সত্যি কারের ভালোবাসা আসলে কি ১০% প্রিয় লাজুকের জন্য।

আসসালামু আলাইকুম

আমি ঢাকা থেকে @mustafiz99


সবাই কেমন আছেন আশা করি রমজানের শেষ দশকে সবাই বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমাতে আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি। রমজানের শেষ দশকে সবাই বেশি ভালো আছেন বললাম কারণ। সবাই আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে আছেন।কারণ আমাদের সামনে আসছে আর কয়েকদিন পরে ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমরা সবাই খুবই আনন্দের মধ্যে দিন কাটাচ্ছি আর এটাই স্বাভাবিক। আমার পোস্টের ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল।

যাইহোক আজ ও আমি আপনাদের একটি মোটিভেশনাল পোস্ট নিয়ে হাজির হয়েছি। তবে আজকে পোস্ট লিখবো সত্যি কারের ভালোবাসা নিয়ে। সত্যি কারের ভালোবাসা আসলে কি। বিশেষ করে এ ভালোবাসা সম্পর্কে সবাই কম বেশি জানি। কারন এর মধ্যে সবাই আমরা হাবুডুবু খেয়ে আসছি।আমরা সবাই এসব বিষয়ে পারদর্শী। তাই চলুন সত্যি কারের ভালোবাসা আসলে কি জেনে নেই

IMG_20220428_175728~2.jpg


সত্যি কারের ভালোবাসা জানতে হলে সবার আগে আমায়। ভালোবাসার সংজ্ঞা জানা প্রয়োজন।

ভালোবাসা নানা ধরনের বিভিন্ন ভাবে প্রকাশ পায়।যেমন, মা তার সন্তানকে ভালোবাসে বা সন্তান তার মাকে ভালো বাসে।নিজে না খেয়েও তার সন্তানকে খাওয়ানো। এবং তার প্রতিনিয়ত তার কোথায় কি প্রয়োজন সেদিকে খেয়াল রাখা। এমনকি চলতে গিয়েও সন্তানের যদি ব্যাথা লাগে। তাহলে সে ব্যাথাও অবশ্যই মায়ের বুকে আগাত করে।এবং সন্তান যদি মাকে গালিও দেয় মা সেটাকে আদর সোহাগ দিয়ে বুকে জরিয়ে নেয়।আর এটাই হচ্ছে সত্যি কারের ভালোবাসা


এবং স্বামী তার স্ত্রী এবং স্ত্রী তার স্বামীকে ভালোবাসে।পিতা তার সন্তানকে ভালোবাসে এবং ভাই তার বোনকে ভালোেবাস বা বোন তার ভাইকে ভালোবাসে।এ সবগুলো ভালোবাসা হলো সত্যি কারের ভালোবাসা।কারন এখানে কোন চাওয়া পাওয়া নাই। এখানে যা কিছুই পাবেন সব কিছুই হলো অন্তরের টান।কারন পরিবারের ভালোবাসার মধ্যে কোন সার্থ থাকে না


এর পর আসি প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসা নিয়ে।

আজ কাল প্রেমিক বা প্রেমিকার ভালোবাসার চাহিদার অন্ত নেই। কেউ পকেটের দিকে তাকিয়ে ভালোবাসে আবার কেউ শরিরের দিকে তাকিয়ে ভালোবাসে।তাই এখানে আপনি সত্যি কারের ভালোবাসা খুঁজলে হয়তো নিরাশ হবেন। তবে একশো জনের মধ্যে যে সবাই একরকম তা নয়। তবে দু চার জন মানুষ খুজে পাওয়া যাবে তাও গোনার বাইরে। আসলে এ দুনিয়ায় সত্যি কারের একজন প্রেমিক খুঁজে পাওয়া বড়োই মুশকিল। বর্তমান এ দুনিয়ায় মানুষ সব ক্ষেএে যেটা বেশি খুঁজে সেটা হলো টাকা পয়সা। মানুষ তার সাথেই আছে যার টাকা পয়সা আছে। সত্যি কারের ভালোবাসার মানুষ গুলি এমন যাকে ভালোবাসবে তাকে হাজার কষ্টের মাঝে ও তাকেই ভালোবাসবে।কিন্তু আমাদের বর্তমান সমায়ে ভালোবাসা কেনাবেচা হয়।যার বেশি টাকা আছে সে ভালোবাসা কিনে নিয়ে যায়।কিন্তু এসব টাকার ভালোবাসার মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় না


