মজাদার ডিমের রোল রেসিপি \\ ১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো মজাদার ডিম রোল রেসিপি। এটি খাওয়ার মজাই আলাদা। আমার এটি খুবই প্রিয় একটি রেসিপি।
  • আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

20220225_090112.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • ডিম
  • আটা
  • পেঁয়াজ কুচি
  • কাঁচামরিচ কুচি
  • ধনিয়াপাতা
  • ম্যাজিক মসলা
  • গুড়া মরিচ
  • লবণ ও সয়াবিন তেল

20220225_063745.jpg

20220225_063748.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি একটি বাটির মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচ, ধনিয়া পাতা, লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।

20220225_064117.jpg

20220225_064237.jpg

দ্বিতীয় ধাপঃ ধাপ

  • এখন ম্যাজিক মসলা ও দুইটি ডিম ভেঙে দিলাম। ও ভালো মিক্সিং করে নিলাম।

20220225_064334.jpg

20220225_064555.jpg

তৃতীয় ধাপ

  • এখন আটার সাথে নরমাল পরিমান মত পানি দিয়ে দিলাম ও একটি ডো তৈরি করলাম।

20220225_065353.jpg

20220225_065842.jpg

চতুর্থ ধাপ

  • এখন আমি একটি রুটি বেলে নিলাম।

20220225_075440.jpg

20220225_080252.jpg

পঞ্চম ধাপ

  • এখন মিক্সিং করা কিছু ডিম রুটির মাঝখানে দিয়ে দিলাম

20220225_082449.jpg

20220225_082456.jpg

ষষ্ঠ ধাপ

  • এখন চারপাশ থেকে ঘুরিয়ে রোল তৈরি করলাম। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিলাম।

20220225_082513.jpg

সপ্তম ধাপ

  • এখন চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম পাতিল গরম হয়ে আসলেন পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিলাম।

20220225_071708.jpg

20220225_080440.jpg

অষ্টম ধাপ

  • এখন তেলের মধ্যে রোল গুলো দিয়ে দিলাম।

20220225_082549.jpg

সর্বশেষ ধাপ

  • সর্বশেষ রোলগুলো ভাজা হয়ে আসলে তা তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম।

20220225_083739.jpg

রোলগুলো এখন খাওয়ার জন্য একদম উপযোগী।

20220225_090026.jpg

20220225_090032.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️

Sort:  
 2 years ago 

আপনি ডিম দিয়ে রোল তৈরির রেসিপি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটি দেখে যে কেউ সহজে ডিম রোল তৈরি করতে পারবে। এছাড়া ডিম রোল সুস্বাদু একটি খাবার। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ডিমের রোল তৈরি রেসিপি দেখে আমি অতি আনন্দিত যে আমি আমার প্রিয় একটি নাস্তার খাবার এখন থেকে ঘরে বসে তৈরি করে নিতে পারো। আপনি সত্যি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা আপনার জন্য আপু

 2 years ago 

ডিমের রোল বেশ লোভনীয় স্বাদের হয়েছে 😋
খেতে বেশ ভালো এই জিনিসটা। আমার সুযোগ মতো তৈরি করি এটি। অনেক সুন্দর উপস্থাপনা ছিল ♥️
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 2 years ago 

খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। সকাল বিকালের নাস্তায় কিন্তু এটা জমে যাবে। আর এটা খেতে খুবই সুস্বাদু হবে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এটা তৈরি করাও যেহেতু খুবই সহজ তাই এটা সকালে কিংবা বিকালের নাস্তায় তৈরি করাই যায়। অনেক ধন্যবাদ আপনাকে এই ইউনিক ও মজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। অল্প সময়ে ঝটপট নাস্তা হয়ে যাবে। সন্ধ্যা বেলার খাবার হিসেবে অস্থির হবে। খুব সুস্বাদু হয়েছে মনে হয়। শুভেচ্ছা রইলো। আর একটূ কষ্ট করে টাইটেল টা ঠিক করে নিবেন। টাইপিং মিস্টেক হয়েছে ডিম এর বদলে ডিল হয়ে গেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার তৈরি করা মজাদার ডিম রোল দেখে অনেক খেতে ইচ্ছে করছিল। অনেক সুন্দর ও সুস্বাদু হয়েছে রোলটি। এত তাড়াতাড়ি কি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।।

 2 years ago (edited)

সন্ধ্যেবেলা করে মজাদার ডিম রোল রেসিপি দেখে জিভে পানি চলে আসলো। দারুন লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। গরম তেলে ভাজা ডিমের রোল গুলো দেখে লোভ লেগে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি নাস্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা ডিম রোল রেসিপি দেখেই তো আমার খুব লোভ হচ্ছে 😋 ডিম রোল আমার তো খেতে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করার রেসিপি দেখে মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে। খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি তৈরি করলেন। পুরো রেসিপিটি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

আহ্ রেসিপি 😋😋। ডিমের রোল রেসিপিটি সত‍্যি অনেক মজাদার লাগে খেতে। আমি বাহিরে গেলে প্রায় সময়ই খেয়ে থাকি এই রোল। গরম গরম খেতে অনেক টেষ্টি লাগে। ধন্যবাদ লোভনীয় রেসিপি শেয়ার করার জন‍্য।

 2 years ago 

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। রেসিপিটি দেখে মনে হচ্ছে রেসিপিটি অনেকটা মোগলাই পরোটার রেসিপি মত। শুধুমাত্র শেষের দিকে আপনি এগুলোকে রোল বানিয়ে নিয়েছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। দারুন ভাবে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74