একজন ভালো মনের মানুষ হতে কি প্রয়োজন ১০% প্রিয় লাজুকের জন্য।

আসসালামু আলাইকুম

আমি ঢাকা থেকে @mustafiz99


সবাই কেমন আছেন আশা করি রমজানের খুশিতে ও আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পোস্টের ১০% সাই ফক্স ও ৫% এবিবি স্কুল।

আমি বরাবরই আপনাদের মাঝে মোটিভেশনাল পোস্ট নিয়ে আসি।তাই প্রতিদিনের মতো আজ ও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আসলে বিশেষ করে এখানে আমাদের এমন কিছু পোস্ট করা উচিত। যাতে মানুষ কিছু শিখতে পারে। আমরা দেখি অন্য অন্য পোস্টের চেয়ে একটা মোটিভেশনাল পোস্ট শেয়ার করলে আমরা সেটা থেকে অনেক কিছু শিখতে পারি। কিন্তু শর্থ হলো আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পরতে হবে। তাইলে আমরা অনেক কিছু শিখতে পারবো।যাইহোক তাইলে চলুন শুরু করা যাক।

IMG_20220426_100702~2.jpg

এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ রয়েছে। কেউ একটু ভালো আবার কেউবা একটু বেশি খারাপ। আবার কেউ বা মাঝামাঝি অবস্থায় আছে। কিন্তু মানুষ জন্মগত ভাবে কখনোই খারাপ থাকে না। পরিবেশের কারনে মানুষ এক এক রকম হয়ে যায় বা খারাপ হয়ে যায়। কিন্তু আমাকে একজন ভালো মনের মানুষ হতে হলে প্রথমে আমাকে নিজের মনকে ঠিক করতে হবে।নিজের মনকে কিভাবে ঠিক রাখবেন। আমাদের শরিরের বাম ধুদের পাশে একটুকরা গস্ত আছে তার নাম হচ্ছে কলব।এই কলবটা যার ভালো তার সব কিছুই ভালো হয়ে যায়। আর এই কলবটা যার খারাপ তার সব কিছুই খারাপ হয়ে যায়। তো এই কলব আমরা কি করে ভালো করবো। এই কলব ভালো করতে হলে আমাদেরকে বেশি বেশি ভালো ভালো কাজ করতে হবে। মোট কথা সৃষ্টি কর্তার হুকুম ৷ ও তার কথা মতো চললেই ধীরে ধীরে কলব ভালো হয়ে যায়।

IMG_20220426_100643~2.jpg

জন্মের পর মানুষ পরিবেশের কারণে বা অন্য কোন বাস্তব কারনে মানুষ খারাপ পথে অগ্রসর হয়।সব মানুষের মধ্যে একটা পবিত্র সত্যা রয়েছে। এই পৃথিবীতে অনেক খারাপ কাজের মধ্যে নিজেকে ভালো রাখা অনেক কঠিন কাজ। তাই আমাদের ভালো মানুষ হতে হলে অবশ্যই আমাদের ভালো ভালো কিছু কাজ করতে হবে।

১. ইচ্ছা থাকতে হবে


প্রথমে আমাদের ভালো মানুষ হতে হলে যে বিষয়টি আমাদের মাঝে থাকতে হবে ইচ্ছাশক্তি।যত খারাপ পরিবেশই আপনি থাকেন না কেন। আপনি একজন ভালো মানুষ হয়ে বেচে থাকবেন। এই ইচ্ছাশক্তি থাকতে হবে আর তখনই একজন ভালো মানুষ হয়ে বেচে থাকতে পারবেন। আমাদের সব কিছুই কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে। আমি যেটা করতে চাই না সেটা জোর করেও কেউ করাতে পারবে না। যখনি আমি ইচ্ছে করে ভালো কাজ করার চেষ্টা করবো।ভালো কাজ করতে করতে একদিন না একদিন আমি ভালো মানুষ হয়ে যাব।আমরা যদি ভালো কাজ করি তো ভালো হওয়ার আসা করা যায়। একজন সৎ চরিত্র ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা সাধনা করতে হবে তাহলে অবশ্যই আমরা ভালো হওয়ার জন্য আশা করতে পারি

