শিশুদের সাথে আমাদের আচরণ।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

GridArt_20230624_214209279.jpgphotogy by me

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে শেয়ার করব। বিষয়টি হলোঃ শিশুদের সাথে আমাদের আচরণ।

আমি মনে করি যে সকল শিশুরা যেরকম পরিবেশে থাকে তারা সাধারণত সেই পরিবেশ বা সমাজ অনুযায়ী নিজেকে তৈরি করে। শিশুরা প্রতিনিয়ত আমাদের থেকে শিখছে। একজন শিশুর সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা। মা যেভাবে তার শিশুকে শিক্ষা দেয় ঠিক সেই ভাবে শিশু নিজেকে তৈরি করে। আর শিশুর আচার-আচরণ কেমন হবে তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে আমাদের সমাজ। যে পরিবেশটা যতটা সুসজ্জিত সে পরিবেশের শিশুরাও ততটাই মার্জিত আচরণের হয়। কিন্তু যে সমাজটা সুগঠিত ও সুসজ্জিত থাকে না তখন বাচ্চারা অমার্জিত আচরণের হয়।

আমাদের সকলের উচিত আমাদের নিজেদের পরিবেশ ও সমাজ সুগঠিত করা। বাচ্চাদের সাথে সবসময় সুন্দর আচরণ ও বিনিময়ের সাথে কথা বলা। বাচ্চার সাথে আপনারা যখন ভালোবাসা দিয়ে কথা বলবেন, তখন সে বাচ্চারা আপনাকে আরও দ্বিগুণ ভালবাসা ফিরিয়ে দেবে। তাদের অতিরিক্ত শাসন না করে তাদেরকে ভুলগুলো সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া ‌। বাচ্চাদের সাথে কঠিন হয়ে কথা বললে তারাই নিজেদেরকে একা ভাববে। এমনকি মানসিকভাবে সে ভীষণ কষ্ট পায়।

আবার কেউ আছে বাবা-মা দুজনেই বাচ্চাদের সাথে খুব সুন্দর আচরণ করে। বাসায় বাচ্চারা ঝগড়া করলে তাদেরকে ঝগড়াঝাটি মারামারি ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে বলে। কিন্তু ঠিক ওই বাচ্চাদের সামনে বাবা-মা দুজনেই ঝগড়ায় লিখতে হয়। এ সকল বিষয়ে বাচ্চারা আমাদের থেকেই শিখে।

আমাদের সকলের উচিত বাচ্চাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া। তাদের সাথে কথা বলা। তাদের মন মানসিকতা বুজা। আর এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

অবশ্যই একটি শিশু জন্মের পর সবকিছু তার পরিবারের কাছ থেকেই শিখে। তাই পরিবারের মানুষদের উচিত শিশুদের সামনে কোনো রকম ঝগড়াঝাটি এবং গালিগালাজ না করা। তাহলে তারা সেগুলোই শিখে। মোটকথা প্রতিটি শিশু বেসিক জ্ঞান কিন্তু তার পরিবারের কাছ থেকেই পায়। তাই আমাদের সবার উচিত শিশুদের সাথে সবসময় সৌজন্যমূলক আচরণ করা। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

একটি শিশুর জন্মের পর থেকে পরিবারের সকলের উচিত তাদের সাথে সুন্দর ব্যবহার করা এবং তাদের সাথে ঝগড়াঝাঁটি না করা। আর গালিগালাজ ব্যাপারটা আমার কাছে ভীষণই বিরক্ত কর। কিন্তু তিক্ত হলেও সত্য গ্রামে এই জিনিসটি গ্রামে সকলের জন্য সাধারণ একটি ব্যাপার।

 last year 

ঠিক বলেছেন আপু, গ্রামে কিছু কিছু মহিলারা গালিগালাজ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। এসবের পরিবর্তন খুবই জরুরী। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

প্রতিটি শিশুর জন্য প্রাথমিক স্কুল হচ্ছে পরিবার। এই পরিবার থেকে শিশু আচার-আচরণ শিখতে পারে। তাছাড়া যে পরিবারের পরিবেশ যেমন শিশুরা সেভাবে বড় হয়ে ওঠে এবং সে রকম আচনি পায়। এজন্য প্রতিটি পরিবারের উচিত শিশুদেরকে ঝগড়াঝাটি মারামারি থেকে দূরে রাখা। ঝগড়াঝাটিদেখলে শিশুদের মনের উপরে বিরূপ প্রভাব পরে। যাই হোক আপু খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।

 last year 

সকল শিশুদের উচিত ঝগড়াঝাটি মারামারি থেকে দূরে রাখা ।আর ঠিক বলেছেন এর জন্য তাদের মনের উপর বিরক্ত প্রভাব পড়ে, যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে।

 last year 

আসলে বাচ্চাদের জন্য প্রয়োজন খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা যদি বাচ্চাদেরকে নির্দিষ্ট সময় দিই, তাহলে তারা খুব ভালো সুশিক্ষিত ভাবে গড়ে উঠবে। আর তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। বাচ্চাদের একটা নির্দিষ্ট বয়স থাকে যখন থেকে তারা বিভিন্ন কথা বলা শুরু করে। আর আমরা যদি তখন তাদের সামনে ভালো আচরণ করি এবং ভালো কিছু শিখাই তারা তখন ভালো কিছু শিখতে পারবে। বাচ্চাদের সাথে আমরা সবসময় ভালো আচরণ করলে, তারাও বড় হয়ে অন্যের সাথে ভালো আচরণ করবে এবং সম্মান জানাবে।

 last year 

আমরা যদি বাচ্চাদেরকে নির্দিষ্ট সমাজে তাহলে তাদের জন্য বেশ ভালো হয়। আর আমাদের আচার-আচরণ থেকেই তারা মূলত শিক্ষা পায়।

 last year 

শিশুরা বড়দের কাছ থেকেই সবকিছু শিখে। শিশুদের সব সময় ভালো শিক্ষা দেওয়া দরকার। এটা কিন্তু সত্যি মায়েরা শিশুদের যেরকম শিক্ষা দেয় তারা সেই রকম ভাবে বেড়ে ওঠে। আমি চেষ্টা করি আমার মেয়েকে ভালো শিক্ষা দিয়ে বড় করার। সেই যেহেতু এখনো ছোট এবং আস্তে আস্তে বিভিন্ন রকম কথা বলা শিখছে তাই চেষ্টা করি তাকে ভালো কিছু শেখানোর। আমরা যদি তাদের সামনে খারাপ আচরণ করি তাহলে তা তারা শিখে যাবে। কখনোই উচিত না শিশুদের সামনে অসম্মানজনক কথা বলা এবং খারাপ ব্যবহার করা।

 last year 

একে অপরকে অসম্মানজনক কথা বলা এবং খারাপ ব্যবহার করা আমাদের জন্যই অনুচিত । কারণ আমাদের খারাপ ব্যবহার থেকেও শিশুরা শিখবে। তাই আমাদের সকলের সতর্ক থাকা উচিত।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56159.14
ETH 2370.54
USDT 1.00
SBD 2.30