চিংড়ি মাছ ভাজি রেসিপি || ১০% পে-আউট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার একটি নতুন রান্নার পদ্ধতি।

রান্নাটি হলো চিংড়ি মাছ ভাজি।আমার সবথেকে প্রিয় মাছ হলো চিংড়ি মাছ।এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার। তাই এটি আমার অনেকে প্রিয় মাছ।

চিংড়ি মাছ আমাদের দেহের জন্য খুবই উপকারী। স্পেশালি মোটা মানুষদের জন্য 🤣।চিংড়ি মাছে রয়েছে নিরসিন নামক একটি উপাদান। এই উপাদান দেহের চর্বি কে শক্তি তে রুপান্তর করে।

নিয়মিত চিংড়ি মাছ খেলে হাড়ের ক্ষয় দূর হয় এবং হাড় মজবুত করে। কিন্তু হৃদরোগীদের জন্য এটি অপকারিতা রয়েছে।

আমি নিচে চিংড়ি ভাজির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি।

IMG_20211001_142608.jpg

IMG_20211001_143618.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহ

১.চিংড়ি মাছ

২.পেঁয়াজ কুচি

৩.মরিচ কুচি

৪.লবন (স্বাদমতো)

৫.হলুদের গুঁড়া ১ চামচ

৬.মরিচের গুঁড়া ১/২ চামচ

৭. জিরার গুড়া ১/২ চামচ

৮.সয়াবিন তেল (পরিমাণমতো)

IMG_20211001_120221.jpg

IMG_20211001_121109.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি চুলায় একটি পাত্রে বসিয়ে নিলাম

IMG_20211004_192557.jpg

দ্বিতীয় ধাপঃ

তারপর পাতিল গরম হয়ে আসলর পর এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম।

IMG_20211001_122746.jpg

তৃতীয় ধাপঃ

তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলা।

IMG_20211004_192606.jpg

চতুর্থ ধাপঃ

পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে পরে এর মধ্যে চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম

IMG_20211001_121633.jpg

IMG_20211004_192627.jpg

IMG_20211004_192640.jpg

পঞ্চম ধাপ

কিছুক্ষণ চিংড়ি গুলো কে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম।এতে ভাজি একটু সুন্দর দেখাযায়।
IMG_20211004_192658.jpg

ষষ্ঠ ধাপ

এরপর হলুদের গুড়া, লবন,মরিচের গুড়ো, জিরার গুড়া, গুলো দিয়ে দিলাম।
IMG_20211004_192711.jpg

সপ্তম ধাপ

এখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম

IMG_20211004_192721.jpg

অষ্টম ধাপ

এখন আমি এগুলো কে ভালোভাবে নেড়েচেড়ে মসলা গুলো মিশিয়ে নিলাম
IMG_20211004_192733.jpg

নবম ধাপ

৫-৬ মিনিট পর এটি সম্পুর্ন ভাজি হয়ে গেছে।
IMG_20211004_192742.jpg

IMG_20211004_192813.jpg
এটি এখন খাওয়ার জন্য উপযোগী
IMG_20211004_192833.jpg

IMG_20211004_192845.jpg

আপনার সবাই আমার পোস্টটি পছন্দ করেছেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।☺️

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ❣️❣️❣️

Sort:  
 3 years ago 

মাছ ভাজি খেতে আমার খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই। আপনার রেসিপির বর্ণনা ও ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুব সুন্দর রান্না করেছেন, এই রেসিপিটা আমার কাছেও অনেক ভালো লাগে। উপস্থাপনা অনেক ভালো ছিলো, তবে কিছু বানান ভুল রয়েছে। পরবর্তীতে এই ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ রইল।

 3 years ago 

জি ভাইয়া,, ধন্যবাদ

 3 years ago 

বাহ!! খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছের ভাজি রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে আপু♥

 3 years ago 

ধন্যবাদ আপু ☺️

 3 years ago 

চিংড়ি মাছ ভাজি খেতে অনেক ভালো লাগে। আর আপনি অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করেছেন। যা দেখার মত ছিল আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

Hi, @naimuu,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64269.87
ETH 3393.79
USDT 1.00
SBD 2.48