IMG_20220426_100748~2.jpg


২. বাস্তবতা হতে হবে


যদি ও বাস্তবতা অনেক কঠিন। তার পরেও ভালো মানুষ হয়ে ওঠার জন্য বাস্তবতাকে বুঝতে হবে।ধরুন একজন চোর যদি বুঝতে শিখে যে সে যার জিনিস চুরি করেছে এটা বড় ধরনের একটা অপরাধ আর এটা নিশ্চয়ই তার সঞ্চয়। কিন্তু এটা যে চরম একটা ঘৃণা জঘন্য খারাপ কাজ বা অন্যয় কাজ।এই বিবেকটা যখনই তার তার মধ্যে কাজ করবে।তখন সে অবশ্যই ভালো মানুষ হবার জন্য চেষ্টা করবে।আসলে আমরা কিছু কিছু মানুষ আছি যাঁরা ভালো হওয়ার জন্য চেষ্টা করি তার পরেও পারি না। কিন্তু পারবো না কেন পারতে হবে। আমাদের হালাল উপায়ে রিজিক উপার্জন করার অনেক পথ আছে। একটু চেষ্টা করলেই ওই পথ আমরা অবলম্বন করতে পারি।বিশেষ করে সব মানুষের মধ্যেই ভালো মানুষ হওয়ার একটা আসা থাকে কিন্তু পরিবেশের কারনে অনেকেই সেটা পারে না। আমরা অনেকেই আছি অর্থ উপার্জনে বিভিন্ন অন্যয় খারাপ পথ অবলম্বন করি।কিন্তু আমাদের মনে রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা অন্যয় ও খারাপ পথ থেকে ফিরে না আসতে পারবো। ততোদিনে আমরা কোন মতেই ভালো হতে পারবো


৩. শারীরিক ভঙ্গিতে কথায় ও ভদ্রতা আনতে হবে


ভালো মানুষ হতে চাইলে স্বাভাবিক ভাবে আমাদের কথা শারীরিক ভঈিতে ভদ্রতাসুলভ আচরণ বজায় রাখতে হবে। আপনার আচার ব্যাবহার বলে দিবে আপনি কতটা ভালো মানুষ। একটা মানুষের কথা বার্তা আচার ব্যবহার অন্যদের বলে দিবে আপনি কতটা ভালো মানুষ। যতটা সম্ভব ভালো ভাষায় মানুষের সাথে কথা বলুন এবং ভালো আচরণ করুন।তাহলে আপনার মাঝে খারাপ ধরনের কোন চিন্তা আসবে না। তাহলে অবশ্যই আপনি ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারবেন

৪. মানুষকে সহযোগিতা করতে হবে


ভালো মানুষ হতে হলে আমাদের অনেক পরিক্ষার মধ্যে পরতে হয়।যেমন ধরুন গরিব মানুষকে সাহায্যে করা এবং গরিব মানুষের পাশে থাকা। এবং বেশি বেশি ভালো কাজ করা ইত্যাদি। আপনি তখনই ভালো মানুষ বলে পরিচয় দিতে পারবেন যখনি মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিতে পারবেন। অসহায়দের নানা ধরনের সহযোগিতা করার মনোভাব আপনার মাঝে থাকতে হবে।আপনার মন কতটা উদারতা তা নির্ভর করে আপনি কতটা অসহায়দের পাশে কতটা থাকতে পারছেন। নিজে নিজে একা একা ভালো থাকলেই সেটা ভালো মানুষের পরিচয় দেয়না। সবাইকে নিয়ে ভালো থাকাটাই হচ্ছে একজন ভালো মানুষের পরিচয়


৫. ভালো কাজ করুন


আপনি প্রতিদীনি কিছু না কিছু ভালো কাজ করুন ভালো কাজের সাথে জড়িত থাকুন।এবং অন্যয় কাজ থেকে বিরত থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনি ভালো মনের মানুষ হয়ে উঠবেন। আপনি যতই দিন দিন ভালো কাজ করবেন ততোই আপনার মনটা ভালো কাজের উৎসাহিত হবে।এবং আপনার ভালো কাজ গুলো দেখে অন্য মানুষ ও ভালো কাজ গুলো শিখে নিতে পারবে।তাই আমাদেরকে ভালো মনের মানুষ হতে হলে ভালো একটা মন দরকার। আমি আগেই কিন্তু বলেছি ভালো এমনি এমনি হওয়া যায় না


