বাবা মা তাদের সন্তান কে নিয়ে আনন্দ করার দৃশ্য।

in আমার বাংলা ব্লগ6 months ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটি কাজ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে করবো একটি সাদা কালো আর্ট৷ এই আর্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। আর্ট গুলো সতর্কতার সাথেই সম্পূর্ণ করতে হয় বিশেষ করে সঠিক স্কেচটা তৈরি করতে হয় । এ আর্ট গুলো খুব অল্প সময়ে তৈরি করা সম্ভব হয়। আজকের আর্টটি হলোঃ একটি ছোট্ট পরিবার তাদের সন্তান কে নিয়ে আনন্দ করার দৃশ্য
আশা করছি আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

আর্ট এর ফাইনাল লুক

IMG-20240105-WA0001.jpg

IMG-20240105-WA0003.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণঃ♦️♦️
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • কালো মার্কার

IMG-20240105-WA0012.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে একজন মানুষ এর স্কেচ আঁকতে শুরু করলাম ও হাতে একটি ছোট শিশুর স্কেচ এঁকে নিলাম ।

IMG-20240105-WA0011.jpg

IMG-20240105-WA0008.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর শিশুটির পাশে৷ একটি মহিলার স্কেচ এঁকে নিলাম।

IMG-20240105-WA0010.jpg

IMG-20240105-WA0009.jpg

তৃতীয় ধাপঃ
  • এখন মার্কার দিয়ে পেন্সিল এর চারপাশে অঙ্কন শুরু করলাম।

IMG-20240105-WA0005.jpg

IMG-20240105-WA0007.jpg

চতুর্থ ধাপঃ
  • এখন তাদের পুরো শরীর কালো মার্কার দিয়ে কালো করে নিলাম।

IMG-20240105-WA0004.jpg

সর্বশেষ ধাপ
  • সর্বশেষ আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।

IMG-20240105-WA0006.jpg

IMG-20240105-WA0002.jpg

IMG-20240105-WA0000.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️
Sort:  
 6 months ago 

আপু আপনি খুবই চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন। আপনার সাদা কালো আর্ট আমার কাছে সবসময়ই অনেক ভালো লাগে। এই আর্ট সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ধরনের আর্ট এখানো করা হয়নি তবে আপনার আর্ট সবসময়ই দেখা হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপু এগুলো অনেক সহজ। যেহেতু করা হয়নি একদিন চেষ্টা করতে পারেন।

 6 months ago 

সাদা কালো এই আর্টের মাধ্যমে অনেক সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি, যেটা আমার খুব ভালো লেগেছে। বাবা মা অনেক সুন্দর ভাবেই নিজেদের সন্তানকে নিয়ে আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছে। আর এই সুন্দর আর্টের মাঝে এই দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি, যা দেখেই বুঝতে পারতেছি। আপনি প্রতিনিয়ত সাদাকালো আর্ট করে থাকেন বিভিন্ন রকম জিনিসের। খুবই দারুণ হয়ে থাকে আপনার করা সাদাকালো আর্ট গুলো।

 6 months ago 

সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেনসুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনাদের সাথে। এখন মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো৷

 6 months ago 

একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে একটি ফ্যামিলির হাসি খুশি আনন্দ মিশে রয়েছে। বেশি ভালো লেগেছে আপনার সুন্দর এই প্রতিভা দেখে।

 6 months ago 

ফ্যামিলিটি হাসি খুশি আনন্দ করেই সময় কাটাচ্ছে তাই ফুটিয়ে তুলতে ছেয়েছি।

 6 months ago 

আপনার আর্ট গুলো সবসময় অসাধারণ হয়।আজকেরটা ও অসাধারণ হয়েছে।আপনি অনেক ধর্য সহকারে আর্ট টা সম্পন্ন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 months ago 

ধন্যবাদ আপনাকে আপু এই সুন্দর মন্তব্য করার জন্য৷

 6 months ago 

আপু আপনি অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এই দৃশ্যের মাধ্যমে অনেক কিছু ফুটে উঠেছে যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুধুমাত্র কালো কলম ব্যবহার করে এত অসাধারণ একটি আর্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ভালো লাগলো আপনার এই অসাধারণ মন্তব্য।

 6 months ago 

সাদা কালো আর্ট এর মাধ্যমে খুব সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুবই ধৈর্য সহকারে আর্টটি সম্পন্ন করেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। বাবা মা তাদের সন্তানকে নিয়ে আনন্দ করার দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

সুন্দর দৃশ্যই ফুটিয়ে তুললে ছেয়েছিলাম। যাইহোক ধন্যবাদ আপনাকে৷

 6 months ago 

আপু আপনি আপনার আর্টের মাধ্যমে একটি সুখী পরিবারের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। মা-বাবা এবং সন্তান সবার দৃশ্য সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। খুবই সুন্দর লাগছে আপু। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 months ago 

আপনার কাছে ভালো লেগে এর থেকে আনন্দের আর কি হতে পারে।

 6 months ago 

খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন আপু।সুখী পরিবারের আর্টও বলা যায়।মা, বাবা তাঁর সন্তানকে আদর করছে এই দৃশ্যটি চমৎকার সুন্দর লাগছে।ধাপে ধাপে খুব সুন্দর করে সাদাকালো অংকন করেছেন। ধন্যবাদ সুন্দর আর্ট পোস্টি শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39