সিলেটে বন্যায় 😫 মানুষ গুলো কত অসহায়😩 ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল

আসসালামু আলাইকুম
আমার সকল স্টিমিট বন্ধরা
নতুন ব্লগে স্বাগতম


হ্যালো বন্ধুরা -

সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন।কিন্তু আমি ভালো থেকেও বেশি একটা ভালো নেই।কারন মানুষের কষ্ট দুর্দশা দেখে মনে শান্তি নেই।আপনারা সকলেই অবগত আছেন, যে প্রায় ৫,দিন থেকে আমাদের বাংলাদেশে, একটি জেলার নাম হচ্ছে সিলেট।আমরা সবাই, বর্তমানে সিলেটের কি করুন অবস্থা,তা সবাই আমরা জানি। তাদের এতো কষ্ট দেখে আর সহ্য হয় না। এই কষ্টের মনের অনুভূতি টা প্রকাশ করার জন্যই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই


বর্তমানে সিলেটের কি করুন অবস্থা, তা আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি।তাদের বর্তমান সময়ের অবস্থা খুবই ভয়াবহ। না আছে কোন খাবার, না আছে কোন একটু থাকার জায়গা। কি যে কষ্টে আছে, তা বলার মতো না, আল্লাহর কাছে সবাই একটু তাদের জন্য দোয়া করি,যেন আল্লাহ তাদের উপর একটু রহম করেন। যেদিক তাকাই সেদিকেই শুধু পানি আর পানি।মানুষ যে হাটা চলা করবে এমন কোন গতি নেই,চারদিকে শুধু পানি আর পানি। তাদের ঘর বাড়ি ভেঙেচুরে খান খান হয়ে গেছে।একটু আশ্রয় নেওয়ার জন্য তারা কত চেষ্টা সাধনা করে যাচ্ছে, কিন্তু তাও তারা যেতে পারছিনা নৌকার অভাবে।তাদের দিকে তাকালে, খুবই খারাপ লাগে নিজের কাছে


বন্যায় আটকে পড়া মানুষজন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সাহায্য পাচ্ছে না।একটা এলাকায় এত বাজে অবস্থা হওয়ার পরও প্রশাসনের কোন, দ্রুত উদ্ধারের কোনো তৎপরতা নেই। তবে আমি খুশি হলাম যে, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঠিকই ফেইসবুকে একটা বিডিও দেখলাম, সেনাবাহিনীরা দ্রুত উদ্ধারের কাজে নেমে গেছে। খুবই ভাল লাগল তাদের এই কাজ থেকে।আসলে আমাদের দেশের সেনাবাহিনীরা সব সময় নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করে গেছে।এবং তাদের জন্য দোয়া করি তাঁরা ও যেন সুন্দর ভাবে নিরীহ মানুষের জন্য নিরাপদ ভাবে কাজ করতে পারে


palm-607683_1280.jpg

source

বন্যার পানিতে তলিয়ে গেছে, পুরো সুনামগঞ্জ শহর। দেশ থেকে বিছিন্ন হয়ে পড়েছে।সিলেটের ওসমানী বিমানবন্দরের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।বন্যায় আটকে পড়া মানুষ গুলিকে, উদ্ধারের কাজে সিলেট ও সুনামগঞ্জের আটটি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মানুষের ঘড় বাড়ি পানির নিচে চলে গেছে। সবাই শুধু হাউমাউ করে কেদে কেঁদে চোখের জল ভাসিয়ে দিয়েছে।তাদের চোখের জল দেখলে এমনিতেই আমার চোখে পানি আইসা পরে।কি আর করার আছে আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছুই করার নেই। তবে আমরা যার যার সাধ্য অনুযায়ী নিজ নিজ স্থান থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব।তাদের মুখে একটু হাসি ফুটাতে পারলেই, আমাদের অন্তরে শান্তি লাগবে