আমাদের কলব আগে ঠিক করতে হবে। এখন প্রশ্ন হলো কলব কিভাবে ঠিক করবেন। আমাদের এ কলবে জং ধরে আছে। এ জং যদি আমরা এখান থেকে সরাতে না পারি তাইলে কোন দিন ও ভালো মানষে পরিনত হওয়া যাবে না।আমরা সারাদিন সারাক্ষণ অন্যয় অপরাধ খারাপ কাজ করতে করতে আমাদের দিল নামের অন্তর টাকে পুরে ছারখার করে দিয়েছি। এখন আমাদের ভালো মনের মানুষ হতে হলে অবশ্যই আমাদের আগে দিল ঠিক করতে হবে।এখন কথা হলো দিল কিভাবে ঠিক করবেন। একটা মানুষ যখন খারাপ করতে থাকে। তখন ওই মানুষের মানসিকতা মন আস্তে আস্তে খারাপের দিকেই অগ্রসর হয়।ঠিক তেমনি আপনি ভালো কাজ করা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনার মন ও ভালো কাজের দিকে অগ্রসর হবে।আর তখনই আপনার দিল পরিশকার হয়ে যাবে এবং দিল পরিবর্তন হয়ে যাবে। আর যখনি আপনার দিল পরিবর্তন হতে থাকবে তখনই আপনি একজন ভালো মনের মানুষ হয়ে গড়ে তুলতে পারবেন। সৎ চিন্তা সৎ কর্ম দুইটা জিনিস যার মধ্যে থাকবে তাকেই আমরা ভালো মনের মানুষ বলতে পারি


আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনা রইলো। এবং আমার লেখার মধ্যে যদি কোন ভুল হয় তবে সবাই ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের মাঝে যেন আরো সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতে পারি দোয়া করবেন সবাই

আমার পোস্টটি 💓মনযোগ সহকারে পড়ার 💘জন্য 🌷সকলকে জানাই 🌹আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা 🍒ও অভিনন্দন।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

আপনার পোস্টটি অনেক ভালো হয়েছে, তবে আমি বলবো এক কথায় সেটি হচ্ছে মানবিক মানুষ হতে হবে। আর কেউ যদি মানবিক মানুষ হয় তাহলে সবগুলো গুণী একই মানবদেহে বিদ্যমান থাকবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য

 2 years ago 

আপনি একদম যথার্থ বলেছেন। যদি মানবিক মানুষ হওয়া যায় তাহলে সবকিছু একদম অটো ভালো হয়ে যাবে। আর এতে কোনো রকমের সন্দেহ নেই। অনেক ভালো লাগলো আপনার কথা গুলো।

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভালো মানুষ হতে হলে অনেকগুলি গুণ থাকতে হয় ।যেগুলো নিয়ে আপনি খুব সুন্দর আলোচনা করেছেন ।আর মানুষের প্রধান বিষয়টি হলো বিবেক-বুদ্ধি সঠিক ব্যবহার করা। পরিবেশ সুন্দর থাকলে সবই সুন্দর হয় এটাই স্বাভাবিক। অনেক ভালো লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

একজন মানুষ হতে হলে যা যা প্রয়োজন তা আপনার পোস্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। শিক্ষামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোষ্ট থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

পয়েন্ট গুলোর বিস্তারিত সম্পর্কে আমি কিছুই বলবো না শুধু এটুকুই বলবো টাইটেল টি দেখে একজন ভালো মনের মানুষ হতে হলে ভালো জ্ঞানীগুণী সম্পন্ন পূর্বে সম্মানিত মানুষদেরকে একটু অনুসরণ করতে হবে এবং নিজের বোধগম্যতা কে জাগ্রত করে বিবেক এর সাথে প্রতিনিয়ত দিনযাপন করতে হবে।

জি খুব সুন্দর মন্তব্য আপনার ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একজন ভালো মনের মানুষ হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সে সম্পর্কে আপনি খুবই সুন্দর একটা পোস্ট করেছেন। আসলে আমাদের প্রত্যেকেরই ভালো মনের মানুষ হওয়া উচিত। এর জন্য প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি সেটা আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।

প্রথমে আমাদের ভালো মানুষ হতে হলে যে বিষয়টি আমাদের মাঝে থাকতে হবে ইচ্ছাশক্তি

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63095.58
ETH 2475.10
USDT 1.00
SBD 2.64