মুরগির রোস্ট রেসিপি ||১০% বেনিফিট@লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা❣️

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার আরেকটি নতুন রেসিপি শেয়ার করব।

রেসিপিটি আমার জন্য এটকু স্পেশাল 😛।এটি হলো মুরগির রোস্ট রেসিপি। নিচে আমি এটির বর্ণনা দিয়েছি সহজ ভাবে।আশাকরি আপনার সকলেই এটি খুব সহজেই বুজবেন ও বাসায় তৈরিও করতে পারবেন।

photocollage_2021108195134762.jpg

IMG_20211008_194931.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • মুরগী ৮ পিজ
  • রোস্ট মসলা (৩৫ গ্রাম)
  • পেয়াজ কুচি
  • আস্ত কাঁচামরিচ
  • টক দই ১ কাপ
  • চিনি ৪ চামচ
  • লবন ৩ চামচ
  • আদা বাটা রসুন বাটা ২ চামচ
  • সয়াবিন তেল

IMG_20211008_191926.jpg

IMG_20211008_192115.jpg

IMG_20211008_202405.jpg

IMG_20211006_135634.jpg

photocollage_2021108203236935.jpg

টক দই বানানোর নিয়ম

প্রথমে একটা কাপে ৪ চামচ দুধের পাউডার নিতে হবে।
এরপর এর মধ্যে কিছু পরিমাণ পানি দিতে হবে। তারপরে এতে এক টুকরো লেবুর রস দিতে হবে।

IMG_20211006_134759.jpg

IMG_20211006_135002.jpg

IMG_20211006_135634.jpg

স্টেপঃ১

প্রথমে মুরগির পিজ গুলোকে হালকা করে আঁচড় দিয়ে দিতে হবে।

IMG_20211006_131012.jpg

স্টেপঃ২

তারপর এগুলোকে লবন দিয়ে মাখিয়ে নিতে হবে।
IMG_20211006_133123.jpg

স্টেপঃ৩

এখন চুলায় একটি পাতিল বসিয়ে নিতে হবে।

IMG_20211006_131417.jpg

স্টেপঃ৪

পাতিল বসানোর পর একটু গরম হয়ে আসলে এর মধ্যে মুরগি ভাজার জন্য পরিমান মতো তেল দিতে হবে।
IMG_20211006_131501.jpg

স্টেপঃ৫

তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
IMG_20211006_133015.jpg

স্টেপঃ৬

এর পর একটা একটা করে মুরগির পিজ গুলোকে ভেজে নিতে হবে।
IMG_20211006_133223.jpg

IMG_20211006_133312.jpg

IMG_20211006_133410.jpg

স্টেপঃ৭

ভাজা হলে এগুলো কে তুলে আলাদা করে রাখতে হবে।
IMG_20211006_133632.jpg

IMG_20211006_134320.jpg

স্টেপঃ৭

এরপর পাতিলে পরিমাণ মত তেল দিয় এর মধ্যে পেঁয়াজকুচি ঢেলে দিতে হবে।
IMG_20211006_135210.jpg

স্টেপঃ৮

এরপরের মধ্যে রসুন বাটা আদা বাটা গুলো ঢেলে দিতে হবে।
IMG_20211006_135648.jpg

স্টেপঃ৯

এগুলোকে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে টক দই গুলো ঢেলে দিলাম।
IMG_20211006_135711.jpg

IMG_20211006_135728.jpg

স্টেপঃ১০

এখন এর মধ্যে আস্ত কাঁচামরিচ গুলো দিয়ে দিতে হবে।

IMG_20211006_135804.jpg

স্টেপঃ১১

এরপর পাতিলে রোস্ট মসলা গুলো ঢেলে দিতে হবে।
IMG_20211006_135843_1.jpg

স্টেপঃ১২

এগুলোকে ভালোভাবে মসলার মিক্স করে নিতে হবে।

IMG_20211008_222521.jpg

স্টেপঃ১৩

তারপরেতে চিনি ও লবণ ঢেলে দিতে হবে।
IMG_20211008_222530.jpg

স্টেপঃ১৪

তারপরেতে ২ কাপ পানি দিতে হবে।
IMG_20211008_222538.jpg

IMG_20211008_222544.jpg

স্টেপঃ১৫

তারপর এটি গরম হয়ে আসলে এর মধ্যে মুরগির পিজ গুলো দিয়ে দিতে হবে।
IMG_20211008_222556.jpg

