DIY - এসো নিজে করি : চাঁদনী রাতে একটি খ্যাক শিয়াল বসে আছে|| ১০% লাজুক- খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা❣️❣️

তোমারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি।

আজকে আমি তোমাদের সকলের মাঝে আমার নতুন একটি আর্ট নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সকলেই জানো আমি আর্ট করতে খুবই পছন্দ করি। তাই অবসর সময়ে আমি আর্ট করি ।

আজকের দৃশ্যটি হল চাঁদনী রাতে একটি খ্যাক শিয়াল গাছের নিচে বসে আছে। আশা করি তোমরা সকলে আমার এই দৃশ্যটি পছন্দ করবে ।

আমি নিচে এটি ধাপে ধাপে উপস্থাপন করেছি। আশাকরি সকলেই এটি বুঝতে পারবে।

IMG_20211010_190014.jpg

প্রয়োজন উপকরণ সমূহঃ

  • পেন্সিল
  • সাদা কাগজ
  • কালো মার্কার
  • স্কেল
  • রাবার

IMG_20211010_190338.jpg

প্রথম ধাপ

প্রথমে গোল করে বড় একটি বৃত্ত একে নিলাম।

IMG_20211010_160240.jpg

দ্বিতীয় ধাপঃ

পরে বৃত্তের নিচে স্কেল দিয়ে কয়টা দাগ টেনে নিলাম।
IMG_20211010_190432.jpg

তৃতীয় ধাপঃ

এখন দাগের ভিতরে আরো কয়েকটি দাগ টেনে নিলাম।
IMG_20211010_190446.jpg

চতুর্থ ধাপ

এখন সবগুলো ইট একেঁ নিলাম।
IMG_20211010_161559.jpg

পঞ্চম ধাপ

এখন ইটের ভিতরে একটু কালো করে নিলাম।
IMG_20211010_171540.jpg

ষষ্ঠ ধাপ

তারপর ইটের ভিতরে রাবার দিয়ে হালকা হালকা করে মুচে নিলাম।
IMG_20211010_172356.jpg

সপ্তম ধাপ

এখন দুই পাশে দুইটি গাছ একেঁ নিলাম।
IMG_20211010_181145.jpg

IMG_20211010_181814.jpg

অষ্টম ধাপ

এখন একটি গাছ পুরো কালো করে নিলাম পেন্সিল দিয়ে।

IMG_20211010_182206.jpg

নবম ধাপ

এখন অপর গাছটি কালো করে নিলাম।
IMG_20211010_182838.jpg

দশম ধাপ

এখন চাঁদ একেঁ নিলাম।
IMG_20211010_183402.jpg

একাদশ ধাপ

এখন একটা খ্যাক শিয়াল একে নিলাম।
IMG_20211010_183624.jpg

দাদ্বশ ধাপ

তারপর শিয়ালটাকে পুরো কালো করে নিলাম।
IMG_20211010_190055.jpg

ত্রয়োদশ ধাপ

এখন একটা হ্যাজক বাতিন একেঁ নিলাম গাছের ডালে।

IMG_20211010_184455.jpg

সর্বশেষ ধাপ

এখন গাছের ডালগুলোর পাতা দিয়ে নিলাম।

IMG_20211010_190014.jpg

IMG_20211010_185919.jpg
আমার আর্ট এর সাথে আমার ছবি।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার পোস্টটা পড়ার ও দেখার জন্য 😍❣️

Sort:  
 3 years ago 

বাহ্ দারুন আর্ট,চাঁদনী রাতে একটি খ্যাক শিয়াল বসে আছে। আমার অনেক পছন্দ হয়েছে আপু ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া ☺️

 3 years ago 

আসলেই আপু আপনার চিন্তাভাবনা অনেক সুন্দর।অনেক দক্ষতা দিয়ে চাঁদনী রাতে একটি খেকশিয়াল বসে আছে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে আপনি নিয়ে উপস্থাপনা করেছেন। আমার অনেক ভালো লাগলো।শুভকামনা রইল আপু

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে চাঁদনী রাতে একটি খ্যাক শিয়াল বসে আছে চিত্রটি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ☺️

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু। গাছ দেয়াল জোৎস্না সব মিলে অসাধারণ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু☺️

 3 years ago 

পুরো চিত্রের মধ্যে বেশি ভালো লেগেছে দেয়ালের অংশটি।একদম মনে হচ্ছে সত্যিকারের দেওয়াল। কেমন একটা বাস্তব বাস্তব ভাব।
আর বাকি পুরোটিই অনেক বেশি ভালো হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু,, এতে উৎসহ আরো বেড়ে যায়।

দুই বৃক্ষের মাঝখানে সূর্যৈর ছবি অংকন বাহ অনেক সুন্দর হয়েছে। সত্যি দেখে অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

অসাধারণ আর্ট করেছেন আপু সত্যিই আমি মুগ্ধ আপনারা আর্টের ক্রিটিভিটি দেখে। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে বিড়ালটিকে। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য এভাবে সামনের দিকে এগিয়ে যান নতুন উদ্যমে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য ☺️☺️

দুই বৃক্ষের মাঝখানে সূর্যের ছবি অংকন এক কথায় অসাধারণ।চাঁদনী রাতে একটি খেকশিয়াল বসে আছে খুবই ভালো লাগছে। শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

সুন্দর আর্ট আইডিয়া। মুল বিষয়ে ১০০ শব্দের কম কোন পোস্ট কিউরেশনের জন্য রাখা হয়না। এটা কমিউনির নিয়ম। এজন্য নিয়ম মেনে পোস্ট করতে হবে। ধন্যবাদ আপনাকে বাংলাদেশের

 3 years ago 

জি, ধন্যবাদ

 3 years ago 

চাঁদনী রাতে খ্যাক শিয়াল গাছের নিছে বসে আছে।একদম বাস্তব চিত্র অংকনের মাধ্যমে তুলে ধরেছেন।অনেক সুন্দর হয়েছে আপু।শুভ কামনা রইলো

 3 years ago 

ভাইয়া আপনাকে ধন্যবাদ ও শুভকামনা রইল ☺️

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51