DIY- (এসো নিজে করি) চাঁদনী রাতের একটি গাছের দৃশ্যের আর্ট \\১০% লাজুক-

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা ❣️❣️

  • কেমন আছেন সবাই?
    আশা করি সবাই ভাল আছেন
    সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি আর্ট। আমি আর্ট করতে খুবই ভালোবাসি। আমার প্রিয় শখের মধ্যে অন্যতম একটি হলো আর্ট। তাই আমি সময় পেলেই আর্ট করতে বসে যাই।
  • আজকে আমি আপনাদের মাঝে যে আর্ট শেয়ার করবো তা হলো চাঁদনী রাতে একটি গাছের আর্ট। আর আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে।

20220108_181702.jpg

20220108_181707.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো মার্কার
  • কালো কলম

20220107_185441.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি বড় বৃত্ত এঁকে নিলাম।

20220107_185541.jpg

দ্বিতীয় ধাপ

  • তারপর বৃত্তের নিচের অংশে একটি লম্বা দাগ দিয়ে দিলাম।

20220107_185642.jpg

তৃতীয় ধাপঃ

  • এখন দাগ দেওয়া অংশকে আমি কাল মার্কার দিয়ে কালো করে নিলাম।

20220107_191343.jpg

চতুর্থ ধাপঃ

  • তারপর আমি পেন্সিল দিয়ে একটি গাছ আঁকলাম।

20220107_201953.jpg

20220107_204511.jpg

20220107_205821.jpg

পঞ্চম ধাপঃ

  • এখন কালো মার্কার দিয়ে পেন্সিল এর দাগের উপর কালো করে নিলাম।

20220107_212121.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর পুরো গাছটি কালো মার্কার দিয়ে কালো করে নিলাম।

20220107_212459.jpg

20220108_172751.jpg

সপ্তম ধাপ

  • তারপর গাছের উপরের দিকে পেন্সিল দিয়ে একটি চাঁদ এঁকে নিলাম তারপর পেন্সিলের দাগের উপর কালো কলম দিয়ে কালো করে নিলাম।

20220108_173000.jpg

অষ্টম ধাপ

  • এখন আমি কালো কলম দিয়ে গাছের চারপাশে কালো বিন্দু বিন্দু দিয়ে দিলাম।

20220108_173111.jpg

20220108_180346.jpg

সর্বশেষ ধাপ

  • সর্বশেষ আমি গাছের চারপাশে মার্কার ও কলম দিয়ে পরিপূর্ণ করলাম ও আমার সিগনেচার দিয়ে দিলাম।

20220108_180932.jpg

20220108_181551.jpg

20220108_181702.jpg

আমার আর্টি এখন সম্পূর্ণ তৈরি 🙂

20220108_181717.jpg

20220108_181713.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️❣️❣️

Sort:  
 3 years ago 

চিত্র টি দারুন। অংকন করার পদ্ধতি বুঝিয়ে দেয় আপনি দারুন অঙ্কন করতে পারেন। চিত্র অংকনের প্রতিটি ধাপ ঠিকমতো বুঝিয়ে দিয়েছেন। ভালো থাকবেন ধন্যবাদ।

 3 years ago 

আমি চেষ্টা করেছি দাদা আপনাদের মাঝে সুন্দরভাআে উপস্থাপনা করার।
আপনার ভাল লেগেছে শুনে আরও ভাল লাগল ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য শেয়ার করার জন্য 🙂

জাস্ট ওয়াও চাঁদনির রাতে একটি গাছের দৃশ্য আমাকে মুগ্ধ করেছে।আপনার আটটি খুব ভালো হয়েছে আপু।ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার এই আট অনুসরণ করে আমি একটি আট করে ফেলবো। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপু।
❤️❤️❤️❤️

 3 years ago 

আপু অসংখ্য ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

চাঁদনী রাতে গাছের চিত্র অংকন টি অসাধারণ হয়েছে। খুবই সুন্দর ভাবে এটি আপনি অঙ্কন করেছেন। যা আমার কাছে বেশ ভালো লেগেছে ।ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপু, জোসনা রাতে একটি গাছের চিত্রাংকন পুরোপুরি ভাবে ফুটে উঠেছে যা দেখে খুবই ভালো লাগছে। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে আমি খুবই মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য শেয়ার করার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 
চাঁদনী রাতে গাছের এই ছবিটি খুবই সাধারণ হলেও দেখতে অনেক চমৎকার লাগছে আপু। খুব সুন্দর করে শুধু মাত্র কালো রঙ এর মাধ্যমে আজকের এই দৃশ্যটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

সাদা কালোর মধ্যে অসাধারণ একটি চাঁদনী রাতের গাছের করেছেন। জাস্ট অসাধারণ একটি আর্ট হয়েছে। আপনি এমন ভাবে আর্ট করে দেখিয়েছেন যে কেউ আপনার থেকে শিখে আঁকতে পারবে। আমার কাছে বেশি ভালো লেগেছে সাদাকালোর কম্বিনেশনটা। অনেক ভালো লেগেছে আপু।

 3 years ago 

আপনার আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আপনার গুলা বেস্ট।

ধন্যবাদ আপনাকে পাবনা মন্তব্য শেয়ার করার জন্য শুভকামনা রইল

 3 years ago 

চাঁদনী রাতের একটি গাছের দৃশ্য আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। বিশেষ করে গাছটি দেখতে খুবই সুন্দর হয়েছে। অংকনের প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি চেষ্টা করেছি ভাইয়া সুন্দর করা, ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য শেয়ার করার জন্য শুভকামনা রইল

চাঁদনী রাতের একটি গাছের দৃশ্যের আর্ট যা আমার কাছে বেশ ভালো এবং অসম্ভব সুন্দর লাগলো। সত্যিই অনেক সুন্দর ভাবে আপনি চিত্রটি অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করে তুলে ধরার জন্য।

 3 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

খুবই সুন্দর হয়েছে আপু চিত্রটি। অনেক ক্রিয়েটিভ একটি আর্ট তৈরি করেছেন আপনি আজকে। শুধু মার্কার ও পেন্সিল দিয়ে এত সুন্দর দৃশ্য তৈরি টা সত্যিই অসাধারণ। ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্র আমাদের উপহার দেওয়ার জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65248.25
ETH 3471.40
USDT 1.00
SBD 2.51