সাদা কালো আর্টঃ একটি মেয়ের প্রজাপতিদের সাথে খেলার দৃশ্য।

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটি কাজ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে করবো একটি সাদা কালো আর্ট৷ এই আর্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। আর্ট গুলো সতর্কতার সাথেই সম্পূর্ণ করতে হয় বিশেষ করে সঠিক স্কেচটা তৈরি করতে হয় । এ আর্ট গুলো খুব অল্প সময়ে তৈরি করা সম্ভব হয়। আজকের আর্টটি হলোঃ একটি মেয়ের প্রজাপতিদের সাথে খেলার দৃশ্য।। আশা করছি আর্ট টি ভালো লাগবে। আমি নিচে অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

আর্ট এর ফাইনাল লুক

GridArt_20240408_205555709.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • কাগজ
  • পেন্সিল
  • কালো কলম
  • কালো মার্কার

IMG-20240407-WA0069.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি মেয়ে এর স্কেচ আঁকা শুরু করলাম।
IMG-20240407-WA0068.jpgIMG-20240407-WA0066.jpg
দ্বিতীয় ধাপঃ
  • একটি মেয়ের স্কেচ এঁকে নিলাম ও পাশে কিছু প্রজাপতি এঁকে নিলাম৷
IMG-20240407-WA0067.jpgIMG-20240407-WA0065.jpg
তৃতীয় ধাপঃ
  • এখন মার্কার দিয়ে চারিপাশে এঁকে নিলাম।
IMG-20240407-WA0064.jpgIMG-20240407-WA0063.jpg
চতুর্থ ধাপঃ
  • এখন মেয়েটির ও প্রজাপতি গুলোকে কালো মার্কার দিয়ে কালো করে নিলাম।
IMG-20240407-WA0062.jpgIMG-20240407-WA0061.jpg
পঞ্চম ধাপঃ
  • এখন মেয়েটির পায়ের নিচের অংশ কালো মার্কার দিয়ে কালো করে নিলাম।
IMG-20240407-WA0060.jpgIMG-20240407-WA0060.jpg
সর্বশেষ ধাপ
  • সর্বশেষ আমি আমার সিগনেচার দিয়ে দিলাম।

GridArt_20240408_205641299.jpg

GridArt_20240408_205615738.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি জান্নাতুল নাঈম। আমার ইউজার আইডির নাম @naimuu. আমি একজন বাংলাদেশী। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলায় লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। বাংলায় লেখালেখি পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালো লাগে। ভিন্ন ভিন্ন রেসিপি অর্থাৎ ইউনিক রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের হাতের কাজ অর্থাৎ আঁকাআকি করতেও ভালো লাগে। ফটোগ্রাফি আমার অনেক বড় একটি সখ। আমি পড়াতে বেশ ভালোবাসি। স্টুডেন্টদের সাথে বেশ ভালো সম্পর্ক আমার। নিজের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার জন্যই মূলত ব্লগিং করি।

Sort:  
 8 months ago 

অসাধারণ আর্ট করছেন আপনি। সত্যি এতো সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রজাপতি দেখলে ছোটরা সবাই ধরতে চায়। একটি মেয়ের প্রজাপতিদের সাথে খেলার দৃশ্য দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার আর্ট আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

প্রজাপতির সাথে একটি মেয়ের অসাধারণ দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন। কালো এই চিত্র অংকন গুলো দেখতে খুবই ভালো লাগে। আসলে মেয়েটি প্রজাপতির সাথে দারুন একটা মুহূর্ত উপভোগ করছে। এই দৃশ্যটি আপনি ফুটিয়ে তুলেছেন এই চিত্রের মাধ্যমে। দেখতেই ভালো লাগলো।

 8 months ago 

আপনার সাদা কালো আর্ট গুলো দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। আপনি সবসময় সাদা কালার গুলো আমাদের সাথে শেয়ার করেন সত্যি খুব প্রশংসনীয়। ছোট মেয়েটি প্রজাপতির সাথে খেলা করছে দেখতে সত্যি খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার আর আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

গ্রাম বাংলায় মাঝে মাঝেই এরকম দৃশ্য চোখে পড়ে যে বাচ্চা মেয়েরা প্রজাপতির সাথে লুকোচুরি খেলে প্রজাপতির পিছুপিছু ছোটাছুটি করে।আপনি চমৎকার করে মনমুগ্ধকর দৃশ্য একটি মেয়ের প্রজাতির সাথে খেলার দৃশ্য আর্ট করেছেন। ভীষণ চমৎকার ভাবে ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু, আপনার সাদাকালো আর্টটি দেখে চোখ দুটো জুড়িয়ে গেল। কি সুন্দর করে একটি মেয়ের প্রজাপতিদের সাথে খেলা করার দৃশ্য আকর্ষণীয় করে ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর হয়েছে আপু, আপনার অঙ্কিত এই দৃশ্যটি। দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 8 months ago 

বাহ চমৎকার অনেক সুন্দর লাগছে। একটা মেয়ের প্রজাপ্রতির সাথে খেলার দৃশ্যের আর্ট টা চমৎকার করেছেন। আপনি এই ধরনের আর্ট খুবই ভালো করেন। আর্ট এর প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অনেক সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মেয়েটির চিত্র অংকনটি অসাধারণ সুন্দর হয়েছে। একই সাথে প্রজাপতির চিত্র অঙ্কনটি দেখতেও ভালো লাগছে। হাত বাড়িয়ে প্রজাপতির সাথে খেলা করার চমৎকার দৃশ্যের চিত্র অঙ্কনটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনি বেশ চমৎকার একটি আর্ট করেছেন। একটি মেয়ের সাথে খুব সুন্দর প্রজাপতির সাথে খেলার দৃশ্য অসাধারণভাবে আর্ট করলেন। আপনার আর্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এ ধরনের আর্ট গুলো করতে অনেক সময় লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সাদা কালো আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

মাঝে মাঝে এই সাদা কালো দৃশ্যগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। একটি মেয়ের প্রজাপতিr সঙ্গে খেলার দৃশ্যটি চমৎকারভাবে আর্ট করেছেন আপু। দেখতে ভীষণ ভালো লাগছে ।অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

এর আগেও বেশ কয়েকটি সাদা কালো আর্ট দেখেছি সবগুলো সাদা-কালো আর্ট দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেন। আজকের এই সাদা কালো আর্ট এর মাঝে প্রজাপতির দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.25
JST 0.039
BTC 96923.38
ETH 3370.74
USDT 1.00
SBD 3.55