IMG_20211008_222613.jpg

IMG_20211008_222637.jpg

সর্বশেষ স্টেপ

১০ মিনিট পরে মুরগির রোস্ট এর সম্পূর্ণ রান্না হয়ে আসবে।তারপর এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে।

IMG_20211008_222648.jpg

এটি এখন খাওয়ার জন্য সম্পুর্ন তৈরি 😛

IMG_20211008_194931.jpg

IMG_20211008_195042.jpg
রান্নার সাথে আমার সেলপি।
আশাকরি আপনারা সবাই আমার মুরগির রোস্ট রেসিপিটি পছন্দ করেছেন। পরবর্তীতে আরো নতুন নতুন রেসিপি শেয়ার করবো।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য। ☺️❣️❣️

Sort:  
 3 years ago 

আপনার রেসিপি দেখে জিভে জল এসে গেল জানি কিছু করার নাই। আপনার মুরগির রোস্ট এর রেসিপি আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটা স্টেপ উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন হয়েছে। শুভ কামনা রইলো

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনি ধাপে ধাপে মুরগির মাংস রান্না করার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যটি করার জন্য ☺️

 3 years ago 

মুরগির রোস্ট আমার অনেক অনেক বেশি পছন্দের।আপু আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটা স্টেপ উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,,, আপনার মূল্যবান মন্তব্য এর জন্য ☺️

 3 years ago 

আপু জানেন আমার না মুরগির রোস্ট খুব বেশি পছন্দ।
আমার কখন লোভ লেগেছে বলি,
লাস্ট থেকে দ্বিতীয় ছবিটি দেখেই একেবারে মুখে পানি চলে এসেছে। বুঝাই যাচ্ছে রান্না দারুণ হয়েছে।

 3 years ago 

নূসুরা আপু অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করারা জন্য। যাক অবশেষে নামটা শিখলাম😂

 3 years ago 

আপনার রেসিপি দেখে তো জিবেই জল চলে আসচ্ছে। খুব সুন্দর করে রোস্ট তৈরি করেছেন দেখেই বঝা যাচ্ছে। আপনার উপস্থাপনা চমৎকার ছিল। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ☺️

 3 years ago 

রোস্ট আমার বরাবর প্রিয়। আর আপনিতো অনেক রোস্ট করেছেন। প্রতিটি ধাপ অনেক দক্ষতার সহিত উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু☺️

 3 years ago 

রেসিপিটি দেখেই জিভে জল চলে এসেছে মনে হয় রেসিপিটি অনেক সুস্বাদু ছিল। আমি ছোটবেলা থেকেই মাংস প্রেমিক এক মানুষ এটি দেখে তো আরো ভালো লাগছে যাই হোক অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ☺️

 3 years ago 

আপনার মুরগির রোস্ট এর রেসিপি টা অসাধারন ছিল। আপনার রেসিপি দেখে জিভে জল এসে গেল জানি কিছু করার নাই হজম করে নিতে হবে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এবং গুছিয়ে লিখেছেন। আপনার মুরগির রোস্ট এর রেসিপি ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন। আপনার মুরগির রোস্ট এর রেসিপিটা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন এতে আমি খুবই আনন্দিত। আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য এর জন্য

 3 years ago 

রোস্ট খেতে আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি রেসিপি করেছেন। ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপনা করেছেন। সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু☺️

 3 years ago 

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রোস্ট বিভিন্ন নামে ও বিভিন্নভাবে রান্না করা হয় কিন্তু পুরানো ঢাকার মুরগির রোস্ট যুগ যুগ ধরে বাংলাদেশী সব মানুষের কাছে একটি প্রিয় খাবার। আপনার রেসিপিটা খুবই সুন্দর হয়েছে।পোস্টের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য এর জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া ☺️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57346.65
ETH 3107.45
USDT 1.00
SBD 2.40