DIY- (এসো নিজে করি) একটি ঘড়ির মান্ডালা আর্ট\\১০% 🦊 এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা ❣️❣️

  • কেমন আছেন সবাই?
    আশা করি সবাই ভাল আছেন
    সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি মান্ডালা আর্ট। আমি আর্ট করতে খুবই ভালোবাসি। আমার প্রিয় শখের মধ্যে অন্যতম একটি হলো আর্ট। তাই আমি সময় পেলেই আর্ট করতে বসে যাই।
  • আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো একটি ঘড়ির মান্ডালা আর্ট
  • আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

20220131_123622.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো মার্কার
  • কালো কলম

20220202_120319.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে কয়েকটি বৃত্ত এঁকে নিলাম।

20220129_183441.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর পেন্সিলের দাগের উপর কালো কলম দিয়ে আরো কালো করে নিলাম।

20220129_184427.jpg

20220129_185649.jpg

তৃতীয় ধাপঃ

  • এখন ঘড়িটির একদম উপরে দু'পাশে দুটি বেল এঁকে নিলাম।এবং মাঝখানে ডিজাইন করলাম কিছুটা ।

20220129_192332.jpg

চতুর্থ ধাপঃ

  • তারপর বেল দুটির মধ্যে ডিজাইন করে নিলাম।

20220129_195448.jpg

20220129_194300.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর ঘড়ির চারপাশে কিছুটা ডিজাইন করলাম।

20220130_184217.jpg

20220130_191754.jpg

ষষ্ঠ ধাপ

  • এখন রোমান হরফে ভিতরের ১ থেকে ১২ পর্যন্ত লিখে নিলাম।

20220130_193417.jpg

20220130_193921.jpg

সপ্তম ধাপ

  • তারপর হরফ গুলো চারপাশে আমি কাল কলম দিয়ে বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে ডিজাইন করে নিলাম।

20220130_194513.jpg

20220130_200008.jpg

অষ্টম ধাপ

  • তারপর ঘড়িটির ভেতরের অংশে কিছুটা ডিজাইন করলাম।

20220131_121713.jpg

20220131_121913.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর ঘড়িটির নিচে দুটি স্ট্যান্ড দিয়ে দিলাম ও ভিতরের ডিজাইন করে নিলাম। তারপর আমার সিগনেচার দিয়ে দিলাম।

20220131_123550.jpg

20220202_114255.jpg

20220202_114246.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️❣️❣️

Sort:  
 2 years ago 

আপু আপনি একটি ঘড়ির চমৎকার মান্ডালা আর্ট করছেন দেখতে অসাধারণ হয়েছে আপনি নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঘড়িতে তে বারোটা বেজে পনের মিনিট। সুন্দর টাইম দিচ্ছে। মান্ডালা চিত্রটি দারুন হয়েছে। এই ধরনের ঘড়িগুলো পূর্বে দেখা যেত। এখন পাওয়া যাবে কিনা জানিনা। ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

সত্যিই অসাধারণ ড্রইং করেছেন আপনি। খুব সুন্দর লাগছে দেখতে। খুব নিখুঁতভাবে সম্পূর্ণ ড্রইং টি করেছেন। ঘড়ির ভিতরের ডিজাইন গুলো খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঘড়ির ম্যান্ডেলাটি দেখতে অনেক সুন্দর লাগতেছে । অনেক সুন্দর ভাবে আপনি ম্যান্ডেলাটি সম্পূর্ণ করেছেন। তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সত্যিই অসাধারণ। আমি তো প্রথমে দেখে মনে করেছিলাম সত্যি কারের একটা ঘড়ি কিন্তু টান দিয়ে যখন নিচে দেখলাম পুরো অবাক হয়ে গেয়েছি। সত্যি অনেক সুন্দর ভাবে মান্ডালা আর্টটি তৈরি করেছেন এবং প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে অসংখ্য। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 
  • প্রথমত আপু ঘড়ির ডিজাইন টা দারুণ ছিল। এমন ডিজাইনের ঘড়ি পেলে কিনে নিতাম। এবং মান্ডালা আর্ট টাও বেশ ভালো হয়েছে। খুব দক্ষতার সাথে কাজটা করেছেন। এবং সেই সাথে দারুণ সুন্দরভাবে পোস্ট টা শেয়ার করেছেন।
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

চিত্রাঙ্কনে আপনার বেশ দক্ষতা রয়েছে আপু। দেয়াল ঘড়ির ম্যান্ডেলা চিত্রটি আপনি খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছেন আপু।ঘড়িটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। চিত্র অঙ্কনের পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর লাগছে আপনার ঘড়ির মান্ডালা আর্টি। সত্যি খুব নিখুঁতভাবে আপনি আর্টি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

এই ধরণের আর্টগুলো আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন। ঘড়ির মান্ডালা আর্টটি খুব সুন্দর করে ফুটে তুলেছেন।শুভ কামনা রইল আপনার জন্য ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মিষ্টি একটি আর্ট হয়েছে দিদি। ছবিটি দেখার পর আমার এখন ইচ্ছে করছে এরকম একটি ঘড়ি যদি সত্যি সত্যি পেতাম 🥰। টেবিলে সাজিয়ে রাখলে এত সুন্দর লাগতো 😊👌। মুগ্ধ হয়ে গেছি পুরো। ছোট ছোট এবং সূক্ষ্ম কাজ এত নিখুত ভাবে করেছেন। সাধারণ এক কথায়।

 2 years ago 

ধন্যবাদ আপু মনি🥰🥰

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.12
JST 0.029
BTC 66303.73
ETH 3592.29
USDT 1.00
SBD 2.61