গুরুগম্ভীর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে আমাদের জীবনের সবাইকে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয়।তেমন কেউ এখন করে যাচ্ছে বৃষ্টির সাথে সংগ্রাম। আর কেউ বৃষ্টি উপভোগ করছে । কিন্তু আমি এক মহা সমস্যায় পড়েছি। বৃষ্টি থাকার কারণে কাল থেকেই কারেন্ট নেই। মোবাইলেও চার্জ দেওয়া কষ্টকর হচ্ছে।তাই ভাবলাম পোস্টটা করেই ফেলি ।

IMG-20231117-WA0028.jpg

অবস্থান

বৃষ্টি কেমন হচ্ছে চারিদিকে?
কাল থেকেই সামান্য বৃষ্টি পড়ছিল কিন্তু রাত থেকেই ঝুম বৃষ্টি শুরু। বৃষ্টি আমি খুবই ভালোবাসি। সকাল সকাল গরম চা পরোটা খাওয়া হয়েছে। এখন আবার পাকোড়া তৈরি করেছি। দুপুরের জন্য খিচুড়ি তৈরি করব। বৃষ্টির সময় গরম গরম খাবার গুলো খেতে খুবই ভালো লাগে। অনেকদিন পর বৃষ্টি পেয়ে বেশ ভালোই উপভোগ করছি।

শীততো চলে এসেছে প্রত্যেকদিন সকালে কুয়াশাচ্ছন্ন দিন দেখতে পাই আজ বৃষ্টিমুখর দিন নিয়ে ঘুম থেকে উঠলাম। এ সময়ের বৃষ্টির কারণ আম্মুর কাছে জানতে চাইলে আম্মু বলল কার্তিক মাসে মাঝে মাঝে বৃষ্টি হয়। কিন্তু শীতের সময় বৃষ্টি আমার পছন্দ না। কেমন যেন গুরু গম্ভীর একটা মুহূর্ত চারিদিকে। তবে বৃষ্টি মুখর দিন আমি একা একা উপভোগ করতে ভালোবাসি। আমি একলা থাকতে একটু বেশি পছন্দ করি। বৃষ্টির সময় টিনের চালের উপর যে শব্দটা শোনা যায় তা মুহূর্তে মন ভালো করে দেয়। একা একা বসে অনেক কিছু ভাবা যায়। একা একা ভাবনায় জগতে হারিয়ে যাওয়া সম্ভব। কোন বাধা নেই।

কিন্তু দিনটা বেশ আলসেই যাচ্ছে। কম্বলের নিচ থেকে বাহির হওয়ার ইচ্ছেই নেই। বৃষ্টি কিছুক্ষণের জন্য ভালো লাগলেও বিরক্তিটা চলেই আসবে। বাহিরে বের হতে খুবই কষ্টকর হচ্ছে, দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটছে। কারণ সব কিছুরই একটা মাত্রা থাকে । ঝড় বাদলের দিন বেশ ভালো লাগলেও অসহায় মানুষদের কথা ভাবলে খারাপ লাগে একটু বেশি। বিশেষ করে যারা জীবিকা নির্বাহের জন্য দিনের কাজের উপর নির্ভর থাকে তাদের জন্য একটু বেশি কষ্টের। আমরা কেউ এই দিনগুলো একটু বেশি উপভোগ করি আবার কেউ কষ্টের বা দুর্ভাগা দিনের শিকার হই। আসলেই সব রকম পরিস্থিতি কারো জন্য ভালো আবার কারো জন্য খারাপ। কেউ বৃষ্টি থাকার প্রতীক্ষায় বসে আছে কেউবা বৃষ্টি থামার প্রতীক্ষায় বসে আছে।

🛑আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 last year 

আপনি যে খাবারের নামগুল বললেন চা, পরোটা, পকোড়া খিচুরি শুনেই তো আমার জিভে পানি চলে এসেছে হা হা। আমাদের দিকে মেঘলা থাকলেও আকাশ থেকে বৃষ্টি পড়েনি এখন পযর্ন্ত। এটাও ঠিক বৃষ্টির দিন বেশি ভালো লাগে না। একপর্যায়ে আসলেমি ধরে যায়। বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 last year 

একটানা কিছুদিন বৃষ্টি হলে আর ভালো লাগেনা। একটু বিরক্ত লেগেই যায়।

 last year 

শুনেছি সাগরে নিন্মচাপের জন্য এই বৃষ্টি আর এই বৃষ্টিতেই শীত ডেকে আনবে। খুব অপছন্দনিয় একটা আবহাওয়া। আশা করি এই মেঘলা পরিবেশ দ্রুত কেটে যাবে এভাবে থাকতে ভাল লাগে না।ধন্যবাদ আপনাকে।সুন্দর লিখেছেন।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার অনুভূতি পড় বেশ ভালো লাগলো ভাইয়া।

 last year 

সত্যিই আবহাওয়া বেশ খারাপ। শীত পরতে শুরু করেছে এবং কিছু মানুষের জন্য দিনগুলো কষ্টের। যাইহোক আমাদের এদিকে রাতে বৃষ্টি হয়েছে তবে এখন‌ বৃষ্টি হচ্ছে না। আপনার দিনগুলো ভালো কাটুক এই কামনা করছি।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 last year 

ঐ আর কি বিয়ে কারো পোষ মাস কারো বা সর্বনাশ সেরকম আর কি। বৃষ্টিও হচেছ বড়লোকের বিলাসিতা আবেগ। আর গরীবের যন্ত্রণা। সকাল থেকে বৃষ্টির যন্ত্রণায় ঘর থেকে বের হতে পারছি না। কারন বাড়িওয়ালা বাসা ভাড়া বাড়িয়েছে। তাই বাসা ছেড়ে দিতে হবে। আর এই কারনেই মনে হচ্ছে বৃষ্টি হলো কারো কারো জন্যে সর্বনাশ। দারুন ছিল আজকের পোস্ট।

 last year 

বলেছেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ।

 last year 

আমাদের ঢাকাতে ও খুব বৃষ্টি হচ্ছে সারাদিন। এ অবস্থা বড্ড খারাপ লাগে। যদিও শীত অনুভূত হয়নি এতো দিন।তবে বৃষ্টির কারনে ঠান্ডা ঠান্ডা লাগছে।এ পরিস্থিতিতে দরিদ্র মানুষ গুলোর ভীষণ কষ্ট হয়।এদের কথা ভেবে খারাপই লাগে।

 last year 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.036
BTC 90080.39
ETH 3207.90
USDT 1.00
SBD 2.75