🎂🎂টিনটিনের জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট উপহার। 🎁🎁

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

শুভ জন্মদিন টিনটিন বাবা,
ভালো থেকো সুস্থ থেকো এটা শুধু আশা।
তাড়াতাড়ি বড় হও লক্ষীসোনা
তোমায় যেন ছুঁতে না পারে হতাশা।
তোমার জন্য রইলো আমার গভীর ভালোবাসা,
শুভ জন্মদিন টিনটিন বাবা।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সকলেই জানেন আজ একটি বিশেষ দিন। আজ আমাদের গোন্টু বাবুর জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে একটি উপহার তৈরি করেছি। যদিও এটি খুবই সামান্য একটি উপহার। আমি টিনটিন বাবুর জন্য তার জন্মদিন উপলক্ষে একটি কার্ড তৈরি করেছি।

  • আশা করি আপনাদের কাছে আমার তৈরিকৃত কার্ড টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক

GridArt_20220926_195109039.jpg

GridArt_20220926_183026889.jpg

GridArt_20220926_182957685.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • কাঁচি
  • কলম ও মার্কার।

20220926_114556.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে কলম অনুযায়ী দুটো কাগজ ১০/৭ সে.মি করে কেটে নিলাম।

20220926_115041.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর আঠার সাহায্যে কলম দুটোকে পেঁচিয়ে নিলাম।

GridArt_20220926_151657007.jpg

GridArt_20220926_151802383.jpg

তৃতীয় ধাপঃ

*এখন চিকন করে সাদা দুটো লম্বা কাগজ কেটে নিলাম এবং কাগজের মধ্যে আঠা লাগিয়ে নিলাম।

GridArt_20220926_151915292.jpg

চতুর্থ ধাপঃ
  • তারপর সাদা কাগজটি কলম দুটোর মধ্যে পেঁচিয়ে নিলাম।

GridArt_20220926_152543719.jpg

পঞ্চম ধাপ
  • এখন ১০/৬ কর একটি সাদা কাগজ কেটে নিলাম।

GridArt_20220926_163215284.jpg

ষষ্ঠ ধাপ
  • তারপর কলম দুটি কাগজটি দুপাশে আঠার সাহায্য লাগিয়ে নিলাম।

GridArt_20220926_163348349.jpg

সর্বশেষ ধাপ
  • এখন ভিতরে কিছু লাভ চিহ্ন এবং টিনটিনের জন্মদিন উপলক্ষে কিছু লেখা লিখি নিলাম।

GridArt_20220926_163517994.jpg

জন্মদিনের কার্ডটি এখন সম্পূর্ণ তৈরি

GridArt_20220926_163101200.jpg

GridArt_20220926_183040013.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

টিনটিনের জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপু। টিনটিনের জন্য আপনি অসম্ভব সুন্দর একটি জন্মদিনের কার্ড তৈরি করেছেন। জন্মদিনের কার্ডটি দেখতো আমার কাছে অনেক ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপনার এই কার্ডটি ভালো লেগেছে শুনে ভালো লাগলো আপু।

 2 years ago 

আপু টিন টিন বাবার জন্মদিনের উপলক্ষে আপনি দারুন একটি উপহার পাঠিয়েছেন। এত সুন্দর ভাবে কার্ডটি বানিয়েছেন যে টিনটিন বাবু দেখলে খুবই খুশি হয়ে যাবে। আপনি কার্ডটি প্রতিটি ধাপা অনেক সুন্দর ভাবে তৈরি করে দেখিয়েছেন। বিভিন্ন রঙের লাভ লাগিয়েছেন তাই দেখতে অনেক আকর্ষণীয় লাগছে।

 2 years ago 

নিশ্চয়ই টিনটিন বাবু বড় হলে এই সকল হিস্টোরি দেখলে অনুভব করবে যে আমার বাংলাব্লগের মেম্বাররা তাকে খুবই ভালোবাসে।

 2 years ago 

টিনটিনের জন্মদিন উপলক্ষে উপহার টা অনেক সুন্দর হয়েছে। ভিতরে লেখা অনেক আমার কাছে বেশ ভালো লাগছে। বানানোর পদ্ধতি টা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সহজভাবে দেখিয়েছেন। সবমিলিয়ে ভালো লেগেছে উপহার।

 2 years ago 

আমার তৈরিকৃত কার্ডটি আপনার ভালোলেগেছে শুনে ভালো লাগলো ভাইয়া। আর সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বিভিন্ন রং এর রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার ভাবে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে একটা কার্ড তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মহান সৃষ্টিকর্তা যেন আমাদের প্রিয় টিনটিন বাবুকে এভাবেই হাসিখুশি রাখে সেই প্রার্থনা করি।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া বিভিন্ন রঙের রঙ্গিন কাগজ দিয়ে কার্ডটির সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

টিনটিনের জন্মদিন উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি উপহার দিয়েছেন। প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করে শেয়ার করেছেন। সত্য অসম্ভব ভালো ছিল। কালার কম্বিনেশন অসাধারণ ছিল। খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

অনেক ভাবনা চিন্তার পর এই দুইটি কালার ঠিক করেছি। আর কিছু তৈরি করতে গেলে আমি বারবার আম্মুকে দেখায় এটা ব্যবহার করব না ওইটা ব্যবহার করব। 🤭🤭

 2 years ago 

প্রথমেই টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি টিনটিন এর জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আমার কাছে খুব ভালো লেগেছে কার্ডটি। আমার ধারণা টিনটিন এর কাছেও কার্ডটি খুব ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর একটি কার্ড বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও আশা করছি টিনটিনের কাছে এই কার্ডটি ভালো লাগবে। আর কার্ডটি বানানোর পদ্ধতি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

 2 years ago 

প্রথমে টিনটিন জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া রইলো। আপনি টিনটিনের এ জন্মদিনে অনেক সুন্দর একটি ডিজাইন অংকন করেছেন। অসাধারণ একটি ডিজাইন আর্ট করেছেন। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল।

 2 years ago 

টিনটিনের জন্মদিন উপলক্ষে কারটি একটি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম। আপনার মন্তব্যটি দেখে এখন ভালো লাগছে আপু ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে জন্মদিনের কার্ড তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে জন্মদিনের কার্ড দেখতে বেশ অসাধারণ হয়েছে। আপনার আর্টটি ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

স্নেহের টিনটিন বাবুর প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো জন্মদিনের শুভেচ্ছা - শুভ জন্মদিন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67700.29
ETH 3795.87
USDT 1.00
SBD 3.50