মানুষ মানুষের প্রতি বিশ্বাস থাকা খুবই প্রয়োজন ১০%লাজুক খ্যাক এর জন্য

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন।
আশা করি আল্লাহর রহমাতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে বলছি। আমার বাংলা ব্লগের সকল ভারতীয় ও বাংলাদেশের বন্ধুদের সুস্থতা কামনা রেখে শুরু করছি আজকের বগ্ল। আমার পোস্টের ১০% সাইফক্সের জন্য ও ৫% এবিবি স্কুলের জন্য

আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি মোটিভেশন পোস্ট নিয়ে হাজির হয়েছি।দেখেন আমরা আসলে চেষ্টা করলে সবই পারি।কারন আমি বেশি একটা পারদর্শী না মোটিভেশন পোস্ট লিখতে। তার পরেও আমি কয়েক একটা পোস্ট লেখার পরে কিছুটা আইডিয়া হয়েছে। চেষ্টা করলে আরো সুন্দর করে লিখতে পারবো সবার দোয়া কামনা করছি । সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আরও সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি


IMG_20220312_164822.jpg


আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে লিখতে চাই সেটি হলো বিশ্বাস। আজকে আমাদের নিজেদের প্রতি নিজেদেরই বিশ্বাস নাই। তাইলে অন্যকে বিশ্বাস করবো কি ভাবে। বিশ্বাস এমন একটা জিনিস যা কোন দিন টাকা পয়সা ধন দৌলাত দিয়ে কেনা যায় না। এটা অর্জন করে নিতে হয়।বিশ্বাস অর্জন করতে অনেক সময় লেগে যায় কিন্তু বিশ্বাস শেষ হতে এ সেকেন্ডের বেশি লাগে না


IMG_20220312_164819.jpg


মানুষ মানুষের প্রতি বিশ্বাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু আজকাল এই সমাজে বিশ্বাস জিনিস টা উঠে গেছে। আমরা বর্তমানে বড় অদ্ভুত সমাজে বসবাস করতেছি।
কেউ কাউকে বিশ্বাস করে চলা ফেরা করি না এই সমাজে। এ সমাজে আমাদের বর্তমানে আইয়্যামে জাহিলিয়্যাতের যুগ পরিনিত হয়েছে


এ পৃথিবী ঠিকই আছে কিন্তু মানুষ সব পাল্টে গেছে। যার কারণে আমাদের কারো প্রতি কারো বিশ্বাস নাই। সবাই নিজের সার্থের উপর চলে।যার কারনে কারো প্রতি বিশ্বাস করে নির্ভর করে চলা যায় না। এটাই আমাদের বর্তমান সমাজের অবস্থান। বর্তমান সমাজের মানুষের অবস্থা দেখুন বিশ্বাস কি ভাবে উঠে গেছে। কি বলবো দুঃখের কথা অনেক কিছুই বলতে মনে চায় এই সমাজের মানুষের ব্যাপারে।মানুষ আমরা এতোটাই খারাপ হইয়া গেছে


যার কারণে আমাদের প্রতি কেউ বিশ্বাস রেখে চলা ফেরা করে না। অন্য মানুষের কথা বাদ দিলাম নিজের আপন পরিবারই আমাদের প্রতি বিশ্বাস করে না।বাব ছেলে কে বিশ্বাস করে না আবার ছেলে বাবকে বিশ্বাস করে না। আবার ভাই বোনকে বিশ্বাস করে না আবার বোন ভাইকে বিশ্বাস করে না বা স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না বা স্বামী-স্ত্রীকে বিশ্বাস করে না । এ ভাবেই দুনিয়ায়টা চলতেছে কারো প্রতি কারোই বিশ্বাস নাই


আপনি দেখেন মানুষ মানুষের প্রতি যদি বিশ্বাস না থাকে। তাহলে সে কোন ভাবেই ব্যবসা-বাণিজ্য লেনদেন কোন কাজই কারো সাথে করতে পারবে না বা আমাদের প্রতি মানুষের যদি বিশ্বাস না থাকে তাহলে কোন সাহায্যেতে এগিয়ে আসবে না। একটা মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হলে আগে বিশ্বাসের প্রয়োজন হয়।বিশ্বাস ছাড়া কারো সাথে কারো ভালো বন্ধু সম্পর্ক হয় না


IMG_20220312_164818.jpg


মোট কথা সব কিছুইতে বিশ্বাসের প্রয়োজন হয়।তাই আসুন আমরা আগে নিজেকে ঠিক করি নিজে সংশোধন হই। জানো মানুষ আমাদের প্রতি বিশ্বাস রাখে এবং বিশ্বাস রেখে চলা ফেরা করতে পারে। আমরা এমন কোন কাজ করবো না যাতে মানুষ আমাদের কে খারাপ বলে এবং আমাদের প্রতি বিশ্বাস হারাইয়া ফেলে। মনে রাখবেন বিশ্বাস জিনিস টা কিন্তু খুবই মুল্যবান জিনিস যেটা হারাইলে সহজে কিন্তু ফিরে পাওয়া সম্ভব না


আজকে এ পর্যন্ত আর লিখবো না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইলো সবার প্রতি। আমার লেখার মধ্যে যদি কোন ভুল হয় তবে সবাই আমাকে ক্ষমা করবেন

🍒আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ🍒

🍎🍎আল্লাহ হাফেজ🍎🍎

Sort:  
 2 years ago 

ঠিক ভাই। একটি সম্পর্কতে বিশ্বাস না থাকলে সে সম্পর্ক কখনো টেকেনা। আমাদের আধুনিক সমাজে এখন এটা বেশি দেখা যাচ্ছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস কম। আবার অন্যদিক দিয়ে দেখতে গেলে আমরাই এর জন্য দায়ী। ক্ষনে ক্ষনে মিথ্যা বলি আমরা। এভাবেই তো বিশ্বাস নস্ট হয়ে। অনেক ভালো লিখেছেন ভাই আপনি। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

খুবই সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ভাই আমাদের মধ্যে একে অপরের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়। তবে অনেক মানুষ হই বিশ্বাসের অমর্যাদা করাই মানুষের থেকে বিশ্বাস উঠে যাচ্ছে দিন দিন। ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন। কিন্তু ভাই আপনার জন্য একটি পরামর্শ থাকবে। আপনি বানানের প্রতি একটু যত্নশীল হোন। আপনার এই পোস্টে প্রচুর ভুল আছে। আপনার লেখার বিষয়বস্তু যত ভালই হোক না কেন। যদি পোস্টে অতিরিক্ত ভুল থাকে তাহলে সেটা দৃষ্টিকটু দেখায়। ধন্যবাদ আপনাকে।

জি ভাই পরবর্তীতে বানানোর প্রতি বেশি একটা যত্ন শীল হবো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে মানুষ মানুষের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছে বলেই পৃথিবীটা আজও টিকে আছে এবং পৃথিবীতে শান্তি বজায় আছে। এবং আপনার লেখাগুলো সত্যি অনেক সুন্দর ছিল, সেইসাথে সুন্দর দুটি ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন আপনি।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

বিশ্বাস হলো ধর্মের ১নং স্তম্ভ। এ দুর্বল তো সব দুর্বল।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.024
BTC 51981.11
ETH 2334.35
USDT 1.00
SBD 1.97