মানুষ।

in আমার বাংলা ব্লগlast year (edited)
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

image.png

ছবিটি এখান হতে নেওয়া হয়েছে
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে আমাদের জীবনের সবাইকে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয়। সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব।

আমরা মানুষ,পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরাই ভালো আমরাই খারাপ। আসলে মাঝে মাঝে মানুষের আচার-আচরণ নিয়ে ভাবতে গেলে কোন কূল কিনারা পাইনা। কিছু মানুষকে লক্ষ্য করলাম তারা একদম কোমল, নরম মনের মানুষ, উদার মনের মানুষ, কারো জন্য নিজের সবকিছু ত্যাগ করতে পারে, অসহায় মানুষের কষ্ট দেখলে নিজে কান্না করে দেয়। সেই আমরা মানুষেরাই নিমন্ত্রণে লোকেদের কে অবহেলা করি, নির্যাতন করি। মানুষ মানুষকে হত্যা করি। অন্য কারো বিপদ নিজের চোখের সামনে দেখেও এগিয়ে যাই না। বা নিজেরাই ইচ্ছা করে একে অন্যকে বিপদে ফেলি। একজনের কথা আরেকজনের কাছে পৌঁছাই। গীবত করি। হানাহানি, কাটাকাটি, মারামারি, অন্যায় অত্যাচার নির্যাতন সবকিছু এই আমরা মানুষরাই করি।

অথচ সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছেন। কাহারো আচরণ এত নিকৃষ্ট তা কল্পনাও করা যায় না। ভাই ভাইকে কিভাবে খুন করে? স্বামী স্ত্রীকে- স্ত্রী স্বামীকে কিভাবে পৃথিবী ত্যাগ করতে বাধ্য করে। তা যাইহোক কিভাবে সন্তান তার পিতা মাতাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর এখন তো মা-বাবাও সন্তানদেরকে ফেলে রেখে চলে যায় এমনকি নিজের স্বার্থের জন্য হত্যা করতেও দ্বিধাবোধ করে না। আসলে পৃথিবীর কত নিকৃষ্ট স্থানে আমরা পৌঁছে গেছি তা বলা মুশকিল। কিছু ক্ষেত্রে ভাবতে গেলে পৃথিবীর মধ্যে মায়া মহাব্বাত আদর ভালবাসা সবকিছুই ত্যাগ হচ্ছে।

আবার অন্য দিক থেকে ভাবতে যাই। কেউ নতুন জীবন শুরু করছে যেমন দাম্পত্য জীবন। কেউ পৃথিবীর নতুন মুখ দেখছে,যাকে পেয়ে পরিবারের সবাই আনন্দিত ।নতুন করে বাঁচার লড়াই শুরু করছে, আসলে সব কিছু করছি আমরা মানুষেরা।কারো আবেগ নেই কারো বিবেক নেই। সকল খারাপ এবং ভালো কাজকর্ম আমরা মানুষেরাই করি। যারা নিকৃষ্ট মানুষ তারা কখনোই পরকালের কথা ভাবেনা। তা না হলে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করত না। আমাদের কাছ থেকেই শিশুরা শিখছে । পরবর্তী প্রজন্ম আরো কত খারাপের দিকে ধাবিত হচ্ছে তা বুঝার বাকি নেই।

🛑আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 last year 

বর্তমানে যা চলছে আমাদের সমাজে, এতে করে বলাই যায় পরবর্তী প্রজন্মে আরো অনেক খারাপ কিছু ঘটবে। বেশিরভাগ মানুষ দিনদিন বিবেকহীন হয়ে যাচ্ছে এবং মায়া দয়া তো একেবারে উঠে গিয়েছে। সবাই শুধু নিজের চিন্তা করে,এককথায় সবাই স্বার্থপর হয়ে গিয়েছে। তবে এর মধ্যে কিছু সংখ্যক ভালো মানুষ রয়েছে, যারা পরকালের চিন্তা করে। তাইতো পৃথিবীটা এখনো ধ্বংস হয়ে যায়নি। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই হাজারো মানুষের মধ্যে কিছু সংখ্যক ভালো মানুষ রয়েছে আবার কিছু সংখ্যক খারাপ মানুষ রয়েছে। এই ভালো খারাপ নিয়েই আমাদের সমাজ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলে এই বিষয়ে কথা বলতে গেলে শেষ হবে না কেননা এই মানুষ মানুষকে ভালোবাসছে আবার এই মানুষই মানুষকে খুন করছে। একজন দেখুন জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করছে আবার একজন আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিচ্ছে।

