ডাই প্রজেক্ট \\ সিম্পল একটি জামার কটিং ও সেলাই \\ ১০% লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা ❣️❣️

তারা সবাই কেমন আছে? আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

  • আজকের পোস্ট টি হলো একটি ডাই প্রজেক্ট। আমি একটি সাধারণ জামা কাটিং ও সেলাই এর পদ্ধতি শেয়ার করবো আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে আমার জামার সেলাই টি ভালো লাগবে। আমি নিচে কাটিং ও সেলাই এর পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

GridArt_20220418_190708574.jpg

20220418_131619.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️

  • কাপড়
  • বকরম
  • কাঁচি
  • সুতো
  • চক
  • ইঞ্চি ফিতনা

20220407_145113.jpg

জামা কাটিং ✂

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি জামার কাপড়কে ৪ ভাঁজ করে নিলাম। এবং খেয়াল রাখতে হবে যে ভিতরে কোন ভাঁজ না থাকে। ভাঁজ থাকে জামা সঠিক মাপে কাটা যাবেনা।

GridArt_20220418_190804498.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এখন মাপ অনুযায়ী চক দিয়ে দাগগুলো দিয়ে দিলাম। তারপর সেই মাপ অনুযায়ী কাঁচি দিয়ে জামা ও হাতা কেটে নিলাম।

GridArt_20220418_190907384.jpg

20220412_193204.jpg

সেলাই

তৃতীয় ধাপঃ

  • সেলাই ক্ষেত্রে গলার বকরম কাপড়ের সাথে সেলাই করে নিলাম।

GridArt_20220418_191058300.jpg

চতুর্থ ধাপঃ

  • এখন তা জামার সাথে গলা সেলাই করে নিলাম।

GridArt_20220418_191122552.jpg

20220413_100252.jpg

পঞ্চম ধাপ

  • এখন জামার হাতা ও উপরের অংশকে সেলাই করে নিলাম।

সর্বশেষ ধাপ

  • এখন জামার চারপাশের বর্ডার গুলো সেলাই করে নিলাম।

20220418_132056.jpg

20220412_144442.jpg

জামাটি এখন সম্পুর্ন তৈরি।

GridArt_20220418_191212286.jpg

20220418_131616.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই ডাই প্রজেক্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।পরবর্তীতে একটি ডিজাইনিং জামা নিয়ে উপস্থিত হবো, ইনশাআল্লাহ।

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️

Sort:  
 2 years ago 

এইসব বিষয়ে তেমন একটা ধারণা নেই আমার, তবে দেখে মনে হচ্ছে আপনার বেশ অভিজ্ঞতা আছে। রং খুব সুন্দর এবং সহজেই বানিয়ে ফেললেন জামা। ভালো ছিল আপনার উপস্থাপনা টি, চালিয়ে যান এরকম সুন্দর চিন্তা ভাবনা নিয়ে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জামার কাটিং সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই। তাই এর ভালো মন্দ সম্বন্ধে কোনো কিছু নির্দিষ্ট করে বলতে পাচ্ছিনা। কিন্তু আপনার উপস্থাপনা এত চমৎকার হয়েছে যে দেখে মনে হচ্ছে আপনি খুব সহজেই জামার কাটিং ও সেলাই এর কাজ সম্পন্ন করেছেন। জামার কাটিং ও সেলাইয়ের DIY পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে সিম্পল একটি জামা সেলাই করেছেন আপু, আপনি অনেক সুন্দর করে উপস্থাপনাও করেছেন, যে কেউ দেখলে খুব সহজে কাটিং টা শিখে যাবে, সত্যি আপনার পোস্টি দেখে অনেক ভালো লাগলো, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার এই কারুকাজ দেখে।আপু আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন জামার কাটিং ও সেলাই এর। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর একটি জামার কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি জামা একটু একটু কাটতে পারি। তবে আজ আপনার পোস্ট দেখে আমি পুরোটা শিখে নিলাম। আপনি খুব সুন্দর ভাবে জামার কাটিং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

শুনে ভালো লাগলো আপু ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

এক সময় আমিও অনেক জামা বানিয়েছি নিজে নিজে । কিন্তু এখন অনেকদিন না বানাতে বানাতে ভুলে গিয়েছি। আপনার আজকের জামা কাটিং এবং বানানো দেখে পুরনো কথা মনে পড়ে গেল। খুব সুন্দরভাবে আপনি জামাটি বানিয়েছেন দেখে মনে হচ্ছে যে বানানো খুবই ভালো হয়েছে।

 2 years ago 

হয়তো আপু আরেকবার চেষ্টা করলে আপনার আবার মনে পড়ে যাবে। ঈদের সেলাইয়ের দোকানে এত ভিড়, এর চাইতে নিজের জামা নিজে সেলাই করা অনেক ভালো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার কারুকাজ থেকে। আপনি খুব সুন্দর করে একটিজামার কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনার প্রজেক্ট দেখে খুবই ভালো লাগলো আপু। সামনে ঈদ সেলাই মেশিনের দোকানে ভিড় লেগেই থাকবে। আপনি নিজেই সব করতে পারেন আপনার চিন্তা নাই। শুভকামনা রইলো আপু।

 2 years ago 

ভাইয়া আম্মুর এসব ঝামেলা একদমই ভালো লাগেনা,তাই নিজেরটা নিজে শিখে রাখার জন্যই সেলাই এর কাজ শিখা। আমি আম্মুর থেকেই টুকটাক কাজ শিখেছি। যাইহোক আপনার মন্তব্যটি দেখে ভালো লাগলো শুভকামনা রইল ।

 2 years ago 

খুব সুন্দর জামা তৈরি করেছেন। জামা তৈরি অসাধারণ হয়েছে । আপনি তো দেখছিস সেলাইয়ের কাজ জানেন। আপনার কাটিং খুব ভাল ছিল। আমিও সেলাইয়ের কাজ জানি। আমি যখন সেভেনে পড়ি তখন সেলাই কাজ শিখি। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আপনি এত ছোট বয়সে সেলাইয়ের কাজ শিখিয়েছেন?যাইহোক শুনে ভালো লাগলো আপনি ও সেলাইয়ের কাজ জানেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে একটি জামার কটিং ও সেলাই করে দেখিয়েছেন। দেখে অনেক ভালো লাগলো। আশাকরি অনেকেই শিখতে পারবে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74