DIY- (এসো নিজে করি) বাচ্চাদের নকশী কাঁথা সেলাই || ১০% লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা❣️❣️

  • আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন রকমের একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। সেটি হলো বাচ্চাদের জন্য নকশী কাঁথা তৈরি

  • আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রেই শহরাঞ্চল থেকে গ্রাম অঞ্চলে নকশী কাঁথার প্রচলন বেশি। গ্রামের নারীরা তাদের অবসর সময়ে এটি তৈরি করে থাকে। আমিও আজকে আমার করা একটি নকশী কাঁথার ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের কাছে আমার তৈরি বাচ্চাদের নকশী কাঁথা টি ভালো লাগবে। আমি নিচে কথাটি তৈরি পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম, এতে আপনাদের বুঝতে সহজ হবে।

20220207_153513.jpg

20220207_145441.jpg

কাঁথাটি তৈরীর জন্য প্রয়োজনীয় উপাদান

  • কাঁথার কাপড়
  • সুঁই ও সুতা
  • স্কেল ও চক।

20220207_145841.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি স্কেল দিয়ে কাপড়ের মধ্যে চক দিয়ে লম্বালম্বি ভাবে দাগ টেনে নিলাম।

20220124_000252.jpg

20220124_000259.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এখন আমি পুরো কাঁথায় নিচের ছবির মতো করে দাগ টেনে নিলাম।

20220124_000602.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর দাগগুলোর উপর সেলাই করা শুরু করলাম।

20220126_214147.jpg

20220124_223910.jpg

চতুর্থ ধাপঃ

  • এভাবে আমি পুরো কাঁথাটির দাগগুলো সেলাই করলাম।

20220126_214201.jpg

পঞ্চম ধাপঃ

  • এখন আমি পুরো কাঁথাটির মধ্যে ফুলের ডিজাইন আঁকালাম।

20220127_185551.jpg

20220127_185617.jpg

20220127_191043.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর আমি সামান্য পরিমাণ ডিজাইন সেলাই করলাম।

20220131_222752.jpg

20220131_222800.jpg

সপ্তম ধাপ

  • এখন আমি কাঁথা আরো কিছুটা ডিজাইনের সেলাই সম্পন্ন করলাম।

20220205_214114.jpg

20220205_214057.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর আমি সবগুলো ডিজাইন সেলাই করে সম্পূর্ন্ন শেষ করলাম।

20220205_214148.jpg

20220207_145423.jpg

বাচ্চাদের নকশী কাঁথা এখন সম্পূর্ণ তৈরি

20220207_145441.jpg

20220207_145423.jpg

  • আশা করি আপনাদের সকলের কাছে আমার তৈরীকৃত এই নকশিকাঁথা টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ও পড়ার জন্য ❣❣️

Sort:  
 2 years ago 

এটা সত্যি অনেক অসাধারণ একটা কাজ।

এটা একদম ঠিক কথা যে গ্রামের মানুষেরা অবসর সময়ে কাঁথা সেলাই করে। নকশি কাঁথা কিন্তু আমাদের বিশাল একটা শিল্পকে নিদর্শন করে। আপনি যে বাচ্চাদের জন্য নকশী কাঁথা তৈরি করেছেন এটা কিন্তু অসাধারণ ছিল। প্রতিটি পর্যায়ে মার্ক করা থেকে শুরু করে সেলাইয়ের শেষ অবধি প্রতিটি পর্যায়ে ক্লিয়ার এবং সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।

ভিন্নধর্মী প্রতিবার শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

খুব সুন্দর একটি নকশী কাঁথা সেলাই করেছেন তো আপু ছোট বাচ্চাদের জন্যই কাঁথাটি অনেক ভালো ।আপনি খুব সুন্দর ভাবে আগে পেন্সিল দিয়ে ডিজাইন করে নিয়েছেন তার পরে উপর দিয়ে সুতা দিয়ে সেলাই করেছেন ভালো লেগেছে ডিজাইনটা ।কাঁথাটি তৈরি করতে মনে হয় অনেক সময় লেগেছে।

 2 years ago 

এই আধুনিকতার ছোঁয়ায় আজকে হয়তো ভুলেই গেছে নকশি কাথার কথা। যাইহোক পুনরায় সেই স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। সুন্দর ছিল আপনার এই কারুকাজ টি। শুভেচ্ছা রইল আপনার জন্য এভাবেই এগিয়ে যান।

সত্যিই নকশী কাঁথার নকশাটা বেশি সুন্দর হয়েছে। আমার ভাগ্নী ও ছোট মাত্র সাড়ে ৬ মাস। ওর জন্য ও এরকম নকশী কাঁথা ব্যবহার করা হয়। হ্যা গ্রামাঞ্চলেই বেশি নকশী কাঁথার প্রচলন রয়েছে। আপনার নকশা যেমনটা সুন্দর হয়েছে, তেমনই আপনি প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার এই সুন্দর সৃজনশীলতা তুলে ধরার জন্য। আপনার জন্য শুভ কামনা রইল আপু।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার নকশি কাঁথার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আপনার মাধ্যমে ভিন্ন কিছু দেখলাম ডাই প্রজেক্টে। আশা করি সামনে আরো ভিন্ন জিনিস দেখতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ওয়াও কি দারুন একটা সুন্দর নকশী কাথা সেলাই করলেন। আমার ছোট ভাগ্নের জন্য আমি আর আমার আম্মু এরকম কিছু ছোট ছোট নকশী কাঁথা সেলাই করেছি। তেমনি আঁকা সেলাই করা নকশি কাঁথা টা আমার কাছে অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

বাচ্চাদের নকশী কাঁথা সেলাই পদ্ধতি সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করেছেন মেয়েরা মানে আর নতুনত্বের আভাস আপনি সম্পূর্ণ একটি ইউনিট পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন নকশি কাঁথা দেখতে আমার খুব ভালো লাগে এ সেলাই টা আমার কাছে মনে হয় অনেক কঠিন একটি ব্যাপার আপনি তা সহজে দেখিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

খুবই সুন্দর একটি নকশী কাঁথা সেলাই করলেন আপু। খুবই সময়সাপেক্ষ এবং ধৈর্য নিয়ে করার একটি কাজ মনে করি আমি এই নকশিকাঁথা কে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ আপু আপনি খুব সুন্দর ভাবে আপনার বাচ্চাদের নকশী কাঁথা সেলাই টি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

এটা কিন্তু ঠিকই বলেছেন শহরের তুলনায় গ্রামে নকশী কাঁথার প্রচলন বেশি। আর গ্রামের মহিলারা নকশী কাঁথা সেলাই করতে খুবই পছন্দ করে। আমি নিজেও নকশী কাঁথা সেলাই করতে পারি এবং আমার কাছে খুবই ভালো লাগে নিজের এরকম করে কাঁথা সেলাই করতে। আপনি খুব সুন্দর একটি কাঁথা সেলাই করেছেন। আপনার হাতের কাজ খুব সুন্দর। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59737.47
ETH 3186.24
USDT 1.00
SBD 2.43