আইসক্রিম ফ্রাই রেসিপি||১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য🦊🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা ❣️❣️

সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
আমার আজকের পোস্টে একটি স্পেশাল । এই স্পেশাল পোস্ট টি আইসক্রিম ফ্রাই। হ্যাঁ আমি আইসক্রিম ফ্রাই এর কথাই বলছি😜
এই রেসিপিটিতে, আইসক্রিম ফ্রাই এর পরবর্তীতে ক্রিম এর মতো হয়ে যাবে। আর তা ছাড়া রেসিপি টি তৈরি করতে মাএ ৩ টি উপকরণ এর প্রয়োজন। আমি নিচে এই আইসক্রিম ফ্রাই এর পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের বুজতেও সহজ হবে।

তো চলুন দেখা যাক আমার আজকের আইসক্রিম ফ্রাই 🙂

Photo_2021-11-11_10-35-37_AM.png

20211105_183330.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.আইসক্রিম (ভ্যানিলা ফ্লেভার )
২.পাউরুটি
৩.সয়াবিন তেল

20211105_181853.jpg

20211105_181831.jpg

ধাপ-১নং

  • প্রথমে আমি একটি পাউরুটির পিস নিলাম।

20211105_181941.jpg

ধাপ-২নং

  • তারপর একটি ছুরি দিয়ে চারপাশের বাদামি অংশ গুলো কেটে ফেললাম। এভাবে করেকটা পিস কেটে নিলাম।

20211105_182012.jpg

20211105_182022.jpg

ধাপ-৩নং

  • তারপর পাউরুটির উপর এক চা চামচ আইসক্রিম দিয়ে দিলাম।

20211105_182046.jpg

ধাপ-৪ নং

  • এখন আইসক্রিম দেওয়া পাউরুটির উপর আরেকটা পাউরুটি দিয়ে ঢেকে দিলাম।
    20211105_182051.jpg

ধাপ-৫নং

  • তারপর এর উপর একটি ছোট বাটি দিয়ে ছেপে ধরতে হবে।
    20211105_182059.jpg

ধাপ-৬নং

  • এখন বাটির চারপাশের পাউরুটি (আগাছা 🤣) গুলো কেটে গোল নিলাম।

20211105_182107.jpg

ধাপ-৭নং

  • তারপর বাটির ভিতের থেকে পাউরুটি গুলো বের করে নিলাম।আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন।এভাবে কতগুলো বড়া তৈরী করে নিলাম

20211105_182147.jpg

ধাপ-৮নং

  • তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম।ও প্যান গরম হয়ে আসলে এর মধ্যে পরিমান মতো সয়াবিন তেল দিয়ে দিলাম।

20211105_182204.jpg

ধাপ-৯নং

  • এখন এর মধ্যে পাউরুটির বড়া দিয়ে দিলাম।

20211105_182211.jpg

ধাপ-১০নং

  • তারপর এভাবে আরেকটি বড়া দিয়ে দিলাম।
    20211105_182321.jpg

20211105_182832.jpg

ফাইনাল ধাপ

বড়া গুলোর কালার বাদামি রং হয়ে আসলে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

20211105_182850.jpg

20211105_182921.jpg

তৈরি হয়ে গেল আমার পাউরুটি দিয়ে আইসক্রিম ফ্রাই।

20211105_183235.jpg

20211105_183404.jpg

আমার রেসিপিটি সাথে একটি ছবি

20211105_183507.jpg

  • তাহলে আপনারাও বানিয়ে ফেলুন আইসক্রিম থেকে হট ক্রিম।কেমন লেগেছে আমার আজকের রেসিপি তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ❣️❣️

Sort:  

আপনার আইসক্রিম ফ্রাই রেসিপি টা খুবই অসাধারণ লাগছে দেখতে। আপনার প্রতিটা পোষ্ট খুব সুন্দর হয় এবং সুন্দর করে বিশ্লেষণ দিয়ে থাকেন। শুভকামনা আপু

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিতে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল☺️☺️☺️

 3 years ago 

এক কথায় অসাধারণ রেসিপি আপু৷ দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে তেমনি খেতেও হয়ত অসাধারণ হয়েছে। কিছুদিন আগেই আমি এই রেসিপিটি দেখেছিলাম, আমার কাছে খুব মজার মনে হয়েছিল। আর আজকে আপনি এটি তৈরি করে নিলেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।আমার রেসিপিতে সুন্দর মন্তব্য করার জন্য। জি আপু এটা খেতে অনেক মজাদার হয়েছিলআপনার জন্যও শুভকামনা রইল☺️☺️

 3 years ago 

আমি এই প্রথম ভিন্ন একটি রেসিপি দেখলাম যেটা কিনা আমি কখনও শুনিনি বা দেখিনি। যােই হোক আপনার নতুন এই রেসিপি টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। সাপোর্ট করবেন ভাইয়া যেন সব সময় আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার আইসক্রিম ফ্রাই রেসিপিটি। অনেক সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি সত্যিই একটি ইউনিক রেসিপি তৈরি করেছেন। খুব সহজেই আইসক্রিম ফ্রাই তৈরি করা যায় আপনার রেসিপি দেখে বুঝতে পারলাম। আপনি প্রতিদিন হাত খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি এর আগে কখনো কোথাও দেখিনি এই আইসক্রিম ফ্রাই রেসিপি। আজকে প্রথম দেখলাম। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। জি আপু আইসক্রিম রেসিপি খেতে খুবই মজা এবং সুস্বাদু। আপনি একটি বাসায় ট্রাই করে দেখতে পারেন।আপনার জন্যশুভকামনা রইল☺️☺️

 3 years ago 

সুন্দর একটি রেসিপি আমি এই প্রথম এরকম কোন রেসিপি দেখলাম। আইসক্রিম ফ্রাই। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিতে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল☺️☺️

বাহ আপু আইসক্রিম ফ্রাই রেসিপি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন আপনি। যা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন ও বর্ণনা করেছেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিতে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল☺️☺️

 3 years ago 

সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এবং এই রেসিপিটি খুব সহজেই বাসায় তৈরি করা যাবে। রেসিপিটি একদিন অবশ্যই ট্রাই করে দেখব আমি। কারণ আমার কাছে অসাধারণ লেগেছে। কুল আইসক্রিম থেকে হট আইসক্রিম বানিয়ে ফেলেছেন আপনি। খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। এটি খেতে আসলেই দারুণ সুস্বাদু হয়েছে উপরে মচমচে এবং ভিতরে মিষ্টি আইসক্রিম।আপনার জন্যও শুভকামনা রইল☺️☺️

 3 years ago 

অও,দারুণ মজার ও লোভনীয় হয়েছে ফ্রাই রেসিপিটা।দেখে খুবই ভালো লাগলো।নতুন লেগেছে আমার কাছে রেসিপিটা।ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

আইসক্রিম ফ্রাই রেসিপিটি বেশ চমৎকার ভাবে আকিয়েছন আপু। আপনার হাতে অনেক যাদু আছে।ছবির আঁকার ধরনের অনেক সুন্দর।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

দুঃখিত ভাইয়া আমি এখানে কোন কিছু আঁকা ইনি। আমি রেসিপি শেয়ার করেছি। ☺️☺️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.032
BTC 87512.19
ETH 3031.52
USDT 1.00
SBD 2.72