেকেরই মনে থাকলে এই অসহায় মানুষগুলোর দুঃখ আমরা ঘোচাতে পারতাম।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমরা অসহায় মানুষদের সাহায্য করে থাকি। এভাবে সবাই একটু একটু করে করলেও আশেপাশের অনেক অসহায় মানুষ এই শীতে কষ্টটা একটু কম পাবে। অসহায় এইসব মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।

 6 months ago 

ঠিক বলেছেন আপু একটু শীত বেশি পড়লে আমাদের কত ধরনের শীতের পোশাক আলমারি থেকে বের হয় কিন্তু আমরা একবারও এই অসহায় ব্যক্তি গুলোর কথা মনেই আনি না। আমরা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারি।আমার যতটুকু সামর্থ্য থাকে বা আমার পুরনো কাপড় এবং আমার ছেলের পুরনো কাপড় গুলো মানুষকে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বস্ত্রহীন মানুষেরা এই শীতে সামান্য বস্ত্রের জন্য কত কষ্টই না পাচ্ছে আর আমরা আমাদের জামা কাপড় আলমারিতে ভরে রাখি।

 6 months ago 

আসলেই আমরা নিজেদের নিয়ে ব্যস্ত ৷ আমরা কেউ দেখছি না আমাদের আশেপাশের বস্ত্রহীন মানুষদের ৷ যারা এই শীতে ঠান্ডায় কাতরাচ্ছে ৷ তবে আমাদের উচিত এসব মানুষের পাশে দাড়ানো ৷ আমরা চাইলে কিছু মানুষের শীতের কষ্ট কমাতে পারি ৷ মানুষ হিসেবে মানুষের পাশে দারানো দায়িত্ব আমাদের ৷ সবাই কে এগিয়ে আসতে হবে ৷ যাই হোক , সুন্দর একটি বিষয় শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে

 6 months ago 

যে আমার নিজেরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত অসহায় গরীব দুঃখীদের নিয়ে ভাবার সময় আমাদের নেই।

 6 months ago 

একদম ঠিক বলেছেন আপু একটু ঠান্ডা হলেই আমরা ঘরে দরজা জানালা আটকে লেপের মধ্যে চলে যাই। কিন্তু যারা খোলা আকাশের নিচে থাকে তাদের কিভাবে রাত কাটে তা মানুষ খুব কমই ভাবে। যদি উচ্চবিত্ত শ্রেণীর মানুষগুলো তাদের কথা ভাবতে তাহলে এদের আর এরকম শীতের রাতে কষ্ট করতে হতো না। আমাদের সকলেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে এদেরকে সাহায্য করা।

 6 months ago 

একদম ঠিক আপু যদি উচ্চবিত্ত শ্রেণীর মানুষগুলো গরিব অসহায় মানুষদের প্রতি একটু সদয় হতো তাহলে তাদের আর এত কষ্ট হতো না।

 6 months ago 

এই শীতের সময় শীতের কাপড়ের অভাবে অনেক মানুষই কষ্টে থাকে। এই ব্যাপারটা আমাকেও দুঃখী করে। তাই আমি প্রতি বছরই আমার কিছু পুরনো কাপড় দিয়ে এইসব অসহায় মানুষদের সাহায্য করে থাকি। এভাবে সবাই একটু একটু করে করলেও আশেপাশের অনেক অসহায় মানুষ এই শীতে কষ্টটা একটু কম পাবে। অসহায় এইসব মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।

 6 months ago 

শীতার্ত মানুষদেরকে যথাসম্ভব শীতের বস্ত্র উপহার দেওয়া আমাদের দায়িত্ব। আপনি সামান্য হলেও চেষ্টা করেন শুনে বেশ ভালো লাগলো।

 6 months ago 

একেবারে সময়োপযোগী একটি পোস্ট শেয়ার করেছেন আপু। যারা রাস্তা ঘাটে, রেল স্টেশন বা বিভিন্ন খোলামেলা জায়গায় বসবাস করে, তারা বুঝে শীতের তীব্রতা কতোটা ভয়াবহ। আমরা তো কম্বল নিয়ে আরামে ঘুমাই,শীতের বস্ত্র পরিধান করতে পারি,কিন্তু তারা এসব কিছু থেকে একেবারে বঞ্চিত। তাই আমাদের উচিত সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। শীতার্ত মানুষদেরকে যথাসম্ভব শীতের বস্ত্র উপহার দেওয়া। তাহলে শুধু তারা না,বরং আল্লাহ তায়ালা আমাদের উপর অনেক খুশি হবেন। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আমরা তো অন্তত ঘরের ভেতরে দরজা জানালা লাগিয়ে দি,এতে ঠান্ডা একটু কম ভেতরে ঢুকে। যারা খোলা আকাশের নিচে ঘুমায় তারা? তাও আবার আমরা তো কম্বলের নিচে ঢুকে ঘুমাই। অথচ তাদের পরিধান করার মত কিছুই নেই। আর্ট করতে সহজ হওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58635.35
ETH 3152.96
USDT 1.00
SBD 2.44