আমাদের সবার উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। কারণ এমন বিপদ আমার জীবনেও তো আসতে পারতে।তো সেটা মনে করে তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের সবার জন্য কর্তব্য।বিপদ আপদ সবকিছু আল্লাহতালার পক্ষ থেকে আসে, তবে আমরা ধৈর্য ধারণ করব আল্লাহ তা'আলা যেন আমাদেরকে এর থেকে হেফাজত করে। তবে আমাদের কর্মের ফল অনুযায়ী আমাদের এই ফল ভোগ করতে হয় এটাই স্বাভাবিক। কারণ মানুষ যেটা করে সে কর্মের ফল সে ভোগ করে। তবে আল্লাহতালার কাছে দোয়া করি সবাইকে যেন আল্লাহ তালা নিজগুণে নিজ হাতে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারন বর্তমান সমায়ের অবস্থা খুবই ভয়াবহ। মানুষ মানুষের জন্য এটাই স্বাভাবিক, তাই আমাদের সকলের উচিত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের বর্তমানে যে সিলেট সুনামগঞ্জের যে পরিস্থিতি মানুষগুলি খুবই খারাপ পরিস্থিতিতে আছে। তাদের ঘরবাড়ি পানির নিচে চলে গেছে একটু ঠাঁই নেওয়ার জায়গাও তারা পায় না


তাদের কষ্ট দুর্দশা দেখে অনেক খারাপ লাগে নিজের কাছে। ছোট ছোট বাচ্চারা দেখা যায় পানির উপরে ভাসতেছে লাশ হয়ে। এবং দুইটা বাচ্চা দেখলাম একটা ভিডিওর মধ্যে দেখলাম যে দুইটা বাচ্চা পাতিলের মধ্যে ভাসতাছে এমন চিএ আমাদের সামনে চলে এসেছে। জানি না তারা কেমন আছে তবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে।এভাবে অনেকেই আছে হাবুডুবু খাচ্ছে, পানির উপরে, কিন্তু কেউ দেখার নেই। এবং দেখলাম অনেক গরু-বাছুর পানির উপর ভাসতে আছে, তারা একটুও আশ্রয় নেওয়ার জন্য এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কি আর করার তারা কি এত পানি মধ্যে কই যাইবো আমার মনে হয় না তাঁরা বেচে আছে। এভাবে অনেক চিএ আমাদের সামনে বেসে আসছে


swimmer-1678307_1280.webp

Source

এবং ফেসবুকে আরেকটি ভিডিও দেখলাম যে, এক লোক এক মহিলাকে বাঁচানোর জন্য এপার থেকে ওপারে দড়ি ফালানো হলো।কিন্তু সেই মহিলাটি বেচে গেলো কিন্তু সেই মহিলাটা কে বাঁচাতে গিয়ে ওই মানুষটা স্রোতের তীরে চলে গেছে স্রোতের সাথে।তবে আমাদের দেশের অনেক মানুষ এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে তারা সাহায্য নিয়ে চলে গেছে সিলেট-সুনামগঞ্জে। অনেক রাজনৈতিক দল, ও আলেম-ওলামা বিভিন্ন মানুষ চলে গেছে তার নিজ সাধ্য অনুযায়ী নিজ নিজ স্থান থেকে তাদেরকে একটু খাবারের দিতে।তবে আমরাও আমাদের নিজ নিজ জায়গা থেকে অবশ্যই তাদেরকে সাহায্য এগিয়ে আসবো।এত মানুষ সাহায্য করার পর থেকেও বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে আসার পরও। এবং সরকারি পক্ষ থেকে খাবার নিয়ে আসার পরও, অনেক মানুষ তারপরও দেখা যায় দুইদিন তিনদিন পর্যন্ত না খেয়ে আছে। তাদের সামনে এক সাংবাদিক গিয়ে বল আপনারা ক'দিন ধরে না খেয়েছেন। এক মহিলা বলল যে, আমরা এখনও চারদিন ধরে কিছু খাইনি তাহলে বুঝেন সুনামগঞ্জে সিলেটে,এতো খাবার দেওয়ার পরেও কতো মানুষ জানি না খেয়ে আছে


