DIY - এসো নিজে করি : চাঁদনী রাত ও সূর্যাস্তের দৃশ্য || ১০% পে-আউট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো
    আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি।আপনারা সকলেই জানেন আমি আর্ট করতে খুবই ভালোবাসি।তাই আমি আমার অবসর সময়ে আর্ট করি । আজকে আমি আপনাদের মাঝে আমার আরো একটি নতুন আর্ট শেয়া করবো।

  • এই আর্টটি হল সূর্যাস্ত এবং চাঁদনী রাতের আলোর আর্ট। আর্ট এর মধ্যে একপাশে আছে চাঁদনী রাতে সমুদ্রের তীর এবং অন্যপাশে আছে সমুদ্র এর কাছে সূর্যাস্তের ও পাখীরা তাদের নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য।

  • আশা করি আপনারা সবাই আমার দৃশ্যটি পছন্দ করবেন।

IMG_20210930_150312.jpg

আর্টি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ সমূহ গুলো হল

  • পেন্সিল
  • কালো মার্কার
  • হলুদ রং
  • হালকা কমলা রং
  • নীল রং
  • গাঢ় নীল রং
  • লাল রং
  • সাদা রং

IMG_20210930_150439.jpg

স্টেপ নং ১

প্রথমে আমি একটি বড় আকারের বৃত্ত একে নিলাম।
IMG_20210929_151503.jpg

স্টেপ নং ২

তারপরে গোলাকার বৃত্তের ভিতর আমি একটি বড় দাগ ঢেউ করে টেনে নিলাম।
IMG_20210929_152703.jpg

স্টেপ নং -৩

তার পর একপাশে আমি একটি সূর্যকে নিলাম।
IMG_20210929_153312.jpg

স্টেপ নং- ৪

এখন আমি সূর্যের উপরের অংশ কমলা রং দিয়ে গাঢ় করে নিলাম।

IMG_20210929_153841.jpg

স্টেপ নং -৫

এখন আমি সূর্যের একটু উপরে হলুদ এবং নিচে অংশ লাল রং দিয়ে গাঢ় করে নিলাম।
IMG_20210929_154311.jpg

স্টেপ নং- ৬

এখন আমি সূর্যের নিচের অংশ কমলা রং দিয়ে গাঢ় করে নিলাম।
IMG_20210929_155517.jpg

স্টেপ নং -৭

এখন আমি রাতের অংশের উপরে হালকা নীল রং দিয়ে রং করে নিলাম
IMG_20210929_160139.jpg

স্টেপ নং -৮

তারপর গাঢ় নীল রং দিয়ে রং করে নিলাম ।

IMG_20210929_160354.jpg

স্টেপ নং -৯

এরপর আরেকটু গাঢ় করে রং করলাম।
IMG_20210929_160631.jpg

স্টেপ নং -১০

এখন আমি চাঁদটি একে নিলাম।

IMG_20210929_160824.jpg

স্টেপ নং -১১

তারপর চাঁদের আশেপাশের বাকি অংশগুলো রং দ করে নিলাম
IMG_20210930_145010.jpg

স্টেপ নং -১২

এখন আমি সূর্যাস্তের পাশে একটি নৌকা ও দুটো গাছ একেঁ নিলাম।
IMG_20210930_145112.jpg

সর্বশেষ স্টেপ

পরিশেষে আমি সাদা কালি দিয়ে কয়েকটি পাখি এবং কালো কালি দিয়ে কিছু ঘাস একেঁ নিলাম।

IMG_20210930_150312.jpg

IMG_20210930_150350.jpg

আমার চিত্র অঙ্কের সাথে আমার সেলপি

IMG_20210930_150513.jpg

  • আশাকরি আপনার সবাই আমার দৃশ্যটি পছন্দ করেছেন,,
    কোনরকমের ভুল হয়ে থাকলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দখবেন।

আমার সম্পর্কে তথ্য

  • আমার নাম জান্নাতুল নাইমু,আমি বাংলাদেশের নোয়াখালী জেলায় বসবাস করি। আমি এখনো পড়ালেখা করি।আমি আর্ট করতে,রান্না করতে,ফটোগ্রাফাি করতে ও বই পড়তে ভালোবাসি।

Cc:
@rme
@amarbanglablog

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর আর্ট করেছেন ভাই। এক কথায় অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ভাই?🤣🤣 যাইহোক ধন্যবাদ আপনাকে ভাইয়া।😊

অসাধারণ আর্ট করেছেন আপু।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।আপনার আর্ট দক্ষতা খুব ভালো।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

অসাধারণ আর্ট আপু,খুবই সুন্দর ভাবে ধৈর্য সহকারে আর্ট করেছেন, আপনার আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে,শুভকামনা রইলো আপনার জন্য 🥰

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

অসাধারণ একটি আর্ট করেছেন আপু। খুবই সুন্দর হয়েছে আপনার আর্টি কালারগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভকামনা

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু😊

 3 years ago 

খুব সুন্দর হয়েছে। আমি চিন্তা করতেছি আপনাকে ফলো করে আর্ট করব। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😊

অনেক সুন্দর আর্ট করছেন আপু। আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো। ধাপে ধাপে দেখিয়ে খুব সহজেই উপস্থাপন করে বুঝিয়েছেন। শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

একদিকে সূর্যের তেজস্বী ভাব অন্যদিকে চাদের মায়াবি দৃষ্টি অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনি একটি সুন্দর চিত্রকলা এবং চিত্রকলায় আপনার অসাধারণ প্রতিভা দেখিয়েছেন, আমিও একটি চিত্রকলার প্রতিভা রাখতে চাই কিন্তু আমার কাছে তা নেই, আপনার জন্য শুভকামনা এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

ভাইয়া চেষ্টা করে দেখেন সুন্দর হবে আপনার টাও,,,আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59171.28
ETH 2598.57
USDT 1.00
SBD 2.42