DIY - এসো নিজে করি:- প্রাণ গলা দিয়ে জামা কাটিং ও সেলাই এর পদ্ধতি ||১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা ❣️❣️

আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি আপনাদের মাঝে আমার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার সেলাইয়ের কিছু কাজ আপনাদের সাথে ভাগ করে নেব। আশাকরি সকলেই এটি পছন্দ করবেন।

আগের এক পোস্টে আমি আপনাদের মাঝে একটি গোল গোলার জামা সেলাই শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি জামা সেলাইয়ের পদ্ধতি শেয়ার করব। এটির গলা হলো প্রাণ গলা।

আমি নিচে জামা সেলাই এর পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করেছি।আশা করি আপনাদের বুঝতে অনেক সহজ হবে। তাহলে শুরু করা যাক।

photocollage_2021101418352675.jpg

IMG_20211014_182035.jpg

প্রয়োজনীয় উপকরন সমুহ

১.জামার জন্য কাপড়।
২.কাঁচি
৩.ইঞ্চি ফিতা
৪.রঙ্গিন চক
৫.গলার বকরম
৬.প্লাজোর জন্য রাবার

IMG_20211014_182450.jpg

IMG_20211014_182437.jpg

★জামা কাটিং ও সেলাইয়ের পদ্ধতিঃ

প্রথম ধাপ

প্রথমে জামাকাপড় টিকে ভাঁজ করে বিছিয়ে নিলাম। সমান করে বিছিয়ে নিতে হবে যাতে ভিতরে কোন ভাজঁ না থাকে

IMG_20211014_182507.jpg

দ্বিতীয় ধাপঃ

তারপর মাপ অনুযায়ী চক দিয়ে দাগ দিয়ে দিলাম। মাপ অনুযায়ী দাগ গুলো দিতে হবে।
IMG_20211014_182523.jpg

তৃতীয় ধাপঃ

এখন মাপ অনুযায়ী দাগের উপর দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম

IMG_20211014_182759.jpg

চতুর্থ ধাপঃ

জামা কেটে নেওয়ার পর অবশিষ্ট কাপড় যা থাকবে তা দিয়ে হাতার কাপড় নিয়ে নিতে হবে। হাতার জন্য কাপড় চার ভাজেঁ ভাজ করে বিছিয়ে নিতে হবে।তারপর মাপ অনুযায়ী দাগ দিয়ে দিতে হবে। দাগ দিয়ে দেওয়ার পর দাগের উপর দিয়ে কাঁচি দিয়ে কেটে নিতে হবে।

IMG_20211014_182541.jpg

IMG_20211014_182705.jpg

পঞ্চম ধাপঃ

প্রথমে গলার বকরম কে প্রাণ গলার মত সাইজ করে কেটে নিতে হবে। এভাবেই দুটো গলার বকরম নিতে হবে। তারপর এগুলোকে কাপড় দিয়ে সেলাই করে নিতে হবে।

IMG_20211014_182639.jpg

IMG_20211014_182649.jpg

IMG_20211014_182723.jpg

ষষ্ঠ ধাপ

এখন কাপড় দিয়ে সেলাই করা গলাটি জামার মধ্যে বসিয়ে একটি সেলাই করে নিতে হবে। তারপর মাঝখান দিয়ে কাছে দিয়ে কেটে নিতে হবে।তারপর গলার কাপড় টাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে । পরে এর উপর দিয়ে দুটো সেলাই দিয়ে দিতে হবে।
IMG_20211014_182750.jpg

IMG_20211014_182814.jpg

IMG_20211014_182828.jpg

IMG_20211014_182854.jpg

সপ্তম ধাপ

এখন যে আমার দু কাঁধে সেলাই করে জোড়া লাগিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেছে আমাদের প্রাণ গলা
IMG_20211014_182911.jpg

অষ্টম ধাপ

এখন হাতার বর্ডার টা সেলাই করে নিতে হবে। তারপর হাতাকে বগলের সাথে সেলাই করে জোড়া লাগিয়ে নিতে হবে। এভাবে দুটো হাতের সেলাই করে নিতে হবে।

IMG_20211014_182941.jpg

IMG_20211014_182957.jpg

IMG_20211014_183018.jpg

শেষ ধাপ

এখনই জামার হাতা থেকে নিচ পর্যন্ত দুই সেলাই দিয়ে দিতে হবে। অপর পাশে ও সেলাই করে নিতে হবে । দুই। সেলাই করে দিতে হবে কারন এক সেলাই দিলে খুলে যাওয়ার আশঙ্কা থাকে।

IMG_20211014_183036.jpg

IMG_20211014_183045.jpg

IMG_20211014_183008.jpg

জামাটি এখন সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে।

IMG_20211014_182223.jpg

IMG_20211014_181949.jpg

আশা করি আপনারা সবাই আমার পোস্টটি পছন্দ করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আমি কিছু ডিজাইনিং জামা নিয়ে উপস্থিত হব। সবাই ভালো ও সুস্থ থাকার চেষ্টা করবে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য ও দেখার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

এটি একটি ক্রিয়েটিভিটি। সুন্দর ছিল আপনার পদ্ধতি। বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তাধারাগুলো কে শেয়ার করতে সক্ষম আমরা সবাই আমাদের বাংলা ব্লগ তৈরি তে। চমৎকার দৃষ্টান্তমূলক উদাহরণ

 3 years ago 

মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনি খুব সুন্দর পান গলা কামিজটি তৈরি করেছেন। দেখে খুব ভালো লেগেছে দক্ষতার সাথে আপনি সেলায় কাজ করেন দেখেই বোঝা যাচ্ছে।তবে আমার খুবি ইচ্ছা ছিলো সেলায় কাজ শিখার কিন্তু তা আর হয়ে ওঠে না। অনেক ভালো লাগছে আপনার সেলাই আমাদের মাঝে শেয়ার করছেন।ধন্যবাদ ভাইয়া আপু

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপু আপনি সত্যিই একজন ক্রিয়েটিভ মানুষ।
আপনার পদ্ধতি দেখে মনে হচ্ছে এই কাজ অনেক সোজা, তবে জানি এই কাজ মোটেও সহজ না, অনেক কঠিন।অনেক সুন্দর হয়েছে কাপড় গুলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ☺️

 3 years ago 

আপু আপনি বিভিন্ন দক্ষতার অধিকারী আপনি। প্রতিনিয়ত চেষ্টা করেন বিভিন্ন জিনিসের উপর সৃজনশীলতা খাটিয়ে উদ্ভব করে দেখা। খুবই ভালো লাগলো দিনের-পর-দিন নিত্যনতুন জিনিস নিয়ে আমাদের মাঝে হাজির হন। এইটা খুবই ভালো লাগলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং আপনি যেভাবে বিবরণ দিয়েছেন যার যে কোন মেয়ে বা ছেলে দেখলে সহজেই বানাতে পারবে। খুব সাবলীলভাবে মার্জিত ভাষায় যা দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য শুভকামনা রইল আপু

 3 years ago 

সুন্দর মন্তব্য টি করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

আপনি জামা কাপড় তৈরীর ধাপগুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন। সুন্দর এবং গঠনমূলক পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51