DIY - এসো নিজে করিঃ একটি ইদুর ও প্রজাপতির খেলার দৃশ্য 🐁🦋||১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা❣️❣️

আমি @naimuu,আমার আজকের পোস্টটি হলো আমার করা একটি আর্ট।

  • আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলে সৃষ্টিকর্তার রহমতে ভালোই আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

  • আপনারা সকলেই জানেন আমি আর্ট করতে খুবই ভালোবাসি। এটি আমার একটি প্রিয় শখ। আমি আজকে আমার করা একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করব।এই আর্টটি হলো একটি ইদুর সাথে একটি প্রজাপতির 🦋 খেলার দৃশ্য।

  • আমি চিত্র অঙ্কের পদ্ধতি নিচে ধাপে ধাপে বর্ণনা দিয়েছি,আশাকরি আপনার সকলেই আমার আর্টটি খুব সহজেই বুজবেন।চালুন শুরু করা যাক

)
IMG_20211019_155525.jpg

আর্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

IMG_20211019_155016.jpg

★ধাপঃ১

প্রথমে ইদুর এর মাথার কিছুটা আকঁলাম।
IMG_20211018_214346.jpg

★ধাপঃ২

এরপর ইদুরের মাথা,কান,নাক ও চোখ এঁকে নিলাম।
IMG_20211019_084954.jpg

★ধাপঃ৩

তারপর ইদুরের দুইটি হাত,পেট ও পিঠ এঁকে নিলাম।
IMG_20211019_085052.jpg

★ধাপঃ৪

এখন ইদুর দুইটি পা একে নিলাম।
IMG_20211019_085234.jpg

★ধাপঃ৫

এখন ইদুর সামনে একটি প্রজাপতি এঁকে নিলাম।
IMG_20211019_085655.jpg

★ধাপঃ৬

এখন ইদুর লেজ একেঁ নিলাম।
IMG_20211019_085736.jpg

★ধাপঃ৭

এখন প্রজাপতির শরীর এর ভিতর এ কিছুটা কালো করে নিলাম।
IMG_20211019_085750.jpg

★ধাপঃ৮

এখন ইদুর লেজটি পুরো কালো করে নিলাম।
IMG_20211018_222822.jpg

★ধাপঃ৯

এখন প্রজাপতির পাখাগুলোর ভিতরে কিছুটা কারুকাজ করে নিলাম।
IMG_20211018_224423.jpg

সর্বশেষ ধাপঃ

পরিশেষে আমি প্রজাপতির ও ইদুরের সামনে কিছুটা ঘাস এঁকে নিলাম।
IMG_20211018_224707.jpg

এভাবে আমি আমার আর্ট টি সম্পুর্ন করলাম।

IMG_20211019_155646.jpg

আমার আর্টটির সাথে আমার সেলপি

IMG_20211019_154538.jpg

★আশাকরি আপনাদের সকলের আমার এই আর্ট টি পছন্দ করেছেন। কেমন লেগেছে তা অবশ্য মন্তব্য করে জানাবেন। পরবর্তীতে আরো কিছু নতুন নতুন আর্ট নিয়ে উপস্থিত হবো।

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

আমিও আর্ট করতে ভালবাসি আপনার আর্টগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছেও আপনার পোস্ট গুলো ভালো লাগে,,বিশেষ করে লাজুক-খ্যাক এর অঙ্কনটি আমার অনেক ভালো লেগেছিলো😊

ধন্যবাদ আপু😊

ওয়াও!!!একটি বিড়াল ও প্রজাপতির খেলার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে। অসাধারণ প্রতিভা আপনার দেখছি। আপনার সৃজনশীলতাকে সাধুবাদ জানাই। শুভকামনা রইল আপু আপনার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার চিত্রাঙ্কন টি অনেক বেশি কিউট হয়েছে। আপনার এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু 😊

 3 years ago 

একটি ইদুর ও প্রজাপতির খেলার দৃশ্য আপনি অত্যন্ত সুন্দরভাবে অঙ্কন করেছেন এবং অংকন এর প্রয়োজনীয় উপকরণ গুলো খুব ভালোভাবে তুলে ধরেছেন এবং এত সুন্দর ভাবে পরিবেশন করেছেন যা সহজেই যে কেউ আঁকাতে পারবে এবং অঙ্কনের হাত অনেক ভালো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

কি বলবো আপু অসাধারণ একটি চিত্র অংকন করছেন। প্রতিটা ধাপ এতো সুন্দর ভাবে উপস্থাপনা করছেন যেটা বুঝতে খুব সহজ হবে। এতো ভালো একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বিড়াল ও প্রজাপতির ছবি সুন্দরভাবে আঁকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আমি সামনাসামনি ইঁদুর অনেক বেশি ভয় পাই তবে আপনার আঁকাটা দেখেই জাস্ট আদর করে দিতে ইচ্ছে হচ্ছে। অনেক ভালো হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু 😊

 3 years ago 

একটি ইদুর ও প্রজাপতির খেলার দৃশ্য 🐁জাস্ট ওয়াও!! অসাধারণ হয়েছে আর্টটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।অসংখ্য শুভকামনা ও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে♥

 3 years ago 

ধন্যবাদ আপু 😊

 3 years ago 

ইঁদুর টা এত্ত কিউট
সত্যি আমার খুব ভালো লেগেছে দেখে 😍😍

অনেক সুন্দর আর্ট করেছেন 👌

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

❤️🙏🙏🙏🙏

 3 years ago 

আপু আপনার অংকনটি খুবই সুন্দর হয়েছে ।ইঁদুর ও প্রজাপতি কি সুন্দর খেলা করছে ,দেখতে অসম্ভব ভাল লাগছে।ধাপ গুলি খুবই সুন্দর করে তুলে ধরেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যটি প্রকাশ করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু😊

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 60147.86
ETH 2985.82
USDT 1.00
SBD 3.83