সিলেট শহরে সুনামগঞ্জে, প্রতিটি রাস্তায় রাস্তায় দেখা যায় পানি আর পানি। প্রতিটি জায়গায় দেখা যায় পানি কোন জায়গায় মনে হয়না বাদ আছে পানি ছাড়া। এবং দেখা যায় হাঁস মুরগি ছাগল ও বিভিন্ন পশু মালা তারাও পানিতে ভেসে আসছে তারা, একটু বাঁচার জন্য তারা হাহাকার করছে,কিন্তু কেউ নেই বাঁচাবার। তাই আসুন আমরা সবাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই, এবং তাদের সাহায্যে আমরা এগিয়ে আসি। যার যার নিজ স্থান থেকে সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য নিয়ে তাদের কাছে গিয়ে তাদের কান্না মাখা মুখে, একটু হাসি ফুটাই। অভাবগ্রস্ত, বিপদ গ্রস্থ, মানুষদের পাশে একটু দাঁড়ানো, বা অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটানো, এটি খুবই ভালো কাজ আর আল্লাহ তাআলা এটি খুবই পছন্দ করে।কিছু না পারলেও তাদের জন্য মন খুলে সবাই দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাদেরকে হেফাজত করে এবং ভালো রাখে

🤔🤔🤔


আল্লাহ হাফেজ

🌹💜❤️🤎💓💗💙❣️🧡❤️❤️💗💙🤎💜🌷

Sort:  
 2 years ago 

সিলেটে বন্যায় 😫 অসহায় মানুষ গুলির পাশে ধারান

প্রথমত আপনার টাইটেলের বানান ভুল। পোস্টের ভিতরে ও কিছু বানান ভুল রয়েছে। এগুলো ঠিক করে নিবেন।

প্রথম যে ছবিটি ব্যবহার করেছেন সেই ছবির কোন লিংক দেন নি আপনি। তারাতারি ঠিক করে নেন।

কোন পোস্টের টাইটেলে ভুল থাকলে পোস্ট পড়ার আগ্রহ কমে যায়।

ধন্যবাদ ভাই ঠিক আছে।

 2 years ago 

আসলেই ভাই,আমার বুদ্ধি হওয়ার বয়স থেকে এমন করুণ অবস্থা আমি দেখিনি কখনোই।ছেলে ভেসে যাচ্ছে,কিন্তু মা এতো চিৎকার করেও কিছু করতে পারছেনা।
এই সময় কিছু সুপার হিরো বের হয়েছেন আমাদের মাঝে থেকে।তাসরিফ ভাই,শান্ত ভাই,ফারাজ করিম ভাই সহ আরো অনেকেই তাদের দ্বারা যতোটা সম্ভব ততটা চেষ্টা করেই চলেছেন নিয়মিত।আল্লাহ তায়ালা অবশ্যই সিলেটবাসীদের রক্ষা করবেন।

পোস্টে বাক্য প্রয়োগ এবং বানানের দিকে খেয়াল রাখবেন,ধন্যবাদ 🌸

 2 years ago 

আসলেই ভাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের এই মানুষ গুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত মানুবিক দিক বিবেচনা করে হলেও। আপনার সুন্দর পোস্টর জন্য ধন্যবাদ।

 2 years ago 

সিলেটের বন্যার কবলে পড়ে হাজার হাজার মানুষ আজ বিপদগ্রস্ত। তাই আমাদের উচিত তাদের জন্য সহায়তার হাত এগিয়ে দেওয়া। তাই চলুন যে যেভাবে পারি তাদের সহায়তা প্রদান করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67751.75
ETH 2620.94
USDT 1.00
SBD 2.72