DIY- (এসো নিজে করি) একটি বিড়ালের দুধ পান করার দৃশ্যের আর্ট\\১০% 🦊 এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা ❣️❣️

  • কেমন আছেন সবাই?
    আশা করি সবাই ভাল আছেন
    সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি আর্ট। আমি আর্ট করতে খুবই ভালোবাসি। আমার প্রিয় শখের মধ্যে অন্যতম একটি হলো আর্ট। তাই আমি সময় পেলেই আর্ট করতে বসে যাই। আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো একটি বিড়ালের দুধ পান করার দৃশ্যের আর্ট
  • আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

20220204_152648.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রং
  • কালো মার্কার
  • কালো কলম

20220204_154749.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে বিড়ালের মাথাটি এঁকে নিলাম। এবং কান, চোখ, মুখ সব এঁকে নিলাম।

20220203_214102.jpg

20220203_214246.jpg

দ্বিতীয় ধাপ

  • তারপর বিড়ালটির হাত,পা ও পুরো শরীর পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

20220203_214921.jpg

তৃতীয় ধাপ

  • এখন বিড়ালটির মুখের সামনে একটি দুধের বাটি এঁকে নিলাম।

20220203_215141.jpg

চতুর্থ ধাপ

  • এখন বিড়ালটির শরীরের কিছু অংশ মার্কার দিয়ে কালো করে নিলাম।

20220203_215246.jpg

20220203_215818.jpg

পঞ্চম ধাপ

  • তারপর মুখের কিছু অংশ ও বাটির চারপাশে কালো মার্কার দিলে কালো করে নিলাম।

20220203_215957.jpg

20220203_220801.jpg

ষষ্ঠ ধাপ

  • এখন বিড়ালের মুখের দু পাশে তিনটি পশম দিয়ে দিলাম।

20220203_221030.jpg

20220203_222853.jpg

সপ্তম ধাপ

  • এখন বিড়ালটির জিহবা ও বাটির কিছুটা অংশ নিচের চবিটির মতো করে রং করে নিলাম।

20220204_151428.jpg

20220204_152000.jpg

অষ্টম ধাপ

  • এখন বাটির মধ্য আরেকটু রং করে নিলাম।

20220204_152121.jpg

20220204_152651.jpg

সর্বশেষ ধাপ

  • সর্বশেষ আমি আমার সিগনেচারটি দিয়ে দিলাম।

20220204_152653.jpg

20220204_152648.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️❣️❣️

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি খুবই সুন্দর ভাবে বিড়ালের দুধ পান করার দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে চিত্রটি অনেক ভালো লেগেছে। আপনি চিত্রটি আঁকার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি আমাদের সাথে শেয়ার করার জন্য

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

image.png

খুব সুন্দর হইসে দেখতে ।সত্যি আপনি খুবই সুন্দর আট করতে পারেন।এইভাবে এগিয়ে যান ভাই এই দোয়া করি।

 2 years ago 

ধন্যবাদ

বিড়ালের দুধ পান করার দৃশ্যের আর্টটি অনেক সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ লাগছে দেখতে। এই ধরনের আর্টের ক্ষেত্রে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়। আপনার আর্টের দক্ষতা দেখছি অনেক ভালো। খুব সুন্দর করে বিড়ালের দুধ পান করার দৃশ্যের আর্টটি সম্পর্কে বর্নণা দিয়েছেন। শুভকামনা আপনার জন‍্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনি খুব সুন্দর আর্টিস্ট করেছেন। একটি বিড়ালের দুধ পান করার দৃশ্যেটি দেখতে খুব ভালো লাগছে আমার। খুব দুর্দান্ত হয়েছে।আপনি খুব সুন্দর করে এই দৃশ্যটি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

একটি বিড়ালের দুধ পান করার দৃশ্যটি আপনি খুব সুন্দর করে আর্ট করেছেন। প্রত্যেকটি ঠাকুর সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

আপু আপনি একটি বিড়ালের দুধ পান করার দৃশ্যের আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য প্রকাশ করার জন্য

 2 years ago 

  • বিড়ালটা দেখতে খুব সুন্দর লাগতেছে। বিড়াল আমি অনেক পছন্দ করি। বিড়ালের চিত্রাংকন টি আমার খুবই চমৎকার লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি এটি অঙ্কন করেছেন এবং ফুটিয়ে তুলেছেন। ধাপে ধাপে খুব অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 
আপু আপনি অনেক সুন্দর করে নিজের দক্ষতা দিয়ে একটি বিড়াল এর দুধ পান করার দৃশ্য আর্ট করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার আর্ট টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেন আপনার ধাপ গুলো দেখে আমি নিজে তৈরি করতে পারব।শুভকামনা রইল আপনার জন্য আপু।
 2 years ago 

ধন্যবাদ আপনাকে, আপনার জন্যও শুভকামনা রইল

 2 years ago 

বিড়ালছানাটাকে তো ওয়াও কি সুন্দর দেখাচ্ছে। দেখে তো মনে হচ্ছে একেবারে ছোট্ট একটা বিড়াল ছানা বসে আছে। এত কিউট ভাবে আপনি বিড়ালছানা ডাকে অংকন করলেন কি বলব আর। আমার বিড়াল ছানা দেখলে খুবই ভালো লাগে। তেমনি আপনার চিত্রাংকন টি আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍😍

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন কোন সন্দেহ নেই। আর্টটি দেখে আমার সবার আগে মনে হয়েছে বিড়ালটা খুব কিউট! অনেক কম উপকরণ দিয়ে এত সুন্দর এক্সপ্রেশনের বিড়াল এঁকেছেন। শুভ কামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু 😊

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59190.13
ETH 3187.58
USDT 1.00
SBD 2.45