Posted using SteemPro Mobile

 last year 

যথার্থ বলেছপন, এই বিষয় নিয়ে বলতে গেলে কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না কথা বলতে গেলে ধন্যবাদ ভাইয়া এই সুন্দর মতামতের জন্য।

 last year 

পৃথিবীতে ১৮ হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানা তায়ালা। ১৮ হাজার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ জাতি। যার মধ্যে বুদ্ধি বিবেক জ্ঞান সবকিছু দিয়েছেন। যে মানুষকে সেরা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন সেই মানুষ এখন সবটুকু নিকৃষ্ট একে অপরের কাছে। বর্তমানে প্রজন্ম বদলাতে হবে তাহলে নতুন প্রজন্মের আমাদের কাছে কিছু শিখবে।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার মন্তব্যটি যথার্থ হয়েছ। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আরো উৎসাহিত করার জন্য।

 last year 

আপু আমার কিন্তু মনে হয় সৃষ্টির সেরা হয়েও আমরাই সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। কারন আমাদের মত এত হানাহানি আর মারামারি আর কোন জাতির মধ্যে নেই। হিংসা বিদ্ধেষ আর পরশ্রীকাতরতায় ভরে গেছে সমাজ। কোথাও শান্তি নেই। সবাই যেন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে আমাদের কে যেতে হচেছ। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করলে এরাই সব থেকে জঘন্য কাজ করে। সৃষ্টির অন্যান্য প্রাণী গুলো মনে হয় এত বেশি হিংস্র না মানুষের মত। মানুষের নিজের স্বার্থে কম পরলেই শুরু হয়ে যায় হানাহানি। যাই হোক আপু ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 last year 

ঠিক বলেছেন আমরা মানুষেরা নিজের স্বার্থের জন্যই কাজ করে যাচ্ছি।

 last year 

আপু চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন।পড়ে ভীষণ ভালো লাগলো।আসলে আমরা সৃষ্টির সেরা হয়েই বেশী নিকৃষ্ট কাজগুলো আমরা মানুষরাই করি।আমাদের ভালো -মন্দ বিবেচনা করার শক্তি হারিয়ে গেছে।আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যে একদিন মৃত্যু হবে।সব হিসাব-নিকাশ যে চুকাতে হবে আমরা মানুষ এগুলো ও ভুলে বসে থাকি।মানুষ আজ শুধু স্বার্থপরই নয়,বেইমান ও বটে।সুন্দর ভাবে লেখাগুলো উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ভালো-মন্দ বিবেচনা না করেই জ্ঞানবোধ হারিয়ে আমরা পরিবারের সদস্যদের কেউ মৃত্যুর মুখে ঠেলে দি। স্বামী স্ত্রীকে খুন করছে স্ত্রী স্বামীকে খুন করছে। সম্পত্তির লোভে ভাই ভাইকে হত্যা করছে।

 last year 

আপনি আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি কথা বলতে আপনি একদম ঠিক বলেছেন মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব হলেও এই মানুষরাই সবচেয়ে নিকৃষ্ট কাজ করে। মানুষ মানুষকে ভালোবাসছে আবার মানুষ মানুষকে হত্যা করছে। সত্যি বলতে আপনার লেখাগুলো পড়ে খুবই খারাপ লাগছে এটা ভেবে যে আমরাও সে মানুষের ভিতর পরি। সব মানুষ শুধু নিজের স্বার্থটাই বোঝে স্বার্থের পিছনে ঘুরছে সবাই এজন্যই এসব কান্ড হচ্ছে। সত্যি আপনার লেখাটা পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মূল্যবান কথাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমরা সৃষ্টির সেরা জীব আমরা এই সর্ব নিকৃষ্ট কাজ করে থাকি। কেউই পরার্থের জন্য কাজ করেনা।
সবাই শুধু নিজ স্বার্থের পিছনে ছুটছে। আমরা মানুষরাই ভালো কাজ করছি আবার আমরা মানুষরাই খারাপ কাজ করছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90648.89
ETH 3205.71
USDT 1.00
SBD 2.81