দেশি মুরগির বাচ্চার মাংসের মজাদার রেসিপি //

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো দেশি মুরগির বাচ্চার মাংসের মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। মুরগির মাংস আমাদের দেহের জন্য খুবই উপকারী। মুরগির মাংস রয়েছে ভিটামিন বি টুয়েলভ যা মানব দেহের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। যাই হোক এখন রেসিপিতে আসা যাক।
আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।

রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20220708_163043128.jpg

20220706_114738.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • ছোট মুরগি
  • রসুন বাটা
  • আদা বাটা
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • মরিচেরগুঁড়ো
  • জিরে গুঁড়া
  • গরম মসলা।
  • লবন ও সয়াবিন তেল

GridArt_20220708_163028489.jpg

প্রথম ধাপ:

  • প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং পরিমাণমতো সয়াবিন তেল দিলাম। তেল গরম হয়ে আসলে পাতিলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজকুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

GridArt_20220708_162850261.jpg

দ্বিতীয় ধাপঃ

  • আমি তেলের মধ্যে তেজপাতা দারুচিনি ও এলাচ ভেজে নিলাম (এতে খুব সুন্দর একটি ফ্লেভার তৈরি হয়।) তারপর রসুন বাটা দিয়ে দিলাম

GridArt_20220708_162901223.jpg

তৃতীয় ধাপ:

  • পরবর্তীতে মশলার সবগুলো উপকরণ দিয়ে দিলাম ও মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম।

GridArt_20220708_162953839.jpg

চতুর্থ ধাপ:

  • কিছুক্ষণের চেয়ে ভেজে নিলাম ও পরিমান মত পানি দিয়ে দিলাম। ‌

GridArt_20220708_163011361.jpg

পঞ্চম ধাপ:

  • যেহেতু এটি মুরগির বাচ্চা তাই এটি ৬ থেকে ৭ মিনিট রান্না করলেই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যখন ঝোল হালকা ঘার হয়ে আসবে তখন তা চুলা থেকে নামিয়ে নিলাম।

20220706_114248.jpg

সর্বশেষ ধাপ:

  • অবশেষে এটি পরিবেশনের জন্য প্রস্তুত করলাম। মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি

20220706_114735.jpg

20220706_114653.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা

@naimuu

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Sort:  
 2 years ago 

দেশি মুরগির মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। আসলে আপনার রেসিপির উপস্থাপন আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার দেশি মুরগির বাচ্চার মাংসের মজাদার রেসিপি দেখে জিভে জল চলে আসল। এই মাংস খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার দেশি মুরগির বাচ্চার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। আর দেখতে অনেকটা কালারফুল লাগছে। নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জ্বী আপু আসলে এটি অনেক মজাদার হয়েছিল আপনাকে ধন্যবাদ আপনার এই সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দেশি মুরগির বাচ্চার মাংসের মজাদার রেসিপিটি দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছে। দেখেই জিভে জল চলে আসছে। খুব চমৎকারভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।
আশা করি সব সময় এভাবে সাপোর্ট করবেন।

আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু।

 2 years ago 

দেশি মুরগির বাচ্চার মাংস অনেক বেশি সুস্বাদু লাগে খেতে। আমি এটি একবার কিংবা দুবার খেয়েছিলাম হয়তো। আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। চমৎকার ভাবে সবগুলো ধাপ উপস্থাপন করেছেন। কালার টা বেশ লোভনীয় লাগছে দেখতে। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর উৎস মূলক মন্তব্যের জন্য । এমন মন্তব্য দেখলে কাজ করার আগ্রহ আর বৃদ্ধি পায়। শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।

 2 years ago 

দেশি মুরগির বাচ্চা কিছুটা কবুতরের মতোই হয়, যদি একটু মসলা বেশি দিয়ে রান্না করা হয় এটি অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

জি ভাই আপনি ঠিক বলেছেন দেশি মুরগির বাচ্চা একদম কবুতরের বাচ্চার মতই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার দেশি মুরগির বাচ্চার মজাদার রেসিপি খুবই চমৎকার হয়েছে। দেশি মুরগির বাচ্চা আমাদের সবার জন্য খুবই উপকারী। এটির শরীরের রক্ত সঞ্চালনের সহায়তা করে তাই মাঝে মাঝে সবারই উচিত দেশি মুরগির বাচ্চা খাওয়া। আপনার রান্নার কালার খুবই ভালো লেগেছে দেখেই লোভ লেগে গেল।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু শরীরের রক্ত সঞ্চয় করে এই দেশি মুরগির বাচ্চা। এটি আমাদের দেহের জন্য খুবই উপকারি।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দেশি মুরগি খেতে বেশ ভালোই লাগে। আপনি খুব সুন্দর করে দেশি মুরগির রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। কারণ কালারটা অসাধারণ এসেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। এমন সুন্দর মন্তব্য দেখলে কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়। ভালো থাকবেন , শুভকামনা জানাই।

 2 years ago 

আপনার দেশি মুরগির বাচ্চার মাংসের মজাদার রেসিপি দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে। জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে আপনার মুরগির মাংসের রেসিপি। রিসিপির কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

খুবই মজাদার একটি দেশি মুরগির মাংস রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ব্যক্তিগতভাবে দেশি মুরগির মাংস আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67789.28
ETH 2615.54
USDT 1.00
SBD 2.72