সত্যি কারের ভালোবাসা বলতে উদাহরণ স্বরুপ বুঝায়।

মিরা ভালোবেসেছিলো তার গোপালকে।এবং মজনু ভালোবেসেছিলো তার লায়লাকে।এদের ভালোবাসা ছিল নিখাঁদ। এ রকম আরো অনেক ভালোবাসা আছে যাদের ভালোবাসার মধ্যে স্বার্থ খুঁজলেও পাবেন না

আসলে ভালবাসার কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। যা দিয়ে ভালোবাসাকে সঈায়িত করা যায়। যে পাশে থাকলে ভালো বাসার সব অনুভূতি কাজ করে। এবং দুরে চলে গেলে অন্ধকার লাগে।সারাক্ষণ তার চিন্তায় মগ্ন থাকতে ভালো লাগে।মোট কথা ভালোবাসার মানুষ কাছে না থাকলে কিছুই ভালো লাগে না। এটাই তো সত্যি কারের ভালোবাসা।শুন্য চাহিদা থেকে কারো জন্য যদি কিছু করা হয়।তবে সেটাই হলো সত্যি কারের ভালোবাসা।কারন সত্যি কারের ভালোবাসার মধ্যে কোন চাহিদা থাকে না

IMG_20220428_175858~2.jpg


ভালোবাসা মহান সত্য একটা বিষয়। যা কোন ফুরায় না তা থাকতে পারে আপনার মায়ের সাথে। বা বন্ধুর সাথে বা ভাইয়ের সাথে বা অন্য কারো সাথে। এবং এ ভালোবাসা থাকতে পারে সৃষ্টি কর্তার সাথে। এ রকম অনেক কিছুর সাথেই থাকতে পারে।ভালোবাসার টার্মটা নিঃস্বার্থ যেখানে কোন চাওয়া পাওয়া না।বিশেষ করে বর্তমান সমায়ে আমাদের ভালোবাসার এমন অবস্থা। এখানে সবার মধ্যে চাওয়া পাওয়া থাকে।নিঃশর্তভাবে কেউ কাউকে ভালোবাসে না।কারন বর্তমান সমায়ে ভালোবাসার নামে যা চলে তা বলার মতো ভাষা কিছু নাই। তাই সবাই স্বার্থের জন্য ভালোবাসা আদান-প্রদান করে।কে ধোঁকা খাচ্ছে আর কে ধোঁকা দিচ্ছে সেটাই বুঝা মুশকিল। কারন ভালোবাসার আবেগ নিয়ে মানুষ এমন ভাবে কথা মনে হয় তার মতো আর কেউ আমাকে ভালোবাসে না।কিন্তু এখানে লুকিয়ে থাকে তার চাহিদা তার চাওয়া পাওয়া শেষ তার ভালোবাসাও তখন শেষ। এখন কথা যদি ও সত্যি কার অর্থে কাওকে কেউ ভালোবাসে তবে যাকে ভালোবাসে সে এটা মেনে নেয় না। কারন কিছু কিছু মানুষের জন্য ভালোবাসার বিশ্বাসটা উঠে গেছে। তাই মানুষ সত্যি কারের ভালোবাসাটাও মাঝে মাঝে মেনে নেয় না


যাইহোক আর কিছু লিখতে চাই না। কারন এসব বিষয়ে সবাই পারদর্শী। তবে মোটামুটি ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।কথা বললে অনেক কিছুই বলা তো অল্পের মধ্যে আপনাদের মাঝে পোস্টটি শেষ করলাম।আশা করি সবার কাছে ভালো লাগবে।এবং লেখার মধ্যে যদি কোন ভুল হয় তবে সবাই ক্ষমা করবেন।


আমার 🌷পোস্টটি মনযোগ সহকারে 💓পড়ার জন্য সকলে 🍅জানাই আমার পক্ষ ❣️থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🍒

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

আসলেই ভালোবাসা র অর্থ কেউ বুঝে না। বর্তমান যুগে সত্যি কারের ভালবাসা খুঁজে পাওয়া যায় না।যে কেউ যদি সত্যি কারের ভালবাসে তাহলে তার সেই সত্যি কারের ভালবাসার কেউ মূল্য দিতে জানে না। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার পোস্টটি পড়ে ভালোই লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

সত্যি কারের ভালবাসাটা কি এ সম্পর্কে আপনি চমৎকার একটা পোষ্ট আজকের শেয়ার করেছেন। আসলে আমরা অনেকেই সত্যিকারের ভালবাসাটা বুঝিনা। পোস্টের মধ্যে আপনার এই লাইনটা বেশ ইউনিক মনে হয়েছে।

আসলে ভালবাসার কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই। যা দিয়ে ভালোবাসাকে সঈায়িত করা যায়

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63095.58
ETH 2475.10
USDT 1.00
SBD 2.64